বৃষ্টির অশনি সঙ্কেত আইপিএলের ফাইনালে, নিয়ম পরিবর্তন করল ভারতীয় বোর্ড

গত ৩১ এপ্রিল থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসর দেখতে দেখতে শেষ হয়ে এল। আজ ২৮ মে, জনপ্রিয় এই ঘরোয়া ক্রিকেট আসরের ফাইনাল ম্যাচ দিয়েই পর্দা নামবে আইপিএলের ১৬ তম এই আসরের। এই আসর দিয়ে তারা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছে গুজরাট টাইটানসের হাতে। অন্যদিকে পঞ্চম বারের মতো ট্রফি জিততে চায় অধীনে এক ধোনির দল চেন্নাই সুপার কিং।
আইপিএলের ১৬ তম আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্স চ্যাম্পিয়ন গুজরাট টাইটেন্স এবং আসরের শক্তিশালী দল চেন্নাই সুপার কিং। ফাইনাল এই ম্যাচে গুজরাট টাইটেন্স দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবে না। অন্যদিকে চেন্নাই সুপার কিংস জয় নিয়ে মাঠ ছাড়তে চায়। সুতরাং আজকের এই ম্যাচটি হতে যাচ্ছে বাঘে বাঘের লড়াই।
আজকের ম্যাচের সূচি অনুযায়ী ম্যাচের ৩০ মিনিট আগেই টস হওয়ার কথা ছিল। কিন্তু আহমেদাবাদের মাঠের আকাশাে চরম বৃষ্টির কারণে সময়মতো টস অনুষ্ঠিত হতে পারেনি। বৃষ্টির শেষ হলেই শুরু হবে এই ম্যাচের টস এবং তারপর এই মাঠে নামবে দুই দল।
বৃষ্টি হালকা হতেই মাঠে নামে সুপার সপার। মাঠ থেকে জমা জল তুলে ফেলার কাজ শুরুর করেছেন মাঠকর্মীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই পুনরায় ফিরে আসে বৃষ্টি।
আজ আহমেদাবাদের আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। খেলা আদোউ হবে কিনা সেই চিন্তায় হতাশ অনেকেই। এই ম্যাচ খেলেই আইপিএল থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির শেষ ম্যাচও বৃষ্টিতে পণ্ড হওয়ার পথে ছিলো। আইপিএলের বিদায়টাও বৃষ্টিতেই ভেসে যাক এমনটাই চাইছিলেন না কেউই। হতাশ সমর্থকদের খানিক আশার বাণী শোনালো ভারতীয় বোর্ড। ফাইনালের জন্য যোগ করা হলো রিজার্ভ ডে। আজকে বৃষ্টির রোষ যদি না কমে সেক্ষেত্রে বিজয়ী নির্ণয়ের শর্তগুলি রইলো এখানে-
১। খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা ৭:৩০-এ। যদি বৃষ্টির কোপে পড়তে হয় তাহলে শুরু করতে দেরী হতে পারে ম্যাচ। আইপিএলের প্লে-অফের ক্ষেত্রে রাত ৯:৩৫ অবধি অপেক্ষা করবেন আম্পায়াররা। কোনো ওভার কাটা যাবে না ম্যাচের। অর্থাৎ রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে সম্পূর্ণ ৪০ ওভারের ম্যাচ হওয়া সম্ভব। দুই ইনিংসের মাঝে ১০ মিনিটের বিরতি থাকবে। থাকবে স্ট্র্যাটেজিক টাইম আউটও।
২। রাত ৯টা ৩৫ বাজার পরেও যদি খেলা শুরু করা না যায় তখন ওভার কমতে শুরু করবে ম্যাচ থেকে। দুই পক্ষই পাঁচ ওভারের ম্যাচ খেলতে পারে ফলাফল নির্ধারণের জন্য। তবে সেক্ষেত্রে রাত ১১টা ৫৬ মিনিটের আগে ম্যাচ শুরু করতে হবে। সেক্ষেত্রেও দুই ইনিংসের মাঝে ১০ মিনিটের বিরতি দেওয়া হবে। কোনো স্ট্র্যাটেজিক টামম আউট অবশ্য দেখা যাবে না। রাত ১২টা ৫০ মিনিটের মধ্যে শেষ করতে হবে ম্যাচ।
৩। যদি পাঁচ ওভারের ম্যাচও আজ আয়োজন করা সম্ভব না হয় তাহলে আগামীকাল অর্থাৎ সোমবার পুরো খেলাটিই আয়োজন করার ব্যবস্থা রাখছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর