| ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কাঁদতে কাঁদতে সরফরাজের ক্যাপে বাবার চুমু, স্ত্রীর চোখের পানি মুছে দিলেন সরফরাজ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৬:৫৯:৫৯
কাঁদতে কাঁদতে সরফরাজের ক্যাপে বাবার চুমু, স্ত্রীর চোখের পানি মুছে দিলেন সরফরাজ

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় কবীর সুমনের গানটা এখন আর গাইতে হবে না। সরফরাজ খানকে দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে। অবশেষে ভারতের হয়ে অভিষেক হয়েছে তাঁর। ঘরোয়া ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড করা রানের পর রান করা এই ক্রিকেটারের অভিষেক হয়েছে রাজ করতে।

স্বপ্নের টেস্ট ক্যাপ মাথায় চাপিয়ে অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে। কারণ ম্যাচটা শুরু হয়েছে ইংল্যান্ডের দাপটে। কত মাইলের পর আকাশ দেখা যাবে? কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে। সরফরাজ যেন কবীর সুমনের প্রত্যেকটা কথার অর্থ জানেন? উত্তর জানেন।

অনিল কুম্বলের হাত থেকে টেস্ট ক্যাপটা হাতি নিয়ে দৌড়ে গেলেন। বাবার কাছে জড়িয়ে ধরলেন বাবাকে জ্বলজ্বল করছে সরফরাজের চোখ আর বাবা নওশাদ খান শিশুদের মতো কেঁদেই ফেললেন আবেগ ধরে রাখতে আজ কিসের ভয়। ছেলের যে জায়গা হয়েছে জাতীয় দলে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর ছেলে এখন আন্তর্জাতিক ক্রিকেটার নওশাদ খান। ছেলের হাত থেকে টেস্ট ক্যাপটা নিয়ে চুমু খেলেন বিসিসিআই এর লোগো তে শ্বশুরের পাশে দাঁড়িয়ে ছিলেন সরফরাজের স্ত্রী রুমানা জোহর৷ তিনিও যেন সব কিছু ভুলে শিশুর মতো কাঁদছেন। সরফরাজ গিয়ে তখন চোখের পানি মুছে দেন প্রিয়তমা স্ত্রীর খানিকের জন্য যেন বলিউডের কোনও সিনেমার দৃশ্য নেমে এসেছিল রাজকোটে।

কিন্তু বাস্তবতা যাঁরা জানেন। তাঁরাই বোঝেন এই সরফরাজ আর তার বাবা হার মানিয়েছেন সিনেমার গল্প কাহিনিতেও নওশাদ খানের৷ সরফরাজের কোচ সরফরাজ যাতে ক্রিকেটার হতে পারেন, এ জন্য তিনি একেক সময় একেক ভাবে জীবিকা নির্বাহ করেছেন। সরফরাজের উপর বিন্দুমাত্র চাপ পড়তে দেননি। সরফরাজের সাথে খেলতেন শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার সরফরাজ একদিন তার বাবাকে বললেন, বাবা অর্জুন কত ভাগ্যবান তাই না? ও সচিন স্যরের ছেলে।

গাড়ি আছে, আইপ্যাড আছে, সব আছে নওশাদ তখন বুঝতে পারছেন না কী উত্তর দেবেন। তখন সরফরাজ দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমি ওর চেয়ে বেশি ভাগ্যবান আপনি পুরো দিন আমার সঙ্গে কাটাতে পারেন। ওর বাবা তো কে কোন সময় দিতে পারে না। এরপর দীর্ঘ প্রচেষ্টা একাগ্রতা, নিবেদন, অবহেলা ছিঁড়ে ফেলে বাবা ছেলে মিলে সামর্থ্যের সবটুকু দিয়ে আপ্রাণ চেষ্টা।

অবশেষে জাতীয় দলে অভিষেক সেই বাবা সরফরাজের অভিষেকে শিশুর মতো কাঁদবেন না তো?কে কাঁদবে আজকের দিনে খুশির কান্না তো নওশাদ খান কেই বানায়।সিয়াম চৌধুরী বিক্রি, টাইম।

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে