
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
বিদায় বেলায় দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস

নিজস্ব প্রতিবেদক: ১৮ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের পর টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন টাইগারদের অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। আজ সোমবার (১৭ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ক্রিকেট জীবনের একটি অধ্যায়ের ইতি টানলেন এই বাঁহাতি ব্যাটার।
জাতীয় দলের হয়ে ইমরুল কায়েসের সর্বশেষ ম্যাচ ছিল ২০১৯ সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক গোলাপি বলে দিবারাত্রির টেস্ট। সেই ম্যাচের পর জাতীয় দলের কোনো ফরম্যাটেই মাঠে নামেননি তিনি। দীর্ঘ বিরতির পর অবশেষে আনুষ্ঠানিকভাবে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিলেন তিনি।
সতীর্থদের ভালোবাসা, চোখ ভেজা বিদায়বিদায় মুহূর্তে মাঠেই সতীর্থদের কাছ থেকে ভালোবাসা ও অভিনন্দন পেয়েছেন ইমরুল। মাঠের চারপাশে দাঁড়িয়ে দীর্ঘ দিনের সঙ্গীরা শ্রদ্ধা জানালেন তাঁকে। পরে বিদায়ী সংবাদ সম্মেলনে এসে ইমরুল জানালেন নিজের ক্রিকেট জীবন ও অনুভূতির কথা।
তিনি বলেন,“২০০৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। তখন চিন্তাও করিনি যে, বাংলাদেশ দলের হয়ে এতগুলো টেস্ট খেলতে পারব। আজ ৩৯টি টেস্ট খেলে বিদায় নিতে পারছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।”
সেরা অধিনায়ক ও প্রিয় কোচের নাম জানালেন ইমরুলসাংবাদিকদের প্রশ্নে সেরা অধিনায়ক কে— এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন,“সাকিব আল হাসান আমার দেখা সেরা অধিনায়ক।”তিনি আরও জানান, চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন তার পছন্দের কোচ।
সংখ্যা নয়, গর্ব বাংলাদেশের প্রতিনিধিত্বেনিজের ক্যারিয়ার নিয়ে গর্ব প্রকাশ করে ইমরুল বলেন,“সংখ্যা নয়, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করাই বড় কথা। এক টেস্ট হোক, পঞ্চাশ হোক কিংবা একশ— জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার অনুভূতি ভাষায় প্রকাশযোগ্য নয়। প্রায় এক যুগ দলের সঙ্গে ছিলাম, বিভিন্ন দেশে খেলেছি— এটা আমার জীবনের বড় অর্জন।”
কোনো আক্ষেপ নেই, কৃতজ্ঞতায় পূর্ণ বিদায়ভবিষ্যৎ নিয়ে হতাশা নেই জানিয়ে ইমরুল বলেন,“আমার হয়তো আরও ভালো টেস্ট ক্যারিয়ার হতে পারত। তবে যা হয়েছে, সেটাই আল্লাহর ইচ্ছা। আমি কোনো আফসোস নিয়ে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ্।”
ইমরুল কায়েস বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট, 78টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ওপেনার হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ পারফর্ম করে দলকে জিতিয়েছেন। তার বিদায়ে বাংলাদেশের ক্রিকেট হারাল এক অভিজ্ঞ সৈনিককে, যিনি চুপিচুপি দলের প্রয়োজনে অবদান রেখেছেন সবসময়।
- মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট
- সবাইকে অবাক করে ম্যান অব দ্যা সিরিজ হলেন যে ক্রিকেটার
- নতুন ঘোষণা দিলেন এনসিপির শীর্ষ নেতারা
- প্রবাসীরা সাবধান : সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হলো কিছু পণ্য, দেখেনিন তালিকা
- আজকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার
- গোপালগঞ্জ নিয়ে নতুন ঘোষণা দিলেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ জুলাই ২০২৫): কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- সৌদি আরবের নতুন আইন : প্রবাসীদের জন্য দারুন সুযোগ
- রণক্ষেত্র গোপালগঞ্জ
- বেড়ে গেলো আজকের ওমানি রিয়াল রেট (১৬ জুলাই ২০২৫)
- গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে যা বলছে সরকার
- গোপালগঞ্জে উত্তেজনা চরমে: নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিলো বিজিবি
- ৩৯ মিনিটের জন্য বন্ধ আন্তর্জাতিক বিমানবন্দর, আতঙ্কে যাত্রী ও কর্তৃপক্ষ
- শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-২০ ম্যাচ
- ১৬ জুলাই ২০২৫: মালয়েশিয়া থেকে টাকা পাঠানোর আগে জেনে নিন আজকের রিংগিত রেট