| ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কাতারে কাফালা প্রথা বাতিল, ভাগ্য খুলতে পারে ৪ লক্ষ বাংলাদেশির

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ সেপ্টেম্বর ০৬ ১০:২২:৪৭
কাতারে কাফালা প্রথা বাতিল, ভাগ্য খুলতে পারে ৪ লক্ষ বাংলাদেশির

কাফলা ব্যবস্থা বাতিলের প্রেক্ষিতে প্রবাসী শ্রমিকেরা তাঁদের বর্তমান স্পন্সর বা নিয়োগকর্তাদের অনুমতি না নিয়েই চুক্তি শেষ হওয়ার আগে চাকরি পরিবর্তন করতে পারবেন। তবে স্পন্সর বা নিয়োগকর্তারা চাইলে ‘পলাতক কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করতে পারবেন।

সর্বনিম্ন মজুরি বিধিমালার ক্ষেত্রে নিয়োগকর্তাদের শ্রমিকদের জন্য আবাসন এবং খাবারের জন্য ভাতা প্রদান করতে হবে।

এত দিন ধরে চলা কাফালার নিয়মমতে, কোনো কর্মী অন্য কাজে যোগ দিতে চাইলে তাঁকে তাঁর উচ্চপদস্থ কর্মী বা সংস্থার অনুমতি নিতে হতো। দীর্ঘদিন ধরে চালু থাকা সেই নিয়মের এবার অবসান ঘটল। ফলে চাকরি ছেড়ে ক্ষেত্রে আলাদা করে অনুমতির প্রয়োজন হবে না।

আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে, এ পদ্ধতি বাতিল হওয়ায় প্রবাসী শ্রমিকরা নিজের ইচ্ছানুযায়ী কফিল (নিয়োগকর্তা)

পরিবর্তন ও দেশে আসা-যাওয়া করতে পারবেন এবং কর্মসংস্থান চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী চলাচলের সম্পূর্ণ স্বাধীনতা পাবেন। তবে আইনটি কার্যকর হতে কমপক্ষে আরও ছয় মাস সময় লাগবে।

কাতারে থাকা এবং খাওয়ার জন্য আগে কর্মীদের যে বেতন দেওয়া হতো, তা ২৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে নতুন নিয়মে। ন্যূনতম বেতন হবে এক হাজার কাতারি রিয়াল। ফলে শ্রমিকদের আয় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

কাতারের শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী ইউসুফ মোহাম্মদ আল ওথমান ফাখরুও বলেন, এই নতুন আইন একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এতে শ্রমিক, নিয়োগকারী ও দেশ একইভাবে উপকৃত হবে।

কাফালার প্রথা পরিবর্তনের প্রসঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, এই উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে কাতার কিছু প্রতিশ্রুতি দিল। শ্রমিকদের আরও বেশি স্বাধীনতা, সুরক্ষা দেওয়ার পাশাপাশি নিয়োগকর্তাদের বদলে ফেলার স্বাধীনতাও পেলেন কর্মীরা।

কাতারের এই পদক্ষেপের জন্য প্রশংসা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কাতার প্রবাসী কর্মীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি উৎসাহজনক লক্ষণ যে শেষ পর্যন্ত কাতার সঠিক পথে চলছে। সংস্থাটির অর্থনৈতিক ও

সামাজিক ন্যায়বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বলেন, “সত্যিকার অর্থে শ্রমিকদের ন্যায়বিচারের জন্য দরকার ছিল। নিয়মিত পর্যালোচনা করে কর্মীদের মজুরি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি করা প্রয়োজন।”

পৃথিবীর সর্বোচ্চ মাথাপিছু আয়ের সুবিধা উপভোগ করা কাতার কাতার হচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। দেশটিতে বাংলাদেশের চার লাখের বেশি কর্মী কাজ করেন । তাই কাফালা পদ্ধতি বাতিল এবং বেতন ও সুযোগ–সুবিধা বাড়লে পেলে সকলই উপকৃত হবেন।

২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরির কাজে যুক্ত কর্মীদের চাহিদা বাড়ার সুযোগসহ নানা সুযোগ বাংলাদেশিরা নিতে পারবেন। দেশটিতে প্রায় ২০ লক্ষাধিক প্রবাসী বাস করে

ফুটবল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

নতুন চুক্তিতে ১০ গুণ বেশি বেতন পাবেন ইয়ামাল

একটা সময় বার্সেলোনার জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদিনিয়ো। এরপর লম্বা সময় ধরে জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...



রে