চরম উত্তেজনায় শেষ হলো ইতালি ও স্পেনের ম্যাচ,জেনেনিন ফলাফল

১০ অক্টোবর ফাইনালে ফ্রান্স বনাম বেলজিয়াম ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে স্পেন। অন্যদিকে তার একদিন আগে ইতালি পরাজিত দলের সঙ্গে খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
সান সিরো স্টেডিয়ামে প্রথম সুযোগটিই পেয়েছিল ইতালি। চতুর্থ মিনিটের মাথায় সোজা গোল পোস্ট বরাবর শট নেন ইউরো চ্যাম্পিয়নশিপে নজর কাড়া ফেদেরিকো চিয়েসা। তার শট লাফিয়ে পড়ে ফিরিয়ে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। ১৩তম মিনিটে স্পেনের দুর্দান্ত একটি আক্রমণ ঠেকিয়ে দেয় ইতালিও।
১৭তম মিনিটে আর স্পেনকে রুখতে পারেনি ইউরো চ্যাম্পিয়নরা। বাম প্রান্ত থেকে উড়িয়ে দেওয়া বল ইতালির আলেসান্দ্রো বাস্তোনিকে পেরিয়ে চলে যায় স্পেনের ফেরান তোরেসের কাছে। দৌড়ের মধ্যেই জালে বল পাঠান স্প্যানিশ স্ট্রাইকার। দ্বিতীয় গোল হজম করার আগে আরও একটি ধাক্কা খায় মানচিনির শিষ্যরা। লাফিয়ে ওঠে কুনুই দিয়ে সার্জিও বুসকেটসকে আঘাত করায় লাল কার্ড পান আজ্জুরি ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্ছি, ১০ জনের দলে পরিণত হয় ইতালি। এর কিছুক্ষণ পরই আরও একটি গোল হজম করে তারা। এবারও গোলদাতা সেই ফেরান তোরেস। ডি বক্সের ভেতর থেকে ভেসে আসা বলে মাথা লাগিয়ে জালের দেখা পান তিনি।
ইতালির হয়ে একমাত্র গোলটি করেন লরেঞ্জো পেলেগ্রিনি। ম্যাচের সাত মিনিট বাকি থাকতে ফেদেরিকো চিয়েসার পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। আরও পড়ুন: আইপিএলে গতির ঝড় তুলছেন জম্মু-কাশ্মীরের ক্রিকেটার উল্লেখ্য, ১১ জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারায় ইতালি। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ের খেলা মীমাংসা না হলে ফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। যেখানে ৩-২ ব্যবধানে জয়ের স্বাদ পায় ইতালি। কেইরন ট্রিপিয়ারের অ্যাসিস্টে ইউরোর ফাইনালের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের লুক শো। ইতালি প্রথম সুযোগ পায় ৮ মিনিটের মাথায়। কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
৬৭তম মিনিটে স্কোর করেন লিওনার্দো বোনুচ্ছি। কর্ণার থেকে পাওয়া বল ঠান্ডা মাথায় প্লেস করেন আজ্জুরিদের রক্ষণ সেনানী। আনন্দে ফেটে পড়ে নীল শিবির। অতিরিক্ত সময়ে এসে এবার নিজেদের কৌশলে ঘষামাজা করে নেয় ইতালিয়ানরা। বল পায়ে রেখে অতিরিক্ত আক্রমণের নীতি থেকে সরে আসে মানচিনি বাহিনী। শেষ পর্যন্ত ড্র হওয়া ম্যাচে ৩-২ গোলে জয়।
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- শুক্রবার মিলবে ১ জিবি ফ্রি ইন্টারনেট, কীভাবে পাবেন জানুন বিস্তারিত
- ভুঁড়ি কমাতে ভাত ছাড়তে হবে না, বদলাতে হবে অভ্যাস
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বিদায় বেলায় দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট