| ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জ্যাক-মঈনে তাণ্ডবে ঘরের মাঠে বিধ্বস্ত চট্টগ্রাম!

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:১৯:২৭
জ্যাক-মঈনে তাণ্ডবে ঘরের মাঠে বিধ্বস্ত চট্টগ্রাম!

ব্যাট হাতে ছড়িয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। এর ফলে বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে কুমিল্লা ভিক্টোরিয়া। তাই জয় পেতে হলে রেকর্ড গড়তে হলো চিটাগং চ্যালেঞ্জার্সকে। সেই লক্ষ্যে চিটাগং ভালো শুরু করলেও ও মঈন আলীর দুর্দান্ত হ্যাটট্রিকে শেষ পর্যন্ত বড় ব্যবধানে বিদায় নেয় স্বাগতিক দল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টসে জিতে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শেষ ওভারে জ্যাকের অপরাজিত ১০৮রান অধিনায়ক লিটনের ৬০ এবং মঈন আলীর ২৪ বলে অপরাজিত ৫৩ রানে কুমিল্লা ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। জবাবে ২১ বল ও ৭৩ রান আগেই গুটিয়ে যায় চট্টগ্রাম। ১১ বলে দলের পক্ষে ৩৬ রান করেন সৈকত আলী। তানজিদ হাসান তামিমের সর্বোচ্চ ইনিংস ২৪ বলে ৪১ রান।

কুমিল্লার রেকর্ড তাড়া করে উড়ন্ত সূচনা করেছে চিটাগং চ্যালেঞ্জার্স। উদ্বোধনী জুটিতে ৭.৩ ওভারে ৮০ রান করে স্বাগতিকরা। তানজিদ তামিম ২৪ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৪১ রান করেন। এরপর ৮০ থেকে ১১৫ রানের মধ্যে চট্টগ্রাম ৪ উইকেট হারিয়ে পিছিয়ে যায়।

সৈকতের ষষ্ঠ উইকেটে ১১ বলে ৩৬ রানে ৫ ছক্কা ও ১ চারে পরাজয়ের ব্যবধান কমে যায় মাত্র। শেষ পর্যন্ত, মঈন আলী তার নির্ধারিত কোটা চতুর্থ ওভারের প্রথম তিন বলে শহিদুল, আল-আমিন এবং বিলালকে তুলে নিয়ে মৌসুমে তার দ্বিতীয় হ্যাটট্রিক করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার শুরুটা হয় বিধ্বংসী। উইল জ্যাকসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৭ বলে ৮৬ রান যোগ করেন লিটন দাস। শহিদুল ইসলামের বলে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে করেন ৬০ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৩ ছক্কায়। তিনে নামা তাওহীদ হৃদয় শহিদুলের পরের বলেই ডাক মেরে বিদায় নেন।

চারে নেমে ১০ রান করে উইকেট হারান ব্রোক গেস্ট। এরপর একপ্রান্তে লড়তে থাকা জ্যাকসের সঙ্গে জুটি গড়েন মঈন আলী। দুইজন মিলে চালাতে থাকেন তাণ্ডব। ৫৩ বলে ১২৮ রানের জুটি গড়ে ছুঁয়ে ফেলেন বিপিএলে সর্বোচ্চ রানের সংগ্রহ। ২৫ বলে পঞ্চাশের পর জ্যাকশ বাকি পঞ্চাশ পূর্ণ করেন ২৫ বলেই। ৫৩ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংসটি সাজান ৫ চার ও ১০ ছক্কায়। মঈন আলী ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন।

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে