| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জুলাই ৩০ ১৭:৩৪:০২
দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের কারণে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। ২০২৫ সালের ২৫ জুলাই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরপরই তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

আগামী ৭ আগস্ট বুলাওয়েতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই মাঠে নামতে পারেন ৩৯ বছর বয়সী টেলর। এর আগে চলমান প্রথম টেস্টের প্রস্তুতির সময়েই তিনি স্কোয়াডের সঙ্গে অনুশীলনে যুক্ত হন। প্রায় চার বছর পর জাতীয় দলের সঙ্গে এমন প্রত্যাবর্তন নিয়ে আবেগপ্রবণ টেলর বলেন, “ভাবতেই পারিনি আবার এই জায়গায় আসতে পারব। পুরো বিষয়টা এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি নিজেকে আরও পরিণত, ফিট এবং মানসিকভাবে শক্ত মনে করছি—আর সেটা সম্ভব হয়েছে আমার Sobriety (মাদকমুক্ত থাকার) জীবনধারার জন্য।”

নিষেধাজ্ঞার সময় তিনি কোনো জাতীয় বা ঘরোয়া দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি। তবে হরারের একটি স্বতন্ত্র স্কুলের সুবিধা ব্যবহার করে নিজের ফিটনেস ধরে রেখেছিলেন তিনি।

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ এরভিন টেলরের প্রত্যাবর্তনে খুশি। তিনি বলেন, “গত কয়েক মাসে টেলর যেভাবে কঠোর পরিশ্রম করেছেন, সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দলের জন্য তিনি যে মূল্য সংযোজন করবেন, তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

টেলরের ফেরা মানে দলে একটি অভিজ্ঞ ব্যাটিং অপশন যুক্ত হওয়া। তার অভ্যস্ত ব্যাটিং পজিশন ৪ নম্বরে থাকলেও, তাকেই হয়তো শীর্ষে রেখে বাকিদের এক ধাপ নিচে নামানো হবে। তবে এতে বোলিং কম্বিনেশন কিছুটা বদলাতে হতে পারে।

২০০৪ থেকে ২০২১ সালের মধ্যে ৩৪টি টেস্ট খেলে ৩৬.২৫ গড়ে রান করেছেন টেলর। ছয়টি শতকের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের বিপক্ষে ২০১১ সালে হ্যারারে দ্বিতীয় ইনিংসে করা ১০৫* রান, যা জিম্বাবুয়ের টেস্ট প্রত্যাবর্তনের অংশ হিসেবে ঐতিহাসিক হয়ে আছে।

জিম্বাবুয়ের আসন্ন সূচি:এ বছর ৭টি টেস্ট খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। এখনও আছে আরও চারটি টেস্ট—নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটি করে, যার মাঝে সেপ্টেম্বরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। টি-টোয়েন্টি স্কোয়াডে টেলরের থাকার সম্ভাবনা না থাকলেও, ওয়ানডে স্কোয়াডে তাকে বিবেচনায় রাখা হতে পারে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে টেস্ট ক্রিকেট ও টেনিসের জমজমাট লড়াই। বুলাওয়েতে ...

দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক

দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ...

ফুটবল

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক : উত্তর আমেরিকার দুই সেরা লিগ—মেজর লিগ সকার (MLS) এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর ...

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর ঘরোয়া ফুটবলের শক্তিশালী দল পাচুকা চলতি লিগস কাপ ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। ...

Scroll to top

রে
Close button