বিমান দূর্ঘটনা থেকে বেঁচে ফেরা দুই যাত্রীর মুখে ভয়াবহ বর্ণনা

তার শরীরের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। তবে তিনি সচেতন আছেন এবং সাড়া দিচ্ছিলেন। জীবিত উদ্ধার অন্যজন হলেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ জুবায়ের। বিমানের মোট আরোহীর ৯৯ জনের মধ্যে ৯৭ জনই মারা গেছেন। জুবায়ের বলেন, প্রথমে বিমানটির পাইলট অবতরণের চেষ্টা করেন। সামান্য সময়ের জন্য মাটি স্পর্শ করেন। তারপরই আবার আকাশে উড়ে যান। প্রায় ১০ মিনিট উড়ার পর পাইলট ঘোষণা করেন, তিনি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছেন। এরপরই তিনি অবতরণের চেষ্টা করেন। আর এ সময়ই বিমানটি বিধ্বস্ত হয়। মুহাম্মদ জুবায়ের এখন সিভিল হাসপাতাল করাচিতে চিকিৎসা নিচ্ছেন।
তবে এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিমানটি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য তিনবার উদ্যোগ নেয়। চতুর্থবার অবতরণের চেষ্টা চালালে মডেল কলোনিতে আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। ওদিকে বিমানটির পাইলট ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন তিনি বিমানের দুটি ইঞ্জিনেরই নিয়ন্ত্রণ হারিয়েছেন। তাই তিনি উদ্ধারের চূড়ান্ত আহ্বান জানান।
উল্লেখ্য বিধ্বস্ত এয়ারবাস এ৩২০-২১৪ মডেলের এই বিমানটিতে ছিল সিএফএম৫৬ ইঞ্জিন। এর নির্মাতা যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক এবং ফ্রান্সের সাফ্রানের যৌথ উদ্যোগ সিএফএম ইন্টারন্যাশনাল। বিমানটির যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় এর ল্যার্ন্ডিং গিয়ার উপরে তখনও। প্রতিটি ইঞ্জিনে কালো দাগ রয়েছে। ওদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে পাইলটের যে বার্তা রেকর্ড হয়েছে তা তার প্রথম ব্যর্থ অবতরণ চেষ্টা ব্যর্থ হওয়ার পরের।
এতে তাকে বলতে শোনা যায়, উভয় ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়েছি স্যার। আমাকে সরাসরি অবতরণ করতে হচ্ছে।
এ সময় এয়ার কন্ট্রোলার তাকে বলেন, রানওয়েতে বিমানের পেট নামিয়ে দেয়া নিশ্চিত করুন।ট্রান্সমিশন বন্ধ হয়ে যাওয়ার আগে পাইলটকে বলতে শোনা যায় স্যার, মেডে, মেডে, মেডে, মেডে পাকিস্তান ৮৩০৩। উল্লেখ্য, বিমান চলাচলে ভয়াবহ বিপদ বুঝাতে মেডে শব্দটি ব্যবহার করা হয়।
দুর্ঘটনায় পতিত হওয়ার আগের ও পরের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিমানটি সরাসরি অবতরণের চেষ্টা করছে। সরাসরি তা চলে যাচ্ছে আবাসিক এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এ সময় বিমানটি খুব নিচু দিয়ে উড়ছিল। তাদের মনে হচ্ছিল, তাতে তাদের বাড়িঘরগুলোর দেয়াল ভেঙেচুরে যাচ্ছে। এক পর্যায়ে বিমানটি একদিকে কাত হয়ে যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যে দরিদ্র ও ঘনবসতিপূর্ণ মডেল কলোনিতে বাড়িঘরের ওপর ‘আছড়ে পড়ে বিমানটি। এ এলাকাটি বিমানবন্দর থেকে দুই মাইল দূরে। সঙ্গে সঙ্গে সেখানে এক বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়।
লোকালয়ের ধ্বংসাবশেষ আর বিমানের বিধ্বস্ত অংশ মিলে এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়। কিছু সময় আগুন জ¦লতে থাকে। আকাশে কালো ধোয়া কুন্ডলি পাকিয়ে উড়তে থাকে।পাকিস্তানজুড়ে বলাবলি হচ্ছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জারা আবিদ এই দুর্ঘ”টনায় মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তার রয়েছে কমপক্ষে ৮০,০০০ অনুসারী। তবে তিনি নিহত হয়েছেন এমনটা নিশ্চিত হওয়া যায় নি।
তবে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ও অভিনেতা অভিনেত্রীরা তার প্রতি টুইটারে শ্রদ্ধা প্রকাশ করছেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনা থেকে মাত্র দুজন প্রাণে রক্ষা পেয়েছেন। ১৭টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে
- "লঞ্চে দুই তরুণীকে পেটানো সেই যুবক থানায় হাজির হয়ে যা বলল, শুনে চমকে গেল সবাই"
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়
- এবার যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর
- আ:লীগ নিষিদ্ধ হওয়ায় যা বললেন : জামায়াত আমির
- দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস, কিডনি পর্যন্ত নষ্ট হতে পারে
- রেশমা উদ্ধারের নাটক কেন সাজানো হয়েছিলো
- নতুন দু:সংবাদ জানালো আবহাওয়া অফিস
- সৌদিতে প্রবাসীসহ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর
- আজ সন্ধ্যার আগেই ঝড় হতে পারে যে ৬ জেলায়
- যা কেউ ভাবেনি, সেটাই করলেন তামিম ইকবাল
- চলছে উপদেষ্টাদের বৈঠক; ওদিকে আ. লীগ নিষিদ্ধে অনড় ফ্যাসিবাদবিরোধীরা
- হঠাৎ পাল্টে গেলো ডিমের দাম
- শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির
- দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার নতুন মূল্য তালিকা প্রকাশ