| ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

আসল রহস্য ফাঁসঃ যার ব্যাট দিয়ে ৫ ছক্কা মেরেছিল রিঙ্কু

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ১০ ১৫:৪৮:৪২
আসল রহস্য ফাঁসঃ যার ব্যাট দিয়ে ৫ ছক্কা মেরেছিল রিঙ্কু

গতকাল আইপিএলের ১৬ তম আসরে এর ১৩ তম ম্যাচে, বাংলাদেশ সময় বিকাল ৪ টায় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ৫ বলে কলকাতার জয়ের জন্য দরকার ২৮ রান-এমন সমীকরণ নিয়ে কেইবা বাজি ধরতো!

তবে ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত স্বীকৃত টি–টোয়েন্টিতে এতদিন যা কেউ দেখেনি, সেটিই করে দেখালেন আইপিএল আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিং। গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে ৩ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিলেন। কমেন্ট্রিবক্সে ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ থাকলে নিশ্চিত বলতেন, "রিংকু সিং-রিমেম্বার দ্য নেইম।" তবে কলকাতার সমর্থক তো বটেই ক্রিকেট ফ্যানদের হৃদয়েই যে গেঁথে গেল নামটা।

আইপিএল এর ১৫ তম আসরের চ্যাম্পিয়ন দল গুজরাটের বিরুদ্ধে শনিবার আইপিএলে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু সিং। শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে জিতিয়েছেন কলকাতাকে। আইপিএল তো দূর, টি-টোয়েন্টিতেও এ রকম ম্যাচ আগে কবে দেখা গিয়েছে সন্দেহ রয়েছে। ম্যাচের পরেই রিঙ্কুর ব্যাটের কীর্তি ফাঁস করলেন নীতিশ রানা। জানা গিয়েছে যে, যে ব্যাটে তিনি এমন অসম্ভব কাজকে সম্ভব করেছেন সেটা নাকি তাঁর নিজের ব্যাটই নয়। অন্যের ব্যাট নিয়ে খেলে এমন অবিশ্বাস্য কাজ করেছেন রিঙ্কু সিং। সেই ব্যাট কি তাহলে চুরি করেছিলেন তিনি?

এ দিন রিঙ্কু সিং যে ব্যাট দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন সেটি আসলে তাঁর নয়। হ্যাঁ, এই ব্যাটটি রিঙ্কুর সিং-এর নয়। এই ব্যাটটি আসলে হল দলের অধিনায়ক নীতিশ রানার। রানা নিজেই এ তথ্য প্রকাশ করেছেন। কেকেআর নিজেদের টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছে যাতে নীতিশ রানা জানিয়েছেন যে তিনি এই ব্যাটটি রিঙ্কুকে দিতে চাননি।

সেই ব্যাটের গল্পই শুনিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক নীতিশ রানা। ম্যাচের পর তিনিই এক ভিডিয়োয় এই রহস্য ফাঁস করেছেন। এই ব্যাট দিয়েই আগের দুটো ম্যাচে খেলেছিলেন নীতিশ রানা কারণ এটি তাঁরই ব্যাট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পুরো মরশুমই নাকি এই ব্যাটে খেলেছিলেন তিনি। গত বছরের শেষ চার-পাঁচটা ম্যাচও এই ব্যাটে খেলেছিলেন। তবে চলতি মরশুমের প্রথম দুই ম্যাচে এই ব্যাটে খেলে তেমন রান আসেনি নীতিশের। ফ্লপ হওয়ার কারণেই ব্যাট পরিবর্তন করেন নীতিশ রানা। সেই সময়ে নাকি রিঙ্কু ব্যাটটা নীতিশের থেকে চেয়েছিল। তবে প্রিয় ব্যাটটি দিতে চাইনি নাইট ক্যাপ্টেন। কিন্তু রিঙ্কু যখন ব্যাট করছিল তখন ভিতর থেকে কেউ এক জন তাঁকে এই ব্যাটটা নিয়ে এসে দেন। সেই সময়ে দেখে নীতিশ মনে করেছিলেন যে এটা তারই ব্যাট। তবে সেই সময়ে কিছু না বলে এবার ব্যাটের রহস্য ফাঁস করলেন তিনি।

এই ভিডিয়োতে নীতিশ রানা বলেছেন, ‘এটা আমার ম্যাচ ব্যাট ছিল। এই ব্যাট হাতেই প্রথম দুই ম্যাচ খেলেছি। আমি পুরো টি-টোয়েন্টি সৈয়দ মুস্তাক আলিতে এই ব্যাট নিয়েই খেলেছি। গত বছর (আইপিএল) এই ব্যাট হাতে শেষ চার-পাঁচটি ম্যাচ খেলেছি। আজ আমি ব্যাট পরিবর্তন করেছিলাম। রিঙ্কু আমার কাছে এসে এই ব্যাটটা চেয়েছিল।’ নীতিশ এবার হেসে বললেন, ‘আমি দিতে চাইনি। কিন্তু ভিতর থেকে কেউ এই ব্যাট নিয়ে এসেছিল। এবং আমি অনুভব করেছি যে তিনি এটি বেছে নেবেন কারণ এটির একটি দুর্দান্ত পিক-আপ রয়েছে এবং এটি আমার ওজনের তুলনায় কিছুটা হাল্কা। আর এখন তো এই ব্যাটটা রিঙ্কুরই হয়ে গিয়েছে। এটা আর আমার রইল না।’

ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি ...

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশের যুবদল এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্বাগতিক লাওসকে ২–১ গোলে ...

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে চমক জাগানিয়া শুরু করেছে বাংলাদেশ নারী ...

Scroll to top

রে
Close button