| ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বলিভিয়ার সঙ্গে হেরে গেল বিশাল রেকর্ড ভেঙ্গে যাবে আর্জেন্টিনার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুন ২৮ ১৪:৪১:৫০
বলিভিয়ার সঙ্গে হেরে গেল বিশাল রেকর্ড ভেঙ্গে যাবে আর্জেন্টিনার

পয়েন্টর দিগ দিয়ে ৭ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে যদি বলিভিয়াকে হারাতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে নাম লিখবে লিওনেল মেসির দল।

বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এখনও পর্যন্ত টানা ১৬টি ম্যাচ অপরাজিত রয়েছে মেসি এবং তার সতীর্থরা। ২০১৯ সালে সর্বশেষ কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই থেকে এখনও পর্যন্ত আর কোনো ম্যাচে হারেনি তারা। বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমে কী ১৭তম ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়তে পারবে লাতিন আমেরিকার পাওয়ার হাউজ?উরুগুয়ের কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজয়কে সঙ্গী করেই আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে বলিভিয়া। তবে আর্জেন্টিনার বিপক্ষে দলটির ইতিহাস খুবই করুন। এখনও পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে ২৮বারই জিতেছে আর্জেন্টিনা। হেরেছে ৭টিতে এবং ড্র করেছে ৫টি।

গতবছর সর্বশেষ মুখোমুখিতে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছিল বলিভিয়াকে। ইনজুরির কারণে বলিভিয়া তাদের সেরা ডিফেন্ডার অস্কার রিবেইরাকে হয়তো পাচ্ছে না এই ম্যাচে। এছাড়া দলটিতে আর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন কোচ সিজার ফারিয়াস।

নিয়ম রক্ষার ম্যাচ হলেও সম্ভাবনা ছিল, মেসিকে হয়তো বিশ্রাম দেয়া হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই ম্যাচেও হয়তো আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দেয়া হচ্ছে না। বিষয়টি জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি।

সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে নেইমারকে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। নিয়মরক্ষার ম্যাচে নিজের সেরা অস্ত্রকে সামলে রাখে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ভাবা হয়েছিল, আর্জেন্টিনাও সে পথেই হাঁটবে হয়তো। সম্ভবত গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হবে মেসিকে।

কিন্তু তা হচ্ছে না, জানিয়ে দিলেন দলের কোচ নিজেই। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘এই দলের মধ্যে কেবল একজন খেলোয়াড়ের জায়গার নিশ্চয়তা আছে। আর সবাই জানে সে কে। বাকিদের এটি অর্জন করে নিতে হবে।’

বলিভিয়ার বিপক্ষে এমিলিয়ানো মার্টিনেজের জায়গায় গোলপোস্টের নিচে ফিরতে চলেছেন ফ্রাঙ্কো আরমানি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের প্রথম তিন ম্যাচে প্রতিটি মিনিট খেলেছেন মেসি। যথারীতি মাঠে তার উপস্থিতিই সবচেয়ে বেশি ধরা পড়েছে। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ৬৬ বার বলে স্পর্শ ছিল মেসির, যা ছিল দলের সর্বোচ্চ। পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ছিল ৭৮ বার। প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় সর্বাধিক বলে স্পর্শ করেন মেসি।

কোপা আমেরিকার আগে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচেও পুরো সময় খেলেন মেসি। ক্লাব মৌসুমের লম্বা ধকল, এরপর জাতীয় দলের হয়ে সব ম্যাচের প্রতিটি মিনিট মাঠে থাকছেন। প্যারাগুয়ে ম্যাচের পর স্কালোনি বলেছিলেন, সেদিন মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা ছিল তার। কিন্তু দলের সেরা তারকার ওপর নির্ভরতার কারণেই তা পারেননি। বলিভিয়ার বিপক্ষেও মেসিকে খেলানোর কথা রোববার সংবাদ সম্মেলনে জানান আর্জেন্টিনা কোচ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

৩ ম্যাচে খেলবেন মুস্তাফিজ, প্রতি ম্যাচের জন্য যত টাকা করে দিবে দিল্লি ক্যাপিটালস

৩ ম্যাচে খেলবেন মুস্তাফিজ, প্রতি ম্যাচের জন্য যত টাকা করে দিবে দিল্লি ক্যাপিটালস

শেষ মুহূর্তে চলতি আইপিএলে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ...

মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা

মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা

অনেকটা চমকে দিয়েই মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপিতে ...

ফুটবল

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ জল্পনার অবসান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার সত্যিই ভরসা রাখল এক বিদেশি ...

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

নিজস্ব প্রতিবেদক : চেলসির স্বপ্ন ভাঙতে বসেছে রিয়াল মাদ্রিদ! ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম উদীয়মান ডিফেন্ডার ...



রে