| ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

এশিয়া মহাদেশের যে ৬ ব্যাটসম্যান যারা অভিষেক ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ ডিসেম্বর ১৮ ১৯:২৮:৪৬
এশিয়া মহাদেশের যে ৬ ব্যাটসম্যান যারা অভিষেক ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন

সারা বিশ্বে হাতেগোনা কিছু ব্যাটসম্যানই পেরেছেন তাদের অভিষেক ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে। এই প্রতিবেদনে তেমনি এশিয়া মহাদেশের ৬ জন ব্যাটসম্যানের কথা বলা হয়েছে। একমাত্র ভারতীয় হিসেবে এই তালিকায় রয়েছেন কে এল রাহুল।

১) আবিদ আলি:

২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক করেন পাকিস্তানী ওপেনার আবিদ আলি। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৭৭ রান তোলে।

জবাবে পাকিস্তানের ওপেনার আবিদ আলি ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতেও ৬ রানে পরাজিত হয়। আবিদ আলির ১১৯ বলে ১১২ রানের ইনিংসে সাজানো ছিল কেবল ৯টি চার।

২) ইমাম-উল-হক:

এই তালিকায় আরও এক পাকিস্তানী ওপেনার ইমাম-উল-হক রয়েছেন, যিনি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন। শ্রীলঙ্কার ২১০ রানের লক্ষ্যমাত্রাটি পাকিস্তান তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার ইমাম উলের ব্যাট থেকে ১২৫ বলে ১০০ রান আসে। এই সাজানো ছিল ৫টি চার ও ২টি ছক্কা।

৩) কে এল রাহুল:

২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন কে এল রাহুল। জিম্বাবুয়ে প্রথম ব্যাট করে ১৬৮ রানে অলআউট হয়ে যায়।

জবাবে ভারতীয় দলে কে এল রাহুলের অপরাজিত ১০০ রানের ইনিংসের ওপর ভর করে জয়ী হয়। এই ইনিংসে সাজানো ছিল ৭টি চার ও ১টি ছক্কা।

৪) মার্ক চ্যাপম্যান:

বর্তমান নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আসলে তার জন্ম হংকংয়ে এবং তার দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি ১২৪ রানে অপরাজিত থাকেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে হংকং ২৯৮ রান তোলে এবং ৮৯ রানের ব্যবধানে জয়লাভ করে।

৫) সালেম এলাহী:

প্রথম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন সালেম এলাহী। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২৩৩ রান তোলে।

পাকিস্তান একটি উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার সালেম এলাহী ১৩৩ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে সাজানো ছিল ৭টি চার ও ১টি ছক্কা।

৬) রহমতউল্লাহ গুরবাজ:

সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওপেনিং করতে নেমে ১২৭ বলে ১২৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন।

তার ইনিংসে সাজানো ছিল ৮টি চার ও ৯টি ছক্কা। ফলে আফগানিস্তান ২৮৭ রান তোলে এবং ১৬ রানে জয়ী হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ...

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

পাকিস্তান সিরিজে নতুন রেকর্ড গড়লো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-পাকিস্তান সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শুধু মাঠেই উত্তেজনার সৃষ্টি করেনি, আর্থিক দিক থেকেও ...

ফুটবল

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

চোট, চ্যালেঞ্জ আর বিতর্ক : আগস্টে কঠিন লড়াইয়ে নেইমারদের সান্তোস

নিজস্ব প্রতিবেদক: নেইমার মানেই তারকা, কিন্তু নেইমার মানেই যেন আরেক নাম চোট। ক্যারিয়ারের একাধিক মৌসুম ...

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

আকাশ ছোয়া মূল্যে আর্সেনালে গেলেন বিশ্বসেরা ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসকে দলে ভেড়ালো আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ...

Scroll to top

রে
Close button