ফাইনাল ম্যাচে তীরে এসে তরী ডোবার যন্ত্রণা সইতে কষ্ট হচ্ছে নেইমার-এমবাপের

পিএসজির হার নিশ্চিত হতেই মাথা ঝুলিয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নেইমার। মাঠ ছেড়ে সাইডবেঞ্চে এসে বসলেন একটা সময়, কিন্তু কান্না থামছিল না। অবস্থা এমনই দাঁড়ালো যে, শিরোপা উৎসব বাদ দিয়ে বায়ার্ন মিউনিখের কোচ, খেলোয়াড়রা নেইমারকে শান্ত করার চেষ্টা করতে থাকলেন। কিলিয়ান এমবাপে তখন পাথরে গড়া এক মূর্তি! শেষ বাঁশি বাজতেই শূন্য দৃষ্টিতে মাঠে ঠাই দাঁড়িয়ে পড়লেন ফরাসি তরুণ। বুঝাই যাচ্ছিল, ভেতরটা ভেঙে যাচ্ছে এমবাপের।
নেইমার, এমবাপেকে দলে ভেড়াতে ৪০ কোটি ২০ লাখ ইউরো খরচ করতে হয়েছে পিএসজিকে। ট্রান্সফার ফি'র হিসেবে দুজন বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ জিততেই তাদের পেছনে টাকার বস্তা ঢেলেছে ফরাসি ক্লাবটি। একদম কাছে এসে সেই লক্ষ্য পূরণ না হলে খারাপ তো লাগবেই। বিজ্ঞাপন
ম্যাচে বায়ার্নের অভিজ্ঞতার কাছেই বুঝি মার খেলো পিএসজি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জার্মানির ক্লাবটি ম্যাচের নিয়ন্ত্রণ এমনভাবে নিয়ে নিল যে নেইমার সেভাবে বলের জোগানই পেলেন না। যেগুলো পেলেন তা থেকে কিছু সুযোগ তৈরি করতে পেরেছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি ডি মারিয়া, এমবাপেরা। শেষ দিকে তাড়াহুড়ো করতে গিয়ে সুযোগও তৈরি করে দিতে পারছিলেন না ঠিকমতো। দিন শেষে ১-০ গোলের স্বপ্নভঙ্গের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমারদের।
তীরে এসে এভাবে তরী ডুবার হতাশা মানতে কষ্ট হচ্ছে নেইমার, এমবাপেদের। কিলিয়ান এমবাপে টুইটারে লিখেছেন, 'সেরা পুরস্কারটি না পেয়ে বছর শেষ হওয়ায় হতাশ, কিন্তু জীবন এমনই। আমরা সবকিছু দিয়েই চেষ্টা করেছি। বায়ার্নকে অভিনন্দন। এবং আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।'
নেইমার টুইটারে লিখেছেন, 'হেরে যাওয়া খেলার একটি অংশ। তবে আমরা সবকিছুই চেষ্টা করেছি, শেষ পর্যন্ত লড়াই করেছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ এবং বায়ার্নকে অভিনন্দন।'
পিএসজি কোচ টমাস টুখেল অবশ্য নেইমার-এমবাপেদের কাঁধে আস্থার হাতটা রাখছেন। ম্যাচ শেষে টুখেল বলেছেন, 'আমরা চাই নেইমার ও কিলিয়ান গোল করুক কিন্তু সব সময় তো সেটা আশা করতে পারেন না। আমি গর্বিত কারণ নেইমার খুবই দারুণ ম্যাচ খেলেছে, সে তার মানসিক শক্তি দেখাতে পারছে। কিলিয়ানের জন্য কাজটা কঠিন ছিল, খুবই বাজে একটা চোট পেয়েছিল, অনেক অনুশীলন করতে পারিনি। সে আমাদের সঙ্গে আজ মাঠে ছিল, এটাই অলৌকিক।'
- আবার লম্বা ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য
- বাংলাদেশে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য
- টানা ৪ দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- সৌদিতে ভিসা নিয়ে নতুন জটিলতা
- শেষ পর্যন্ত কমল স্বর্ণের দাম! ভরিপ্রতি কমেছে ৫ হাজার টাকার বেশি
- সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, যে ভবিষ্যদ্বাণী
- হঠাৎ যেখানে গেলেন সেনাপ্রধান
- আজ হঠাৎ পাল্টে গেলো ডিমের দাম
- বেড়েছে সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট (২ মে ২০২৫)
- প্রবাসীদের জন্য বিরাট সুখবর
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৩ মে ২০২৫)
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- আজ ঢাকার অবস্থা অনেক খারাপ
- সরাসরি জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে
- এবার যে আতঙ্কে সৌদি প্রবাসী বাংলাদেশিরা