| ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ঢাকার মালিকানা পরিবর্তন নিয়ে যা বললেন বিসিবি সিইও

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ ডিসেম্বর ৩০ ২২:০৯:২১
ঢাকার মালিকানা পরিবর্তন নিয়ে যা বললেন বিসিবি সিইও

জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার, বিসিবির ক্রিকেট অপারেশন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহরিয়ার নাফীস এবং অটো চয়েজ মাহমুদউল্লাহ রিয়াদ প্লেয়ার্স ড্রাফটের চেয়ারে বসে দল সাজান। শুরুতে তামিম এবং তিন নম্বর কলে মাশরাফিকে নিয়ে একটা সমৃদ্ধ ও শক্তিশালী দলও সাজায় ঢাকা। অতিবড় সমালোচকও মানছেন, শেষ মুহূর্তে বিসিবির পরিচালনা ও তত্ত্বাবধানে বেশ ভালো দল হয়েছে ঢাকার।

বিসিবির অর্থায়ন ও তত্ত্বাবধানে ভালো দল হলেও বিপিএল প্লেয়ার্স ড্রাফটের পর সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক মিডিয়াকে জানিয়ে দেন, তারা (বিসিবি) সাধ্যমতো চেষ্টা করেছেন ভালো দল গড়তে। অর্থের দিকে তাকানো হয়নি। যাকে যেখানে দরকার, যে পজিশনে যাকে নিলে ভালো হবে, তাই করা হয়েছে।

সে কারণেই ২০১৯পঞ্চপান্ডবের তিন পান্ডব- মাশরাফি, তামিম এবং রিয়াদে২০১৯র ঠিকানা হয়েছে ঢাকায়। সঙ্গে দেশি-বিদেশি মিলে অনেক তারকার সমাহার হয়েছে। কিন্তু তারপরও আছে কিছু প্রশ্ন, শেষ পর্যন্ত কী বিসিবির দল হয়েই এবারের বিপিএল খেলবে ঢাকা? সেটা কেমন দেখাবে? বাকি পাঁচ দলের মালিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তথা কর্পোরেট হাউজ অথচ ঢাকার মালিক খোদ বিসিবি।

এরই মধ্যে চারদিকে সমালোচনার ঝড়। নানা তীর্যক মন্তব্যও ছুটে আসছে, ২০১৯আরে ঢাকা তো কমিটির দল।২০১৯ এসব কটূক্তি কম-বেশি বোর্ড কর্মকর্তাদের কানেও যাচ্ছে। তাই তারা প্রাণপণ চেষ্টা করছেন ঢাকার মালিকানা বদলের। প্লেয়ার্স ড্রাফটের দিন জাগো নিউজসহ মিডিয়া হাউজগুলোর সাথে আলাপে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকও জানিয়েছেন, ২০১৯আমরা চেষ্টা করছি মালিকানা বদলের।

যদি ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায়, তাহলে ঢাকার মালিকানা তাদের হাতেই দেয়া হবে। আর তা যদি নাও মেলে তাহলে অন্তত একটি স্পন্সর জোগাড়ের চেষ্টা চলছে।২০১৯ আজ বৃহস্পতিবার বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনের মুখেও সে একই কথা। তিনিও জানিয়ে দিলেন, ঢাকার ফ্র্যাঞ্চাইজি ও স্পন্সর খোঁজা হচ্ছে। পেলেই তাদের হাতে হস্তান্তর করা হবে।

বিসিবি সিইওর কথা, ২০১৯আমি আবারও পরিষ্কার করছি, দলটা বিসিবির নয়। কোনো একটা কারণে দলটির মালিকানা বা স্পন্সর এখনো হয়নি। আমি আশা করছি, খুব শিগগির যদি আমরা দলটির কোনো স্পন্সর বা ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব পাই সেটা হস্তান্তর করে দেব। এটা ফ্র্যাঞ্চাইজির বিষয় নয়, বোর্ডের বিষয়। বোর্ড সিদ্ধান্ত নেবে কাকে দেবে বা কোনো স্পন্সর পাবে।২০১৯

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ...

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-পাকিস্তান সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শুধু মাঠেই উত্তেজনার সৃষ্টি করেনি, আর্থিক দিক থেকেও ...

ফুটবল

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

নিজস্ব প্রতিবেদক: নেইমার মানেই তারকা, কিন্তু নেইমার মানেই যেন আরেক নাম চোট। ক্যারিয়ারের একাধিক মৌসুম ...

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসকে দলে ভেড়ালো আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ...

Scroll to top

রে
Close button