| ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সুখবর : ভিসার মেয়াদ বাড়ালো সৌদি

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ সেপ্টেম্বর ০৮ ১৮:৩৭:৪৫
সুখবর : ভিসার মেয়াদ বাড়ালো সৌদি

তারা জানায়, যে সকল শ্রমজীবী মানুষ ও গৃহকর্মী সৌদি আরবের বাইরে গিয়ে আটকা পড়েছেন এবং যারা সৌদির অভ্যন্তরে আটকা পড়ে আছেন, বাইরে যেতে পারছেন না, তাদের ভিসার মেয়াদ আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

এ ছাড়া যে সব প্রবাসী স্থায়ীভাবে সৌদি আরব ত্যাগ করতে চান তাদের ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা এখানে অবস্থান করতে পারবেন। কোনো চার্জ প্রযোজ্য হবে না।

বাণিজ্যিক পেশায় কাজ করা প্রবাসী এবং যারা সৌদি আরবে ফেরার অপেক্ষায় আছেন তারাও এর আওতাভুক্ত থাকবেন। অবশ্য যদি তাদের ভিসার মেয়াদ ৩১ আগস্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে। জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে এই সম্প্রসারণটি হবে।

এর আগে সম্প্রতি জি-২০ এর অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে আন্তর্জাতিক রুটে ফের ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করে সৌদি আরব। এর চারদিন পরই এ সিদ্ধান্ত নিল তারা।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, এই পদক্ষেপ জি-২০ সদস্য দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে।

এদিকে সৌদি আরবে মহামারির সংক্রমণ কমতে শুরু করেছে। সোমবার নতুন করে মাত্র ৭৬৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। সর্বশেষ তথ্যানুযায়ী সেখানে এখন পর্যন্ত ৩ লাখ ২১ হাজার ৪৫৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ১০৭ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৬২৩ জন।

ফুটবল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

একটা সময় বার্সেলোনার জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদিনিয়ো। এরপর লম্বা সময় ধরে জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...



রে