বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিচ্ছে সাকিবের ডাবল সেঞ্চুরি

এবারের নিউজিল্যান্ড সফরে শুধু দুইটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে নয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রতিটিতেই মিলেছে হতাশাজনক পরাজয়। যার পাঁচটিতেই পরাজয় ছিল ইনিংস ব্যবধানে এবার ইতিহাস বদলানোর মিশন বাংলাদেশের সামনে।
যেখানে অনুপ্রেরণা হিসেবে ২০১৬-১৭ মৌসুমের নিউজিল্যান্ড সফরের ওয়েলিংটন টেস্টের কথা বলছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার বিশ্বাস, ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে যেমন খেলেছিল বাংলাদেশ, এবারও তা করতে পারলে ভালোকিছুই হবে।
ওয়েলিংটনের সেই ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা দিয়েছিল বাংলাদেশ। ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরিতে ২১৭ রান করেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ১৫৯ রান।
তবে ম্যাচটি জিততে পারেনি সফরকারীরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে গুটিয়ে দিয়ে ৫৬ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে তারা নিজেরাই অলআউট হয় মাত্র ১৬০ রানে। পরে কেইন উইলিয়ামসনের ঝড়ো সেঞ্চুরিতে ৩৯.৪ ওভারেই ২১৭ রানের লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড।
জয় না পেলেও, নিউজিল্যান্ডে খেলা বাকি ৮ টেস্টের তুলনায় এটিতেই ভালো খেলেছিল বাংলাদেশ। তাই নতুন মিশনে নামার আগে সেই ম্যাচের কথাই মনে করিয়ে দিলেন সুজন। আগামী শনিবার প্রথম টেস্টে নামার আগে ২৮ ও ২৯ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় সুজন বলেছেন, ‘২৮-২৯ তারিখ আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, পরদিন বিরতি থাকবে আমাদের। এরপর ১ তারিখ আমরা প্রথম টেস্ট খেলবো। এখন পর্যন্ত সব ভালো, ছেলেরা ফিট আছে, প্র্যাকটিসও খুব ভালো হচ্ছে। আমরা আশাবাদী ভালো ক্রিকেট খেলার ব্যাপারে।’
তিনি আরও যোগ করেন, ‘এর আগে নিউজিল্যান্ডে ১০টা (আসলে নয়টি) টেস্ট ম্যাচ খেলেছি, যার রেকর্ড খুব একটা ভালো না। শুধুমাত্র ২০১৬ সালের (২০১৭ সালের জানুয়ারি) ম্যাচটা বাদে, যেখানে আমরা পঞ্চম দিন টি সেশনের পরে হেরেছিলাম।’
সেই ম্যাচকেই অনুপ্রেরণা হিসেবে নেওয়ার কথা জানিয়ে সুজন বলেছেন, ‘ঐ ম্যাচটাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি যে ঐ ম্যাচে যদি ৮ উইকেটে ৫৯৫ রান করতে পারি… আমরা (ইনিংস) ডিক্লেয়ার করেছিলাম ঐ ম্যাচে… ঐ জায়গা থেকে চাই ভালো কিছু করতে। আল্লাহ্ ভরসা।’
- প্রবাসে চাচা, দেশে চাচির সঙ্গে উধাও ভাতিজা! কক্সবাজারে চাঞ্চল্যকর পরকীয়ার ঘটনা
- জামায়াতের সমাবেশ মোট কত খরচ হয়েছে, জানালেন দলের আমির
- বাংলাদেশের বোলিং তাণ্ডবে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও দ:আফ্রিকার ম্যাচ,জেনেনিন ফলাফল
- SSC ও HSC পরিক্ষার খাতা দেখায় কারচুপি, কঠিন সিদ্ধান্ত নিলো শিক্ষাবোর্ড
- টিভির পর্দায় আজ জমজমাট ক্রিকেটের দিন, কোন ম্যাচ কখন দেখবেন একনজরে
- শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা
- এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচি ঘোষণা
- হাইওয়েতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল বিমান, পাইলটসহ নিহত ২, ভাইরাল হলো ভিডিও
- বিয়ের দেড় মাস পর জানা গেল নববধূ একজন পুরুষ, এলাকায় চাঞ্চল্য
- কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, এবার যা বলল ভারতীয় দূতাবাস
- দারুন সুখবর : ভারতের বিপক্ষে খেলা ছাড়াই সুপার সিক্স নিশ্চিত করবে বাংলাদেশ
- এশিয়া কাপে গ্রুপ নির্ধারন হলো বাংলাদেশের, জেনেনিন টাইগারদের ম্যাচ শুরুর তারিখ
- আজকের সৌদি রিয়াল রেট (২৭ জুলাই ২০২৫)
- দুর্ঘটনার পরই ১১২ পাইলট অসুস্থ! রহস্যে ঘেরা বোয়িং ট্র্যাজেডি, বাড়ছে উদ্বেগ