আজ রাতেই ইউরোপ কাঁপানো ফাইনাল

এই একটা শিরোপার জন্য পিএসজির কাতারি মালিক নাসের আল-খেলাইফি কি না করেছেন! দলবদলের সব রেকর্ড ভেঙে দলে টেনেছেন নেইমার ও এমবাপ্পেকে। এনিয়ে তিন মৌসুম ধরে এক সঙ্গে খেলছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জুটি। কিন্তু ভাগ্যের কী খেলা- যখনই কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ, তার আগে ইনজুরিতে পড়েন তাদের কেউ না কেউ!
গত দুই আসরে চোটের কারণে দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারকে বিপদের সময় পায়নি পিএসজি। বিধিবাম, এবার চোটে পড়েন এমবাপ্পে! কোয়ার্টার ফাইনালের ম্যাচে তার খেলাই অনিশ্চিত ছিল। প্রায় অলৌকিকভাবে সেরে ওঠেন ফরাসি সেনসেশন; খেলেন শেষ আটের শেষ ত্রিশ মিনিট। সেই ম্যাচে আটালান্টার বিরুদ্ধে পিএসজি আড়াই মিনিটের জাদুতে যে মহানাটকীয় প্রত্যাবর্তন করেছে সেটার নায়কদের একজন এমবাপ্পে।
২৫ বছর পর পিএসজি উঠেছে সেমিফাইনালে। শেষ চারের ম্যাচে শতভাগ ফিট এমবাপ্পে। পুরো দল নিয়ে জার্মান ক্লাব লাইপজিগকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে পিএসজি। এবার তাদের স্বপ্নপূরণে বাধা আরেক জার্মান ক্লাব- বায়ার্ন মিউনিখ। এই দলটা এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গ্রুপপর্বে দুই লেগ মিলিয়ে দশ গোল দিয়েছে টটেনহাম হটস্পারকে!
নকআউট পর্বের ম্যাচে আরেক ইংলিশ ক্লাব চেলসি বাভারিয়ানদের কাছে হজম করেছে সাত গোল। সবচেয়ে অবিশ্বাস ঠেকেছে কোয়ার্টার ফাইনালে। লিওনেল মেসির বার্সেলোনাকে ৮-২ গোলে চূর্ণ করেছে বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালেও দুর্দান্ত মুলার-লেভানডফস্কিরা। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁকে বিধ্বস্ত করে বাভারিয়ানরা টিকিট কেটেছে ফাইনালের। এবার তাদের সামনে আরেক ফরাসি ক্লাব পিএসজি।
চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ফাইনালের অভিজ্ঞতায় একেবারেই শিশু পিএসজি। প্রথমবার তারা যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে সেখানে পাঁচবার শিরোপা জেতা হয়ে গেছে বায়ার্ন মিউনিখের। পরিসংখ্যান ঘাঁটলে জার্মান যন্ত্রই এগিয়ে থাকবে। কিন্তু ভুলে গেলে চলবে না, বায়ার্নকে খেলতে হবে নেইমার-এমবাপ্পেদের বিরুদ্ধে। ভাঙতে হবে থিয়াগো সিলভা-মার্কুইনহসদের নিয়ে হড়া বিশ্বসেরা রক্ষণভাগকে।
কাজটা কঠিন। কিন্তু দুর্ভেদ্য নয়। পিএসজিও ছেড়ে কথা বলার মতো দল নয়। সেটা মৌসুমজুড়ে একচেটিয়া পারফরম্যান্সে দেখিয়েছে তারা। শেষ ম্যাচেও ফরাসি সৌরভ ছড়ানোর অপেক্ষায় আছে পিএসজি। কী হবে আজ লিসবনের ফাইনালে? জার্মান যন্ত্রের জয় হবে নাকি ফরাসি সৌরভের? লড়াইটা যে এখন আর ক্লাব ফুটবলে সীমাবদ্ধ নেই। সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হওয়ার পরই টুর্নামেন্ট হয়ে গেছে ফ্রান্স বনাম জার্মানির লড়াই!
- আবার লম্বা ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য
- বাংলাদেশে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য
- টানা ৪ দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- সৌদিতে ভিসা নিয়ে নতুন জটিলতা
- শেষ পর্যন্ত কমল স্বর্ণের দাম! ভরিপ্রতি কমেছে ৫ হাজার টাকার বেশি
- সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, যে ভবিষ্যদ্বাণী
- হঠাৎ যেখানে গেলেন সেনাপ্রধান
- আজ হঠাৎ পাল্টে গেলো ডিমের দাম
- বেড়েছে সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট (২ মে ২০২৫)
- প্রবাসীদের জন্য বিরাট সুখবর
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৩ মে ২০২৫)
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- আজ ঢাকার অবস্থা অনেক খারাপ
- সরাসরি জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে
- এবার যে আতঙ্কে সৌদি প্রবাসী বাংলাদেশিরা