| ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

অ্যাম্বুলেন্স নেই, মৃত সন্তানকে কোলে নিয়ে মাইলের পর মাইল হাঁটলেন মা

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ১৩ ১২:৫৮:৫৬
অ্যাম্বুলেন্স নেই, মৃত সন্তানকে কোলে নিয়ে মাইলের পর মাইল হাঁটলেন মা

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, ৩ বছরের নিথর ছেলের দেহ নিয়ে মাইলের পর মাইল হাঁটলেন মা! এক মিনিট দীর্ঘ হৃদয় বিদারক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, একজন মহিলা বিভ্রান্ত হয়ে কেঁদে চলেছেন। তার কোলে মৃত সন্তান।

বিহারের রাজধানী পাটনা থেকে ৪৮ কিলোমিটার দূরে জেহানাবাদ। রাজ্য সরকার পরিচালিত একটি হাসপাতালে মৃত্যু হয় এক শিশুর। হাসপাতাল ব্যবস্থা করে দিতে পারেনি অ্যাম্বুলেন্সের। তাই বিহারের এই দম্পতি বাধ্য হলেন নিথর সন্তানের দেহ নিয়ে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতলে হাঁটতে। শিশুটির মা-বাবা দুজনেই অভিযোগ , সময়মতো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয়নি।

গোটা দেশজুড়ে লকডাউন চলায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা যায়নি। তার মধ্যে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে দৌড়তে হয়েছে তাদের। এক মিনিট দীর্ঘ হৃদয় বিদারক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, একজন মহিলা বিভ্রান্ত হয়ে কেঁদে চলেছেন। তার কোলে মৃত সন্তান। ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তার স্বামী। একজন সাহায্য করতে চান বলে শোনা যায় ভিডিওতে। আর তখনই শিশুটির বাবা উত্তর দেন, ‘এখন আর তাদের অ্যাম্বুলেন্সের দরকার নেই।’

শিশুটির বাবা গিরজ কুমার জানান, ‘বাচ্চাটি দুদিন আগে অসুস্থ হয়েছিল। জ্বর, সর্দি, কাশি হয়েছিল। শাহপুরে গ্রামের ডাক্তার তার চিকিৎসা করছিল, হঠাৎই বাচ্চার অবস্থা খারাপ হয়। তখন আমরা একটা টেম্পো ভাড়া করে জেহানাবাদের হাসপাতালে নিয়ে আসি ওকে। আমরা কোনও অ্যাম্বুলেন্স পাইনি লকডাউনের জন্য।’

"জেহানাবাদে নিয়ে গেলে, সদর হাসপাতালের ডাক্তাররা বাচ্চাকে পাটনা মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করে। কিন্তু আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারিনি। আর এই অবহেলার কারণেই আমরা আমাদের সন্তানকে হারালাম," জানিয়েছেন মৃত শিশুর বাবা।

‘যেখানে বিষয়টা জীবন এবং মৃত্যুর, শুধুমাত্র লকডাউনের কারণেই যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে শিশুকে নিয়ে যাওয়া উচিত ছিল, তা পেলাম না।’ জানিয়েছেন তিনি। যদিও সন্তান মারা যাওয়ার পর ওই ব্যক্তি এবং তার স্ত্রী, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাড়ি ফেরেন। এই ভিডিওটি দেখার পর, ওই রাজ্যে সঠিক স্বাস্থ্য ব্যবস্থা কোথায়- এই নিয়ে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

একজন ব্যক্তি লিখেছেন, ‘হৃদয় ভেঙে দেওয়া এই দৃশ্য বিহারের। যেখানে লকডাউনের মধ্যে একজন মা, তার মৃত সন্তানের দেহ নিয়ে অ্যাম্বুলেন্সের অভাবে মাইলের পর মাইল হাঁটছেন।’

ক্রিকেট

ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা

ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা

ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে কাশ্মির সীমান্তে (এলওসি)। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ...

ভারত-পাকিস্তানকে ক্রিকেট থেকে বয়কটের পায়তারা করছে ভারত

ভারত-পাকিস্তানকে ক্রিকেট থেকে বয়কটের পায়তারা করছে ভারত

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা এবার সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উপর। ভারতীয় ক্রিকেট বোর্ড ...

ফুটবল

শেষ মিনিটে সব ওলটপালট, বার্সাকে স্তব্ধ করেদিলো ইন্টার

শেষ মিনিটে সব ওলটপালট, বার্সাকে স্তব্ধ করেদিলো ইন্টার

২০২৪-২৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সবচেয়ে নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো ইতালির ঐতিহাসিক স্টেডিয়াম সান সিরো। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে