দেশে ফিরতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসীরা, সতর্ক করলো দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব থেকে দেশে ফেরার পথে প্রতারণার ফাঁদে পড়ে বিপাকে পড়ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। বৈধ প্রক্রিয়ায় না গিয়ে কিছু অসাধু দালালের মাধ্যমে ভুয়া ট্র্যাভেল পাস সংগ্রহ করে দেশে ফিরতে গিয়ে তারা ফিরিয়ে দেওয়া হচ্ছেন দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে। এই পরিস্থিতিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
দূতাবাসের সতর্কতাগত ২১ জুলাই রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, “অনেক প্রবাসী ভুয়া ট্র্যাভেল পাস সংগ্রহ করছেন বিভিন্ন দালাল বা ভুয়া এজেন্সির মাধ্যমে। এইসব নকল ট্র্যাভেল পারমিট ব্যবহার করে দেশে ফিরতে গেলে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ, এবং ফেরত পাঠানোর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।”
দূতাবাস আরও জানায়, বৈধ ট্র্যাভেল পাস শুধুমাত্র রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেল সরবরাহ করে। আবেদনকারীদের ১-২ দিনের মধ্যেই সরকারি অনুমোদিত ট্র্যাভেল পাস সরবরাহ করা হয়। এছাড়াও সরকার অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্রগুলো নির্ধারিত নিয়মে এই প্রক্রিয়ায় সহায়তা করে থাকে।
কেন তৈরি হচ্ছে সমস্যা?সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করেন। তবে অনেক সময় চুক্তিভঙ্গ, আকামা জটিলতা, বেতন না পাওয়া বা কোম্পানির খামখেয়ালিপনার কারণে কর্মীরা অবৈধ হয়ে পড়েন। পাসপোর্ট ও বৈধ কাগজ না থাকায় তারা দেশে ফিরতে চায় জরুরি ট্র্যাভেল পাসে, যা দূতাবাস সরবরাহ করে থাকে।
কিন্তু এই সুযোগে কিছু অসাধু দালালচক্র এসব অসহায় প্রবাসীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে জাল ট্র্যাভেল পাস সরবরাহ করছে। এতে করে প্রবাসীরা বিমানবন্দরে চেকইন বা ইমিগ্রেশনের সময় ধরা পড়ে যান এবং দেশে ফিরতে ব্যর্থ হন।
কী করণীয়?দূতাবাসের বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা কেবলমাত্র সরকারি মাধ্যম— অর্থাৎ দূতাবাস, কনস্যুলেট বা অনুমোদিত সেবা কেন্দ্রের মাধ্যমেই ট্র্যাভেল পাস গ্রহণ করেন। যেকোনো সন্দেহজনক এজেন্ট বা দালালের কাছে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের দেশে ফিরতে সহযোগিতা করছে বাংলাদেশ দূতাবাস। কিন্তু এই প্রক্রিয়াকে ঘিরে প্রতারকদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তাই সচেতন না হলে দেশে ফেরাটাই হতে পারে নতুন দুর্ভোগের নাম। প্রবাসীদের প্রতি অনুরোধ, কোনোভাবেই জাল বা দালাল চক্রের মাধ্যমে পাস সংগ্রহ করবেন না— তা না হলে আইনি জটিলতা ও হয়রানির মুখে পড়তে হতে পারে।
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- সবুজ, লাল না কালো আঙুর, কোনটিতে বেশি উপকার, জানলে আপনি অবাক হবেন
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
- হারাম থেকে বাঁচতে কি পালিয়ে বিয়ে করা যাবে, যা বলছে ইসলাম
- কোপা আমেরিকা ২০২৫: ফাইনালে যে দলের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
- ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন: নির্বাচন কমিশনের খসড়া চূড়ান্ত
- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স: বাঁচা-মরার ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে
- ওমানি রিয়ালের আজকের রেট (৩০ জুলাই ২০২৫)
- হঠাৎ বাংলাদেশকে নিয়ে যা বললেন হামজা চৌধুরী