মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের কারণে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। ২০২৫ সালের ২৫ জুলাই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরপরই তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
আগামী ৭ আগস্ট বুলাওয়েতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই মাঠে নামতে পারেন ৩৯ বছর বয়সী টেলর। এর আগে চলমান প্রথম টেস্টের প্রস্তুতির সময়েই তিনি স্কোয়াডের সঙ্গে অনুশীলনে যুক্ত হন। প্রায় চার বছর পর জাতীয় দলের সঙ্গে এমন প্রত্যাবর্তন নিয়ে আবেগপ্রবণ টেলর বলেন, “ভাবতেই পারিনি আবার এই জায়গায় আসতে পারব। পুরো বিষয়টা এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি নিজেকে আরও পরিণত, ফিট এবং মানসিকভাবে শক্ত মনে করছি—আর সেটা সম্ভব হয়েছে আমার Sobriety (মাদকমুক্ত থাকার) জীবনধারার জন্য।”
নিষেধাজ্ঞার সময় তিনি কোনো জাতীয় বা ঘরোয়া দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি। তবে হরারের একটি স্বতন্ত্র স্কুলের সুবিধা ব্যবহার করে নিজের ফিটনেস ধরে রেখেছিলেন তিনি।
জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ এরভিন টেলরের প্রত্যাবর্তনে খুশি। তিনি বলেন, “গত কয়েক মাসে টেলর যেভাবে কঠোর পরিশ্রম করেছেন, সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দলের জন্য তিনি যে মূল্য সংযোজন করবেন, তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
টেলরের ফেরা মানে দলে একটি অভিজ্ঞ ব্যাটিং অপশন যুক্ত হওয়া। তার অভ্যস্ত ব্যাটিং পজিশন ৪ নম্বরে থাকলেও, তাকেই হয়তো শীর্ষে রেখে বাকিদের এক ধাপ নিচে নামানো হবে। তবে এতে বোলিং কম্বিনেশন কিছুটা বদলাতে হতে পারে।
২০০৪ থেকে ২০২১ সালের মধ্যে ৩৪টি টেস্ট খেলে ৩৬.২৫ গড়ে রান করেছেন টেলর। ছয়টি শতকের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের বিপক্ষে ২০১১ সালে হ্যারারে দ্বিতীয় ইনিংসে করা ১০৫* রান, যা জিম্বাবুয়ের টেস্ট প্রত্যাবর্তনের অংশ হিসেবে ঐতিহাসিক হয়ে আছে।
জিম্বাবুয়ের আসন্ন সূচি:এ বছর ৭টি টেস্ট খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। এখনও আছে আরও চারটি টেস্ট—নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটি করে, যার মাঝে সেপ্টেম্বরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। টি-টোয়েন্টি স্কোয়াডে টেলরের থাকার সম্ভাবনা না থাকলেও, ওয়ানডে স্কোয়াডে তাকে বিবেচনায় রাখা হতে পারে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে।
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- সবুজ, লাল না কালো আঙুর, কোনটিতে বেশি উপকার, জানলে আপনি অবাক হবেন
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
- হারাম থেকে বাঁচতে কি পালিয়ে বিয়ে করা যাবে, যা বলছে ইসলাম
- কোপা আমেরিকা ২০২৫: ফাইনালে যে দলের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স: বাঁচা-মরার ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে
- ওমানি রিয়ালের আজকের রেট (৩০ জুলাই ২০২৫)
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৯ জুলাই ২০২৫)
- জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের শীর্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল