| ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্লাইট নিয়ে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ সেপ্টেম্বর ১৫ ১২:৫১:২৬
ফ্লাইট নিয়ে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স

এ ব্যাপারে সংস্থাটি কঠোর অবস্থান নিয়েছে। এয়ারলাইন্সটি অক্টোবরের শেষ দিকে ‌’গন্তব্যহীন’ ফ্লইট চালুর চিন্তা করছে। খবরে বলা হয়, গন্তব্যহীন ফ্লাইট মূলত তিন ঘণ্টার একটি ফ্লাইট যা নির্দিষ্ট স্থানে যাবে, আবার একই যাত্রী নিয়ে ফিরে আসবে। মূলত দেশের মধ্যেই এ ধরণের ফ্লাইট হয়ে থাকে।

সিঙ্গাপুর চাঙ্গাই এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে তিন ঘণ্টা আকাশে উড়ে আবার একই বিমানবন্দরে ফ্লাইটটি নেমে আসবে।করোনাকালে এ ধরণের ফ্লাইট অনেক এয়ারলাইন্সই উড়িয়েছে। জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ এবং তাইওয়ানের এভাএয়ার এধরনের ফ্লাইট চালু করে।

তবে এ ধরনের ফ্লাইট কোন পদ্ধতিতে কিংবা কোনো এয়ারবাস ব্যবহার করা হবে তা জানানো হয়নি। এছাড়া টিকিট খবর কত তাও জানা যায়নি।

সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে, মূলত গন্তব্যহীন ফ্লাইটের মূল উদ্দেশ্য আয় বাড়ানো। গত মাসে কোম্পানিটি ঘোষণা দিয়েছিল, পর্যটন খাতে ৩২০ মিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

ইতোমধ্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সিঙ্গাপুরের পর্যটন বোর্ডের সঙ্গে এবিষয়ে চুক্তি সম্পন্ন করেছে।গন্তব্যহীন ফ্লাইটগুলো মূলত আনন্দদায়ক হয়। এটি চরম জনপ্রিয়ও। সাধারণত এ ফ্লাইটে ভ্রমণে মানুষ উদগ্রীব থাকে ও এটা নিয়ে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় না।

ফুটবল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

একটা সময় বার্সেলোনার জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদিনিয়ো। এরপর লম্বা সময় ধরে জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...



রে