ভোটের বাজারেও চলবে আইপিএল, যা বলছে বিসিসিআই!

বর্তমানে ভারতীয় নির্বাচনের সময় আইপিএল কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেয় তা বিবেচনা করছে। অরুণ ধুমাল বলেছেন, "ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মার্চে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের সাধারণ নির্বাচন এপ্রিলে অনুষ্ঠিত হবে। আমরা সরকারের সাথে কথা বলে পুরো পরিকল্পনা ঠিক করার জন্য কাজ করছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হলে, দলগুলো প্রস্তুত। মুম্বাই ইন্ডিয়ান্স যারা পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে, চেন্নাই সুপার কিংস এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিততে মরিয়া আরেকটি দল।
লোকসভা ভোটের কারণে আইপিএল ভারতের বাইরে চলে যেতে পারে বলে জানানো হয়েছে। শুরুটা ঘরের মাঠে হলেও শেষটা হয়তো বিদেশে, শুনেছেন তিনি। বিসিসিআই সব উড়িয়ে দিয়েছে। আইপিএলের ১৭ তম আসর ২২ বা ২৩ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। এখন ভারতের সেরা উৎসবকে বলা হয় আইপিএল। সেই চার-ছক্কা দেখার অপেক্ষায় গোটা দেশ। হর্ন বাজলেই মোবাইল ফোনে শুরু হবে আইপিএল অনুশীলন। এই টুর্নামেন্টটি ভারতের অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। শুধু ভারত বা ভারতীয় উপমহাদেশ নয়, সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। এদিকে ভারতীয় দর্শকদের জন্য সুখবর।
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল বলে দিচ্ছেন, ‘আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। একটা জিনিস পরিষ্কার, ভারতের মাটিতেই হবে পুরো আইপিএল। নির্বাচনের দিনক্ষণের জন্য অপেক্ষা করে রয়েছি আমরা। সেই মতো আমরা ঠিক করে নেব সব কিছু। নির্বাচনের সময় কোন রাজ্য আইপিএলের কোন খেলাগুলো আয়োজন করবে, সেটা ঠিক হবে তারপর।’ বিদেশের মাঠে আইপিএল যাওয়া মানে খরচ বাড়বে বোর্ডের। যা কোনও ভাবেই চাইছে না বিসিসিআই। তবে এর আগেও নির্বাচনের কারণে দেশ থেকে আইপিএল সরে গিয়েছে বিদেশে। লোকসভা নির্বাচনের সময় একটাই সমস্যা থাকে পুলিশ পাওয়া নিয়ে। নির্বাচনের দিনক্ষণ দেওয়া হলে যে রাজ্যে ভোট থাকবে না, সেই রাজ্যের ক্রিকেট সংস্থা আইপিএলের ম্যাচ আয়োজন করবে। অর্থাৎ বলাই যায়, ভোটের বাজারেই রমরমিয়ে হবে আইপিএল।
আপাতত নির্বাচনের দিন কী ঠিক করে কেন্দ্রীয় সরকার, সে দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অরুণ ধুমাল বলেছেন, ‘আইপিএল খুব সম্ভব শুরু হবে মার্চ মাসে। দেশে সাধারণ নির্বাচন এপ্রিল মাসে। সরকারের সঙ্গে কথা বলে আমরা পুরো পরিকল্পনা ঠিক করছি।’ আইপিএল যবেই শুরু হোক না কেন, টিমগুলো প্রস্তুতিতে নেমে পড়েছে। পাঁচবার করে আইপিএল জেতা মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মতো এ বার আইপিএল জিততে মরিয়া অন্যান্য টিম। কখনও আইপিল না জেতা টিমগুলো ট্রফির স্বাদ পেতে চাইছে।
- ভারত-পাকিস্তানকে সতর্ক করে যে ঘোষণা দিলো আফগানিস্তানের তালেবান
- এএসপি আত্মহত্যার আসল কারণ জানালেন তার ভাই
- ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার
- 'অপারেশন সিন্দুর'-এর পর বন্ধ হয়ে যাবে আইপিএল
- নতুন আইনের ইঙ্গিত, শেয়ারবাজারে গতি ফেরাতে ১০ বড় সিদ্ধান্ত
- টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
- সৌদিতে ১৭ হাজার বাংলাদেশি গ্রেপ্তার : আসল তথ্য যা জানা গেল
- স্বর্ণের দাম আজ হঠাৎ কত হলো জানেন
- ভারতে ফ্লাইট বাতিল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা
- হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলো সৌদি আরব
- আজকের সকল দেশের টাকার রেট (৮ মে ২০২৫)
- আজকের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- হত্যা মামলার আসামি হয়েও বিদেশ যাত্রা আলোচনায় সাবেক রাষ্ট্রপতি