
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসকে দলে ভেড়ালো আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে তাকে কিনতে ৭ কোটি ৩৫ লাখ ইউরো (১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকা) খরচ করেছে গানাররা। এই ট্রান্সফার মিকেল আর্তেতার অধীনে আর্সেনালের চতুর্থ সর্বোচ্চ ব্যয়ের চুক্তি।
২০২৪-২৫ মৌসুমে স্পোর্টিংয়ের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করা গিওকেরেসকে ঘিরে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে শুক্রবার রাতে আর্সেনাল নিজেদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে তার যোগদানের ঘোষণা দেয়। ক্লাবটি জানায়, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সুইডিশ আন্তর্জাতিক ফুটবলার ভিক্টর গিওকেরেস দীর্ঘমেয়াদি চুক্তিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।”
চুক্তির খুঁটিনাটিগিওকেরেসের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে আর্সেনাল। এর মধ্যে প্রাথমিক ফি ৬ কোটি ৩৫ লাখ ইউরো, আর বাকি ১ কোটি ইউরো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বোনাস হিসেবে দেবে লন্ডনের ক্লাবটি।
এ নিয়ে চলতি ট্রান্সফার উইন্ডোতে ৬ জন নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে আর্সেনাল। এর মধ্যে রয়েছেন:
ক্রিস্টিয়ান মোস্কেরা (ডিফেন্ডার)
মার্টিন জুবিমেন্দি (মিডফিল্ডার)
কেপা আরিজাবালাগা (গোলকিপার)
নোনি মাদুয়েকে (ফরোয়ার্ড)
ক্রিস্টিয়ান নরগার্ড (মিডফিল্ডার)
ভিক্টর গিওকেরেস (স্ট্রাইকার)
সব মিলিয়ে নতুনদের পেছনে ৩ হাজার ৩৫৬ কোটি ২২ লাখ টাকার বেশি ব্যয় করেছে ক্লাবটি।
আর্সেনালেই যোগ দিতে চেয়েছিলেন গিওকেরেসগত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে গিওকেরেসের স্পোর্টিংকে ৫-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। সেই ম্যাচের পর থেকেই ইংলিশ ক্লাবটিতে খেলার ইচ্ছা গড়ে ওঠে তার। এ নিয়ে গিওকেরেস বলেন, “আমি বুঝেছিলাম আর্সেনাল খুব শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা কঠিন। তাই মৌসুম শেষে এখানে আসার সিদ্ধান্ত নিই।”
১৪ নম্বর জার্সিতে দেখা যাবে গিওকেরেসকেআর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরি যেই ১৪ নম্বর জার্সি পরে খেলতেন, সেটাই পরে মাঠে নামবেন গিওকেরেস। আর্সেনালের হয়ে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন বলে জানান ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, “আমি এখন অনেক উন্নতি করেছি। গোল করাই আমার কাজ। এই জার্সি গায়ে মাঠে নেমে সমর্থকদের সামনে গোল করার মুহূর্তটার জন্য অপেক্ষা করছি।”
ইংলিশ ক্লাবে খেলার অভিজ্ঞতা থাকলেও এখনো প্রিমিয়ার লিগে মাঠে নামা হয়নি গিওকেরেসের। তবে এবার আর্সেনালে এসে সেই সুযোগটা ঠিকই পাচ্ছেন তিনি।
- প্রবাসে চাচা, দেশে চাচির সঙ্গে উধাও ভাতিজা! কক্সবাজারে চাঞ্চল্যকর পরকীয়ার ঘটনা
- জামায়াতের সমাবেশ মোট কত খরচ হয়েছে, জানালেন দলের আমির
- বাংলাদেশের বোলিং তাণ্ডবে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও দ:আফ্রিকার ম্যাচ,জেনেনিন ফলাফল
- SSC ও HSC পরিক্ষার খাতা দেখায় কারচুপি, কঠিন সিদ্ধান্ত নিলো শিক্ষাবোর্ড
- শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা
- এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচি ঘোষণা
- বিয়ের দেড় মাস পর জানা গেল নববধূ একজন পুরুষ, এলাকায় চাঞ্চল্য
- টিভির পর্দায় আজ জমজমাট ক্রিকেটের দিন, কোন ম্যাচ কখন দেখবেন একনজরে
- হাইওয়েতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল বিমান, পাইলটসহ নিহত ২, ভাইরাল হলো ভিডিও
- কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, এবার যা বলল ভারতীয় দূতাবাস
- এশিয়া কাপে গ্রুপ নির্ধারন হলো বাংলাদেশের, জেনেনিন টাইগারদের ম্যাচ শুরুর তারিখ
- দারুন সুখবর : ভারতের বিপক্ষে খেলা ছাড়াই সুপার সিক্স নিশ্চিত করবে বাংলাদেশ
- দুর্ঘটনার পরই ১১২ পাইলট অসুস্থ! রহস্যে ঘেরা বোয়িং ট্র্যাজেডি, বাড়ছে উদ্বেগ
- আজ ২৬/৭/২০২৫ তারিখ, জেনেনিন আজকের সিঙ্গাপুর ডলারের রেট