ইতিহাস গড়ার পূর্ব মুহূর্তের কথা নিজেই জানালেন রিঙ্কু

গতকাল আইপিএলের ১৬ তম আসরে এর ১৩ তম ম্যাচে, বাংলাদেশ সময় বিকাল ৪ টায় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ৫ বলে কলকাতার জয়ের জন্য দরকার ২৮ রান-এমন সমীকরণ নিয়ে কেইবা বাজি ধরতো!
তবে ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত স্বীকৃত টি–টোয়েন্টিতে এতদিন যা কেউ দেখেনি, সেটিই করে দেখালেন আইপিএল আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিং। গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে ৩ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিলেন। কমেন্ট্রিবক্সে ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ থাকলে নিশ্চিত বলতেন, "রিংকু সিং-রিমেম্বার দ্য নেইম।" তবে কলকাতার সমর্থক তো বটেই ক্রিকেট ফ্যানদের হৃদয়েই যে গেঁথে গেল নামটা।
এই ম্যাচে টানা ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে দল জিতিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সমস্ত আলোই যেন নিজের দিকে নিয়ে গেলেন রিঙ্কু সিং। ম্যাচ শেষেও জানিয়েছেন, এমন ইতিহাস গড়ার আগে কোনও ভাবান্তরই ছিল না তার মনে!
শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ছিল ২৯ রান। গুজরাট টাইটান্সের পেসার ইয়াশ দায়ালের প্রথম বলে উমেশ যাদব সিঙ্গেল নেন। পরের তিন বলে তিনটি ফুল টস দেন দায়াল, তিনটিই ছক্কা। পরের দুটি অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ দেন দায়াল। এই দুটি বলেও ছক্কা হাঁকান রিঙ্কু।
বিস্ময় জাগানিয়া এই ইনিংস খেলার পথে কলকাতার এই ব্যাটার ২১ বলে ৪৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কলকাতা ম্যাচ জিতে যায় তিন উইকেট হাতে রেখে।
ম্যাচ শেষে রিঙ্কু বলেন, 'বিশ্বাস ছিল যে আমি এমনটা পারব। গত বছর লক্ষ্ণৌতে আমি একই অবস্থায় থেকে একটি ম্যাচ খেলেছি। তখনও নিজের ওপর আমার বিশ্বাস ছিল। উইকেটে গিয়ে তেমন কিছু চিন্তা করিনি। শটগুলো শুধু একটার পর একটা খেলেছি। শেষের শটটি পেছনের হাত দিয়ে খেলেছি, পেছনের পায়ে ভর করে।'
ম্যাচটিতে ২৪ বলে ৬৩ রান করেন গুজরাটের অলরাউন্ডার বিজয় শঙ্কর। ৪০ বলে ৮৩ রান করেন কলকাতার ভেঙ্কাটেশ আইয়ার। আর গুজরাটের হয়ে ম্যাচে নেতৃত্ব দিতে নেমে প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়ে নিজের শেষ ওভারে দারুণ এক হ্যাটট্রিক করেন রশিদ খান।
তবুও সবকিছু ছাপিয়ে এই ম্যাচের নায়ক রিঙ্কু। ইতোপূর্বে আইপিএলে শেষ ওভারে এতো রান নিয়ে জেতেনি আর কোনো দল।
- ৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল
- আজ বাংলাদেশ বনাম লাওস: কখন, কোথায় দেখবেন ও কী আছে পরিসংখ্যানে
- পোস্ট অফিসে ১ লাখ টাকা রাখলে প্রতি মাসে কত মুনাফা
- শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- ১-০ গোলে শেষ হলো বাংলাদেশ বনাম লাওস ম্যাচের প্রথমার্ধের খেলা
- নাটকীয় লস টাইমের গোল উৎসব শেষ হলো বাংলাদেশ বনাম লাওসের ম্যাচ
- হাসনাত-জারা-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতা শোকজ"
- বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক করলো পুলিশ
- বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর পরিবারের ৭ জন নিহত
- পোস্ট ডিলিটের পাল্টা জবাব ড্রোন দিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- বিসিবির ২৫০ কোটি টাকার ইস্যু: ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষে যা বললো দুদক
- হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ
- যে কারনে এনসিপির ৫ শীর্ষ নেতাকে শোকজ, কী বলা হয়েছে চিঠিতে
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- ফুটবল ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ