দক্ষিণ এশিয়ায় নতুন আতঙ্ক, ভারত ও পাকিস্তানে করোনায় মৃত্যুর রেকর্ড

অন্যদিকে, পাকিস্তানেও করোনার সংক্রমণে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি তথ্যমতে, পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩২ জনের মৃত্যু হয়েছে।
আর এর মধ্যে প্রায় অর্ধেকই খাইবার পখতুনখাওয়া প্রদেশের। ফলে ইউরোপ, লাতিন আমেরিকার পর এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ায় করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।
অন্যদিকে, শনিবার (২ মে) পর্যন্ত পাকিস্তানজুড়ে মোট আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১৮ হাজার ৭০০ জন। অনলাইন সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৯৭ জন। এর মধ্যে অর্ধেকই সিন্ধু প্রদেশের। তবে গত কয়েকদিন ধরে পাঞ্জাবে প্রতিদিন করোনা পরীক্ষার সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ আছে।
ন্যাশনাল হেলথ সার্ভিসেস মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, গত এক সপ্তাহে পাঞ্জাবে পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৫৬ জনের। সিন্ধু প্রদেশে এ সংখ্যা ২২ হাজার ১৭৯। দু’একদিনের বিরতির পর পাঞ্জাবে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে দেশজুড়ে দিনে পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৬৪। প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী মিডিয়াকে বলেছেন,
১লা মে মধ্যরাত থেকে ২৪ ঘন্টায় নতুন করে করোনা ধরা পড়েছে ১২৯৭ জনের। মারা গেছেন ৩২ জন। আক্রান্ত ও মৃতের এই সংখ্যা নতুন রেকর্ড। ডা. মির্জা বলেন, এসব রোগীর শতকরা প্রায় ৫০ ভাগই সিন্ধু প্রদেশের। প্রদেশ ভিত্তিক মৃত্যুর হিসাব হলো, খাইবার পখতুনখাওয়ায় রয়েছেন মৃতদের শতকরা ৪৭ ভাগ। পাঞ্জাবে শতকরা ২৮ ভাগ। সিন্ধুতে শতকরা ১৯ ভাগ এবং বেলুচিস্তানে শতকরা ৬ ভাগ। তিনি আরো বলেন, মৃত ওই ৩২ জনের মধ্যে ৩১ জনই মারা গেছেন হাসপাতালে।
একজন মারা গেছেন বাড়িতে। ১৪ জনকে রাখা হয়েছে ভেন্টিলেটরে। ১৭ জন আছেন আইসিইউতে। উপরন্তু ৪ হাজার ৭১৫ জন রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এদিকে, ভারতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার। স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্যমতে, আক্রান্ত ৩৯ হাজার ৯৮০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৩০১ জনের। সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৩৩ জন।
অর্থাৎ বর্তমানে অ্যাক্টিভ কেস আছে ২৮ হাজার ৪৩৬ টি। দেশটিতে এখন পর্যন্ত সবেচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে মহারাষ্ট্রে। এই রাজ্যেই করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৫২১ জন এবং আক্রান্ত ১২ হাজারের বেশি। এরপরেই নাম রয়েছে গুজরাটের। সেখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৪ জন। মৃত্যু হয়েছে ২৬২ জনের। তালিকায় ৩ নম্বরে রয়েছে নয়াদিল্লি। দেশটির রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬২ জনের।
- এএসপি আত্মহত্যার আসল কারণ জানালেন তার ভাই
- নতুন আইনের ইঙ্গিত, শেয়ারবাজারে গতি ফেরাতে ১০ বড় সিদ্ধান্ত
- টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
- সৌদিতে ১৭ হাজার বাংলাদেশি গ্রেপ্তার : আসল তথ্য যা জানা গেল
- হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
- আজকের সকল দেশের টাকার রেট (৮ মে ২০২৫)
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলো সৌদি আরব
- আজকের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- হত্যা মামলার আসামি হয়েও বিদেশ যাত্রা আলোচনায় সাবেক রাষ্ট্রপতি
- ভারতের ড্রোন হামলায় কাঁপছে স্টেডিয়াম, অনিশ্চিত পিএসএল ম্যাচ
- পাক-ভারত যুদ্ধ নিয়ে মালালার মানবিক বার্তা
- আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
- ইংল্যান্ডে চলে গেলেন সাব্বির রহমান
- প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেননি বাংলাদেশ
- ৯৪ কোম্পানির শেয়ার ফ্রিজ