| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

তালাবদ্ধ আইসিইউর চাবি খুঁজতে খুঁজতেই নারীর মৃত্যু

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ০৬ ০৯:৪২:৫০
তালাবদ্ধ আইসিইউর চাবি খুঁজতে খুঁজতেই নারীর মৃত্যু

জানা গেছে, উজান শহরের এক জেলা হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি করা হয়েছিল সেই নারীকে। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে মাধব নগর এলাকার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেই হাসপাতাল উজ্জয়নের বিশেষ করোনা কেয়ার হাসপাতাল। শুক্রবার করোনা সংক্রমণ সন্দেহে করা হয়েছিল তার নমুনা পরীক্ষা। যার রিপোর্ট আসা এখনও বাকি। ইতোমধ্যে সেই নারীর পরিস্থিতি আরও অবনতি হয়। শনিবার তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় অভিযুক্ত নার্সিংহোমে। তখনই উদ্ধার উদ্ধার হয় তালাবন্দি সেই আইসিইউ রুম।

এরপর খোঁজ শুরু হয় চাবির। কিন্তু চাবি খুঁজে না পেয়ে তালা ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মীরা। এই টানাপোড়েনে ও চিকিৎসার অভাবে আরও অসুস্থ হয়ে পড়েন সেই নারী। কোনওক্রমে তালা ভেঙে আইসিইউতে স্থানান্তরিত করলেও, শেষ রক্ষা হয়নি বলেই অভিযোগ পরিবারের।

শহরের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা অনুসূয়া গাউলি বলেন, একাধিক ব্যাধি নিয়ে সেই নারী ভর্তি হয়েছিলেন। তার হাইপার টেনশন, ডায়বেটিসের মতো সমস্যা ছিল। তাকে মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। আমাদের স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেছেন। এ মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, নার্সিংহোমে স্থানান্তরিত করার সময় ওই নারীকে ভেন্টিলেটর দেয়া হয়নি। একইভাবে অপর এক রোগীকেও ভেন্টিলেটর ছাড়াই রেখে দেয়া হয়েছিল। পরে তারও মৃত্যু হয়। এ ঘটনার পর মাধবনগর হাসপাতালের দুই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি,সময়নিউজটিভি

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে