| ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কলেজ মাঠে নায়িকা মাহির ফুটবল টুর্নামেন্ট

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ ফেব্রুয়ারি ২৫ ১৫:১৩:০৮
কলেজ মাঠে নায়িকা মাহির ফুটবল টুর্নামেন্ট

করেছেন। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে তার নানাবাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি দুদিনব্যাপী ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট’ নামক এই খেলার আয়োজন করেছেন। আয়োজক কমিটির লোকজন জানান, আগামী ৪ মার্চ সকালে স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের উদ্বেধন করবেন নায়িকা মাহিয়া মাহি নিজেই।

পরের দিন ৫ মার্চ বিকালে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নাচবেন ও গাইবেন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেবেন তিনি। দুদিনব্যাপী এ খেলাটিতে ১৬ টিম অংশগ্রহণ করবেন। তানোর ছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার প্রতিষ্ঠান ও ক্লাব থেকে অংশগ্রহণ করবেন বলে প্রচার চালাচ্ছে আয়োজক কমিটি।

অনেকে নির্ধারিত ‘ফি’ দিয়ে ইতোমধ্যে টাইসিট ক্রয় করেছেন। খেলাটি সরাসরি চিত্রনায়িকা মাহিয়া মাহির উদ্যোগে অনুষ্ঠিত হবে। আয়োজন করেছেন একটি অরাজনৈতিক উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবক (স্বপ্ন) নামের সংগঠন। ইতিমধ্যে আয়োজক কমিটি টুর্নামেন্ট ঘিরে প্রচার শুরু করেছেন।

এ উপলক্ষে শুরু হয়েছে এলাকায় মাকিং ও পোস্টার এবং ব্যানার সাঁটানো কাজ। সেই সঙ্গে ওই এলাকার যুবসমাজে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফুটবল টুর্নামেন্ট নিয়ে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। ভিডিওটিতে মাহির কণ্ঠ শোনা যায়। প্রথমেই তিনি সালাম দিয়ে বলেছেন– আমি আপনাদের মাহিয়া মাহি, অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আমরা আয়োজন করেছি স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট কাপ-২০২০।

খেলা অনুষ্ঠিত হবে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা ফজর আলী কলেজ মাঠে। আমি থাকছি খেলার মাঠে, আপনি থাকছেন তো? এ ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় ও ব্যাপক শেয়ার ও লাইক পড়ে।

অরাজনৈতিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবক সংগঠন (স্বপ্ন) কমিটির আহ্বায়ক সাহাদাত হোসেন মিঠু শেখ বলেন, আগামী ৪ ও ৫ মার্চ স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আমরা স্থানীয়ভাবে ব্যাপক প্রচার চালাচ্ছি। এখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি মুন্ডুমালা এসে তিনি তার টুর্নামেন্ট নিয়ে স্থানীয় আয়োজকদের সঙ্গে আলাপ-আলোচনা করে গেছেন।

সেখানে মাহি বলেন, তার মূল উদ্দেশ্য– মুজিব শতবর্ষ পালনে নানা-নানির এলাকার মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। খেলার প্রতি বেশ টান বা আগ্রহ রয়েছে। তাই তিনি এ টুর্নামেন্টের আয়োজন করেছেন। স্থানীয় ফুটবলপ্রেমী ও তার ভক্ত এবং স্থানীয় প্রশাসন ছাড়াও সবার সহায়তা ও সহযোগিতা কামনা করেছেন নায়িকা মাহিয়া মাহি।

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে