| ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিচ্ছে সাকিবের ডাবল সেঞ্চুরি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ ডিসেম্বর ২৫ ২৩:৪৮:১৩
বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিচ্ছে সাকিবের ডাবল সেঞ্চুরি

এবারের নিউজিল্যান্ড সফরে শুধু দুইটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে নয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রতিটিতেই মিলেছে হতাশাজনক পরাজয়। যার পাঁচটিতেই পরাজয় ছিল ইনিংস ব্যবধানে এবার ইতিহাস বদলানোর মিশন বাংলাদেশের সামনে।

যেখানে অনুপ্রেরণা হিসেবে ২০১৬-১৭ মৌসুমের নিউজিল্যান্ড সফরের ওয়েলিংটন টেস্টের কথা বলছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার বিশ্বাস, ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে যেমন খেলেছিল বাংলাদেশ, এবারও তা করতে পারলে ভালোকিছুই হবে।

ওয়েলিংটনের সেই ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা দিয়েছিল বাংলাদেশ। ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরিতে ২১৭ রান করেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ১৫৯ রান।

তবে ম্যাচটি জিততে পারেনি সফরকারীরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে গুটিয়ে দিয়ে ৫৬ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে তারা নিজেরাই অলআউট হয় মাত্র ১৬০ রানে। পরে কেইন উইলিয়ামসনের ঝড়ো সেঞ্চুরিতে ৩৯.৪ ওভারেই ২১৭ রানের লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড।

জয় না পেলেও, নিউজিল্যান্ডে খেলা বাকি ৮ টেস্টের তুলনায় এটিতেই ভালো খেলেছিল বাংলাদেশ। তাই নতুন মিশনে নামার আগে সেই ম্যাচের কথাই মনে করিয়ে দিলেন সুজন। আগামী শনিবার প্রথম টেস্টে নামার আগে ২৮ ও ২৯ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় সুজন বলেছেন, ‘২৮-২৯ তারিখ আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, পরদিন বিরতি থাকবে আমাদের। এরপর ১ তারিখ আমরা প্রথম টেস্ট খেলবো। এখন পর্যন্ত সব ভালো, ছেলেরা ফিট আছে, প্র্যাকটিসও খুব ভালো হচ্ছে। আমরা আশাবাদী ভালো ক্রিকেট খেলার ব্যাপারে।’

তিনি আরও যোগ করেন, ‘এর আগে নিউজিল্যান্ডে ১০টা (আসলে নয়টি) টেস্ট ম্যাচ খেলেছি, যার রেকর্ড খুব একটা ভালো না। শুধুমাত্র ২০১৬ সালের (২০১৭ সালের জানুয়ারি) ম্যাচটা বাদে, যেখানে আমরা পঞ্চম দিন টি সেশনের পরে হেরেছিলাম।’

সেই ম্যাচকেই অনুপ্রেরণা হিসেবে নেওয়ার কথা জানিয়ে সুজন বলেছেন, ‘ঐ ম্যাচটাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি যে ঐ ম্যাচে যদি ৮ উইকেটে ৫৯৫ রান করতে পারি… আমরা (ইনিংস) ডিক্লেয়ার করেছিলাম ঐ ম্যাচে… ঐ জায়গা থেকে চাই ভালো কিছু করতে। আল্লাহ্ ভরসা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ...

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-পাকিস্তান সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শুধু মাঠেই উত্তেজনার সৃষ্টি করেনি, আর্থিক দিক থেকেও ...

ফুটবল

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

নিজস্ব প্রতিবেদক: নেইমার মানেই তারকা, কিন্তু নেইমার মানেই যেন আরেক নাম চোট। ক্যারিয়ারের একাধিক মৌসুম ...

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসকে দলে ভেড়ালো আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ...

Scroll to top

রে
Close button