আইপিএল ফাইনাল ম্যাচে চমক দেখাতে পারে যে পাঁচ ক্রিকেটার

রাত পোহালেই চলে আসবে আইপিএলের ফাইনালের দিন। অর্থাৎ আর এক ম্যাচ পরই পর্দা নামবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বড়ুয়াসহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 16 তম আসরের। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ১৬তম আসরের ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। আগামিকাল ২৮ মে রোববার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে এই দুই দল।
এখন পর্যন্ত এই আসরের পুরোটা সময়টা জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আইপিএলের ফাইনালে ওঠেছে শক্তিশালী চেন্নাই ও গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট। ফাইনালে মূল লড়াইটা হবে দুই দলের অধিনায়কেরও। মহেন্দ্র সিং ধোনির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব নাকি হার্দিক পান্ডিয়ার লড়াকু মনোভাব, শেষ হাসি কারা হাসবে সেটি সময়ই বলে দিবে। দুই দলে এমন পাঁচ ক্রিকেটার রয়েছে যারা পারফরম্যান্স দিয়ে চমক দেখাতে পারে ফাইনালে।
শুভমান গিল : নিঃসন্দেহে গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা গিল। এবারের টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপও পেয়েছেন। গিল মেগা ফাইনালে ব্যাট হাতে আবারও ঝড় তুলতে পারেন কিনা সেদিকে আলাদা নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। তাকে নিয়ে চেন্নাই আলাদা পরিকল্পনা করলেও গিল মরিয়া থাকবেন ধোনির মাস্টার প্ল্যানে জল ঢেলে দিতে।
রশিদ খান : সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এবারের আইপিএলে এই মুহূর্তে দুই নম্বরে আছেন রশিদ খান। চলতি আইপিএলে ২৭টি উইকেট নিয়েছেন আফগান এই তারকা। আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার সব সময়ই বড় ম্যাচে জ্বলে উঠতে পছন্দ করেন। আইপিএল ফাইনালে তার লেগ স্পিন চেন্নাইকে কতটা বিপদে ফেলতে পারে সেটাই দেখার বিষয়।
মোহাম্মদ শামি : বয়স যত বাড়ছে ততই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন শামি। চলতি আইপিএলে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি, একই সঙ্গে বেগুনি ক্যাপটিও তার দখলে। ভারতের সবচেয়ে অভিজ্ঞ পেসার চাইবেন ফাইনালে নিজের সেরাটা দিয়ে টানা দ্বিতীয়বার গুজরাটকে চ্যাম্পিয়ন করতে।
রবীন্দ্র জাদেজা : গুঞ্জন রয়েছে, চলতি আইপিএলের পর চেন্নাই ছাড়তে পারেন জাদেজা। কিন্তু যতক্ষণ আছেন চেন্নাই দলের অন্যতম সম্পদ তিনি। বাঁহাতি স্পিনার হিসেবে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা এবং মিডল অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে এই ক্রিকেটার। আর ফিল্ডার হিসেবেও দুর্দান্ত তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটার ফাইনাল ম্যাচেও ম্যাচের মোড় বদলে দেয়ার ক্ষমতা রাখেন।
ডেভন কনওয়ে : নিউজিল্যান্ডের এই বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান চলতি আইপিএলে রয়েছেন দুর্দান্ত ছন্দে। টেকনিক যেমন রয়েছে তেমনি বোলারদের ওপর চড়াও হতে পারেন তিনি। তার সঙ্গে ওপেনিং পার্টনারশিপ হিসেবে ঋতুরাজও কম ভয়ঙ্কর নন। ফাইনালে কনওয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষের পরিকল্পনা নষ্ট করে দিতে চাইবেন।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর