| ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

৫ বলে ৫ হক্কা খাওয়া পরে অদ্ভুত কথা বললেন বোলার যশ দয়ালের বাবা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ১১ ১০:৫২:২৮
৫ বলে ৫ হক্কা খাওয়া পরে অদ্ভুত কথা বললেন বোলার যশ দয়ালের বাবা

ক্রিকেট বিশ্বের যে কোন প্রান্তে যে কোন ফর্ম্যাটের ক্রিকেটে শেষ ওভারে ম্যাচ জিততে যদি ২৯ কিংবা ৩০ রান প্রয়োজন হয় তবে পাল্লা অনেকটাই ভারী থাকে বোলিং দলের উপর। তবে গত ০৯ এপ্রিল রবিবার গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেন এক অন্য ইতিহাস লেখা হল।

যেখানে টানা ৫ বলে ৫টি ছয় হাঁকিয়ে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর অন্যতম শক্তিশালী দল কেকেআরকে এক অবিশ্বাস্য জয় এনে দেন দলের তরুন রিঙ্কু সিং। একদিকে যখন রিঙ্কু হয়ে উঠলেন নায়ক, তখন অন্যদিকে খলনায়ক হয়ে গিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানসের বাঁহাতি পেসার যশ দয়াল। ম্যাচ শেষেও যেন অবিশ্বাসের ঘোর কাটছিল না যশের। মাঠেই দু হাতে মুখ ঢেকে বসে পড়েছিলেন তিনি।

দীর্ঘক্ষণ ডাগ আউটে তাঁকে একা বসে থাকতে দেখা যায়। বিষয়টি যে শুধু যশের একার উপর প্রভাব ফেলেছে তা নয়। গোটা পরিবার যেন এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে ডুবে গেছে। যশের বাবা চন্দ্রপাল দয়াল জানিয়েছেন রবিবারের দিনটা তাদের গোটা পরিবারের কাছে ছিল একটা দুঃস্বপ্নের রাত। যশের মা গোটা রাত না খেয়ে কাটিয়েছেন। আর অন্যদিকে শোকস্তব্ধ যশকে সামলেছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে চন্দ্রপাল দয়াল জানিয়েছেন, ‘গতকালটা আমাদের গোটা পরিবারের কাছে ছিল একটা দুঃস্বপ্নের রাত।’ যশের নিউট্রিশনিস্ট বোন সুচি দয়াল ওই দিন তার মায়ের দেখাশোনা করেছেন। এতটাই মুষড়ে পড়েছিলেন যশের মা। চন্দ্রপাল দয়াল আরও জানিয়েছেন, ‘খেলাতে এইরকম মুহূর্ত আসবে। কঠিন সময় আসবে। এমনকি জীবনেও তো আমরা ব্যর্থতার মুখোমুখি হই। এইসব মুহূর্তে শক্ত থাকতে হবে।’

গুজরাট টাইটানস অধিনায়ক হার্দিকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন চন্দ্রপাল দয়াল। তিনি জানিয়েছেন, ‘হোটেলে ফিরে যাওয়ার পরে সকলেই যশকে মাঝে বসিয়ে রেখে ওঁকে সান্ত্বনা দেয়‌ বিশেষ করে হার্দিক পান্ডিয়া। ও সবসময় ছেলেকে উৎসাহ দিয়েছে।‌ পরবর্তীতে যশের মন ভালো করতে নাচ, গানেরও আয়োজন করা হয়। পরিস্থিতি শেষ পর্যন্ত যেন কিছুটা হাল্কা হয়। রাতে আমিও যশকে ফোন করেছিলাম। আমাকে ও জানিয়েছে বল হাত থেকে স্লিপ করছিল। সে দিন রাতে যশ বলে সঠিক গ্রিপ পাচ্ছিল না। ‘ব্যাক অফ দ্য হ্যান্ড’ স্লোয়ার বলও করার চেষ্টা করে যশ। সেটাও সে দিন ঠিকভাবে হয়নি। হয়তো যশের বোলিং স্টাইলের সঙ্গে রিঙ্কুর পরিচিতি থাকায় যশের আরও অসুবিধা হয়ে যায়। কারণ ওই পরিস্থিতিতে রিঙ্কু জানত ওঁকে সব বলে মারতেই হবে। কারণ ওরা দুজনেই দুজনকে খুব ভালোভাবে চেনে। ওই দিনটা যশের ছিল না। এটা মেনে নিতে হবে। অনেক বড় বড় ক্রিকেটার (চেতন শর্মা) এমন মুহূর্তের মধ্যে দিয়ে গেছেন। ক্রিকেটার হিসেবে যশের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা রয়েছি। আমি শুধু ওঁকে মানসিকভাবে শক্ত করেছি মাত্র।’

ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি ...

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশের যুবদল এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্বাগতিক লাওসকে ২–১ গোলে ...

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে চমক জাগানিয়া শুরু করেছে বাংলাদেশ নারী ...

Scroll to top

রে
Close button