দেড় বছর পর জানাগেলো ৪০০ টাকায় মোবাইল কেনার ভয়ঙ্কর ঘটনা

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ ঘটনায় গ্রেফতাররা হলেন- রূপগঞ্জের আরিফ চৌধুরী (৩১), রূপগঞ্জের তারাবোর আরব আলী (২৩) ও ময়মনসিংহের আমিনুল ইসলাম (২৫)।
পিবিআই জানায়, মাত্র ৪০০ টাকায় একটি মোবাইল কিনেছিলেন সোহানা। দীর্ঘ দুই বছর পর সেই মোবাইলের খোঁজে ঘরের দরজায় কড়া নাড়ে পিবিআই। সোহানার দেয়া তথ্যে বেরিয়ে এসেছে মোবাইল বিক্রেতা আমিনুল ইসলামের নাম। পরে আমিনুলের সূত্র ধরে গ্রেফতার করা হয় তার সহযোগী আরিফ চৌধুরী ও আরব আলীকে। তাদের দেয়া জবানবন্দিতে বেরিয়ে আসে সোনারগাঁয়ের অটোরিকশা চালক শাকিল হত্যার রহস্য।
স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালের ১২ নভেম্বর সোনারগাঁয়ের গজারিয়া পাড়ার রাস্তার পাশ থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৩ নভেম্বর এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করেন শাকিলের বড় ভাই মো. সজীব। ১৩ নভেম্বর থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত মামলাটি তদন্ত করে সোনারগাঁ থানা পুলিশ। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআইয়ের কাছে মামলাটি হস্তান্তর করা হয়।
২০১৯ সালের ১৩ জানুয়ারি থেকে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই। তদন্তের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তির সহযোগিতায় এক বছর সাত মাস পর অটোরিকশা চালক শাকিল হত্যার রহস্য উদ্ঘাটন করে পিবিআই।
এদিকে, শাকিল হত্যার রহস্য জানার পর কান্নায় ভেঙে পড়েন শাকিলের মা-বাবা ও বড় ভাই। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তারা।
পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার সাত থেকে আটদিন আগে শাকিলের সঙ্গে গাউছিয়া স্ট্যান্ডে পরিচয় হয় হত্যাকারীদের। তখন আরিফ চৌধুরী নতুন বিয়ে করায় অর্থ সঙ্কটে ভুগছিলেন। আমিনুল ইসলাম টাকার লোভে পড়েন। ঘটনার দিন বিকেলে শাকিলকে ফোন দেন আরিফ। শাকিল অটোরিকশা নিয়ে গাউছিয়ায় আসার পর সোনারগাঁয়ের তাজমহল এলাকায় যাওয়ার কথা বলে রিকশায় উঠেন আরিফ ও আমিনুল। গজারিয়া পাড়ার রাস্তার পাশে যেতেই পূর্বপরিকল্পনা অনুযায়ী শাকিলকে অটোরিকশা থেকে নামিয়ে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করতে শাকিলের দুই চোখে আঘাত করা হয়। পরে
শাকিলের পকেটে থাকা টাকা, মোবাইল ও অটোরিকশা নিয়ে পালিয়ে যান। অটোরিকশা ৯ হাজার টাকা ও মোবাইল ৪০০ টাকায় বিক্রি করেছিলেন তারা। আরব আলী চোরাই অটোরিকশা কেনার অপরাধে গ্রেফতার হন।
- "লঞ্চে দুই তরুণীকে পেটানো সেই যুবক থানায় হাজির হয়ে যা বলল, শুনে চমকে গেল সবাই"
- আ.লীগ নিষিদ্ধ নিয়ে সরকারের বিবৃতি
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়
- মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর
- সৌদির নতুন নির্দেশনা
- সৌদি প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট (১০ মে ২০২৫)
- সৌদিতে প্রবাসীসহ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর
- প্রথমে দেশ, তারপর সবকিছু...', IPL স্থগিত হতেই সেনাবাহিনীকে যা করলো চেন্নাই
- হাসনাতের ঘোষণার পর শুরু হলো শাহবাগে
- বর্তমানে বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজ সন্ধ্যার আগেই ঝড় হতে পারে যে ৬ জেলায়
- স্বর্ণের দাম কমেছে, এখনই কিনুন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৯ মে ২০২৫)
- শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির
- দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তার দায়ে সৌদি নারীর যে শাস্তি হলো