যে সমীকরণে সেমিতে যাবে টাইগাররা
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে, কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ফলাফল না হওয়া এই ম্যাচের ফলে আবারও উজ্জ্বল হয়ে উঠেছে টাইগারদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। বাংলাদেশের এখন শুধুমাত্র নিজেদের পরবর্তী যে দুটি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই দুটি জিতলেই হবে।
আগামী ৫ জুন লন্ডনের দি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা যদি তারা জেতে, আর তারপর ৯ জুন এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি, তাহলেই তাদের সেমিফাইনাল যাত্রা নিশ্চিত। তাই বলা যায়, বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে বাংলাদেশের জন্য একপ্রকার ভালোই হয়েছে। সহজ হিসেবে দেখা যাচ্ছে, পরের দুই ম্যাচ যদি বাংলাদেশ জিতে তাহলে চার পয়েন্ট পাবে। সেমির টিকেট নিশ্চিত।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরের দু’টি ম্যাচ থেকে একটি করে ম্যাচ হারে আর একটি ম্যাচে জিতে তাহলেই মূল সমীকরণ তৈরি হবে। কারণে প্রথম ম্যাচের ফলাফল না হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দু’দল। আর একটি করে ম্যাচ জিতলে পয়েন্ট দাঁড়াবে ৩ করে প্রতিবেশি দুই দেশের। বাংলাদেশ পরের দুই ম্যাচ জিততে এক সঙ্গে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাদ পড়ার শঙ্কা তৈরি হবে। অপরদিকে, এগিয়ে ইংল্যান্ড।
তবে মুদ্রার অপরপিঠে একটি নেতিবাচক দিকও কিন্তু রয়েই যায়। চ্যাম্পিয়নস ট্রফির যে ফরম্যাট, তাতে টুর্নামেন্ট শুরুর আগে বলা হচ্ছিল মাত্র একটি জয় নিয়েও কোন দলের গাণিতিক হিসাব-নিকাশে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকে। কিন্তু বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়া ও তার সুবাদে দুই দলের এক পয়েন্ট করে পাওয়ায়, স্রেফ এক ম্যাচ জিতেও শেষ চারে ওঠার সম্ভাবনাও শেষ হয়ে গেছে।
এখন বাংলাদেশের সামনে একটাই রাস্তা। হয় দুই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠো, নয়তো এক ম্যাচ হেরে বসলেই টুর্নামেন্ট থেকে বিদায় নাও। তারপরও শেষ পর্যন্ত নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতাই আসলে বেশি। কারণ এখন সমীকরণ যা দাঁড়িয়েছে, তাদের বাংলাদেশের ভাগ্য তাদের নিজেদেরই হাতে। এর ফলে সেমিফাইনালে ওঠার জন্য অন্য কারও মুখ চেয়ে বসে থাকা, কিংবা কোনো বিশেষ দলের জয় বা পরাজয়ের আশা করে থাকতে হবে না। নিজেদের যোগ্যতাতেই তারা সেমিফাইনালের টিকিট কাটতে পারবে। আগামী ৫ জুন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। আর চার দিন পর (৯ জুন) কার্ডিফে বিকেল সাড়ে ৩টায় কিউইরা খেলবে বাংলাদেশের বিপক্ষে।
- ব্রেকিং নিউজ : টেস্ট ও টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
- বিশাল চমক দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা
- ব্রেকিং নিউজ : টি-২০, ওয়ানডে ও টেস্ট ফরমেটের জন্য নতুন দুই অধিনায়কের নাম ঘোষণা
- ব্রেকিং নিউজ: বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা
- শেষ হলো বিসিবির বৈঠক : বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
- ক্রিকেট বিশ্বে ৩ জন ক্রিকেটার আমার ৪০০ রানের রেকর্ড ভাঙ্গতে পারবে
- ৩ দিন কমার পর হঠাৎ লাফিয়ে বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট, দেখেনিন আজকের রেট কত
- IPL রিটেন শেষে, মুস্তাফিজকে অনেক বড় পুরস্কার দিল চেন্নাই সুপার কিংস
- ৪ বোলার,৬ ব্যাটার ও ১ অলরাউন্ডার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা
- পাল্টে যাচ্ছে সবকিছু টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
- চরম দু:সংবাদ : আর্জেন্টিনায় নেমে এলো শোকের ছাঁয়া,মূহুর্তেই ধংস হয়ে গেলো সবকিছু
- ব্যাপক হারে বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- সোনার দাম ভেঙ্গে দিলো অতীতের সকল রেকর্ড,আগামীকাল থেকে নতুন দাম কার্যকর হবে
- আইপিএলে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো কলকাতা নাইট রাইডার্স
- ব্রেকিং নিউজ : অধিনায়ক হয়ে ফিরছেন তামিম