| ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নিলামে উঠলেই কোটিপতি, কলকাতায় থেকে ক্ষতির মুখে এই বিধ্বংসী ব্যাটার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ডিসেম্বর ০১ ১৫:০৮:২২
নিলামে উঠলেই কোটিপতি, কলকাতায় থেকে ক্ষতির মুখে এই বিধ্বংসী ব্যাটার

আইপিএলে যোগ দেওয়ার পর কেকেআর হল রিঙ্কু সিংয়ের দ্বিতীয় দল। দলকে এখন পর্যন্ত সাফল্য এনে দিয়েছেন তিনি। এবার তা ধরে রাখল কেকেআর। তবে তাকে ধরে রাখা হলেও তার বেতন কম হবে। কেকেআর এবার তাকে ১ কোটিরও কম দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, রিংকু নিলামে গেলে এক কোটি টাকার বেশি বেতন পেতেন।

নিলামের আগে যদি একজন খেলোয়াড়ের উচ্চ চাহিদা ছিল, তবে তিনি ছিলেন রিংকু সিং। তিনি ২০২১ সাল থেকে সুযোগ পাচ্ছেন এবং প্রতিটি খেলায় সাফল্য খুঁজে পাচ্ছেন। ২০২৩ সালে তার পারফরম্যান্স দেখে তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। জাতীয় দলের শার্টেও নিরাশ করেননি তিনি। প্রতিটি ম্যাচে ব্যাট করতে না পারলেও সুযোগ পেলে প্রতিটি ম্যাচেই ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হন। আইপিএলের সব দলই তাকে চায়।

রিঙ্কু তাঁর আইপিএলে অভিযান শুরু করেছিলেন পঞ্জাবের হয়ে। সেখানে তাঁকে প্রায় কেউ চিনতেন না। এরপর কেকেআর-এ এসে তিনি দীর্ঘদিন বেঞ্চে বসে ছিলেন। বেঞ্চে বসার পর তিনি সুযোগ পান ২০২১ সালে। এরপর প্রতিটা সুযোগ তিনি কাজে লাগান। কেকেআর-এর অন্যতম সেরা খোঁজ যদি কেউ হয়ে থাকে তিনি হলেন রিঙ্কু। ব্যাটের পাশাপাশি ফিল্ডিংয়েও তিনি সফল হয়েছেন।

টি-২০ ক্রিকেটে রিঙ্কুর মত প্লেয়ারের চাহিদা সবসময় বেশি থাকে। সেটা যখন এইপিএল হয় তাহলে তো কথাই নেই। কিন্তু রিঙ্কু বেছে নিয়েছেন কেকেআর-কেই। সুযোগ না পেলেও তিনি এই দলেই ছিলেন। বর্তমানে যেখানে প্লেয়ারদের দল বদলের হাওয়া সেই সময় রিঙ্কু সিং কেকেআর-এই থাকলেন। তাঁকে কত টাকায় ধরে রাখা হয়েছে সেই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি কেকেআর-এর পক্ষ থেকে। তবে সূত্রের খবর, তাঁকে ৮০ লাখ টাকায় এবার ধরে রেখেছে কেকেআর।

রিঙ্কুর বেতন

২০২৩-য়েরিঙ্কু সিং ৫৫ লাখ টাকা বেতন পেতেন। ২০২২ সালেও তাঁর একই বেতন ছিল। ২০১৭-য় তিনি যখন এইপিএল-এ যোগ দেন তখন তাঁর বেতন ছিল ১০ লাখ টাকা। এরপর ২০১৮ সালে তিনি যোগ দেন কেকেআর -এ। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত কেকেআর -এ তাঁর বেতন ছিল ৮০ লাখ টাকা। অর্থাৎ তাঁকে ৮০ লাখ টাকায় দলে নেয় কেকেআর। এরপর ২০২১ সালের মেগা নিলামে তাঁকে ছেড়়ে দেয় নাইটরা। ফের নিলাম থেকে তাঁকে কেনে শাহরুখরা। সেখানে তিনি পান ৫৫ লাখ টাকা। সূত্রের খবর, ২০২৪ সালের জন্য তাঁকে বেতন দেওয়া হবে ৮০ লাখ টাকা।

বিশেষজ্ঞরা মনে করেন, রিঙ্কু যদিকেকেআর ছেড়ে এবার নিলামে উঠতেন তাহলে তাঁর বেতন হত ১ কোটি টাকা বা তার বেশি। তিনি এখন যা ফর্মে আছেন ও এইপিএল-এ তিনি যেই খেলা দেখিয়েছেন তাতে সহজেই ১ কোটি টাকা স্পর্শ করতে পারতেন তিনি বলে মনে করা হচ্ছে।

ক্রিকেট

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের নামঘোষণা

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের নামঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার—এমনটা সরাসরি বলেই দিলেন ...

লিটনের আগুনে ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

লিটনের আগুনে ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

লিটনের আগুনে ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ বাংলাদেশের, লক্ষ্য ১৭৮ রান তাড়া করবে শ্রীলঙ্কা নিজস্ব প্রতিবেদক:দাম্পুলায় তিন ম্যাচ ...

ফুটবল

চেলসি বনাম পিএসজি : আজকেই ফাইনাল, ম্যাচটি বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে

চেলসি বনাম পিএসজি : আজকেই ফাইনাল, ম্যাচটি বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আজ মধ্যরাতে! ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...



রে