| ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

রিঙ্কুর কাছে টানা ৫ ছক্কা খাওয়া বোলারকে নিয়ে অবিশ্বাস্য বার্তা দিলেন কলকাতা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ১০ ১০:৩১:৩৯
রিঙ্কুর কাছে টানা ৫ ছক্কা খাওয়া বোলারকে নিয়ে অবিশ্বাস্য বার্তা দিলেন কলকাতা

রশিদ খানের বোল্লিং তাণ্ডবে হারতে যাওয়া ম্যাচ আবার ফিরিয়ে নিয়ে আসে জয়ের দারপ্রান্তে, এক পর্যায়ে জেতা ম্যাচ। কিন্তু গুজরাটের বোলার যশ দয়ালের এক ওভারেই হারতে হয়েছে গত বছরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে। এই ম্যাচে এক এভারে ৩১ রান খরচ করে ফেলেন। আর শেষ পাঁচটি বলে হজম করেন টানা পাঁচটি ছক্কা।

তারপর হতাশায় ভেঙে পড়েছেন গুজরাট টাইটানসের যশ দয়াল। তবে সেই হতাশার মুহূর্তের বিপক্ষের বোলারের পাশে দাঁড়াল শাহারুখের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নাইট ব্রিগেডের যে আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, এটাই সত্যিকারের স্পিরিট।

গতকাল ০৯ এপ্রিল রবিবারের রাতের দিকে কেকেআরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যশের একটি ছবি পোস্ট করা হয়। সেইসঙ্গে লেখা হয়, ‘মাথা উঁচু করে থাক। মাঠে স্রেফ একটা খারাপ দিন গিয়েছে। ক্রিকেটের সেরা খেলোয়াড়দের সঙ্গেও এরকম হয়। তুমি একজন চ্যাম্পিয়ন যশ দয়াল। তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

যেভাবে যশের পাশে দাঁড়িয়েছে কেকেআর, তাতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সঞ্চালক ঋদ্ধিমা পাঠক বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত আচরণ। রিঙ্কু সিং যে অবিশ্বাস্য ছন্দে ম্যাচটা শেষ করেছেন, সেটার স্মৃতি কোনওদিন মুছে যাবে না। কিন্তু যশ দয়ালের প্রতি কেকেআর যে সমর্থন জোগাল, সেটাও দরকার ছিল।’

যে কোনও খেলার অন্যতম অঙ্গ হার-জিত। একদিকে যখন থাকে সাফল্যর আনন্দ, তখন অন্যদিকে অবশ্যই থাকে ব্যর্থতার হতাশা। রবিবার ঠিক একই রকম দুই ভিন্নধর্মী ছবির সাক্ষী থাকল ক্রিকেট ভক্তরা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন একদিকে কেকেআর ভাসল অনাবিল আনন্দে।‌ তখন হতাশার সাগরে ডুব দিলেন গুজরাট টাইটানসের ক্রিকেটাররা।

ম্যাচের শেষ ওভারের আগে পর্যন্ত কোন বিশেষজ্ঞও হয়তো আশা করেননি যে ম্যাচটা কেকেআর জিততে পারে। শেষ ওভারে গুজরাটের বাঁহাতি পেসার যশ দয়ালকে বেদম পিটুনি খেতে হল রিঙ্কু সিংয়ের হাতে। যশ দয়ালকে পরপর পাঁচটি বলে পাঁচটি ছয় হাঁকিয়ে রিঙ্কু কেকেআর-এর জন্য এনে দেন এক রুদ্ধশ্বাস জয়। ম্যাচ শেষে দেখা যায় হতাশ যশ দয়ালকে মাঠের মাঝেই বসে পড়তে। তখনও তাঁর চোখে মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট ছিল।

রবিবার গুজরাট টাইটানসের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলেননি। তাঁর বদলে এ দিন দলের নেতৃত্বভার সামলাচ্ছিলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তাঁর স্পেলের একেবারে শেষ ওভারে তিনি হ্যাটট্রিক নিয়ে ম্যাচের রঙটাই বদলে দিয়ে ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে কেকেআর যে আদৌ ম্যাচ জিততে পারে তা হয়তো আশা করেননি অতিবড় কেকেআর ভক্তও। ম‌্যাচের শেষ ওভার আরম্ভ হওয়ার আগে পর্যন্ত ধারাভাষ্যকারদের লাইভে বলতে শোনা যায়,

‘এটা নিরাপদে বলা যায় যে কেকেআর লক্ষ্যে পৌঁছাতে পারবে না।’ তার উপর গত আইপিএলেও বেশ কয়েকবার শেষ ওভারে বল করার অভিজ্ঞতা ছিল যশ দয়ালের। যেখানে ছয় বার বল করে মাত্র দুবার তিনি ওভার বাউন্ডারি হজম করেছিলেন। তবে রিঙ্কু সিংয়ের পরিকল্পনাই ছিল আলাদা। তিনি পরপর পাঁচটি বলে পাঁচটি ছয় হাঁকিয়ে বসেন। জয়ের দোড়গোড়া থেকে ম্যাচ হেরে বসে গুজরাট। ম্যাচ শেষে যখন কেকেআর ক্রিকেটাররা আনন্দ, উচ্ছ্বাসে ভাসলেন তখন হতাশায় মাঠের মাঝেই বসে পড়তে দেখা গেল যশ দয়ালকে।

দুই কানে হাত দিয়ে মাথা নীচু করে বসে থাকতে দেখা গেল যশকে। দু পায়ের উপর ভর দিয়ে হাঁটু মুড়ে বসে শূন্য দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেন মাঠের দিকে। মাঝেমধ্যে রুমাল বার করে মুখ মুছতেও দেখা গেল তাঁকে। রিঙ্কুকে শেষ ওভারের প্রথম তিন বলেই ইয়র্কার করার চক্করে লেন্থের ভুলে ফুলটস করে বসেন যশ। যার পূর্ণ ফায়দা ওঠান রিঙ্কু। এরপরের দুই বলে স্লোয়ার বল করেন দয়াল। যা তিনি শর্ট লেন্থে করেন সেখানেও তাঁকে দুটি ছক্কা হাঁকান রিঙ্কু। পরবর্তী সময়ে যশকে ডাগ আউটেও একা বসে থাকতে দেখা যায়। গুজরাট দলের একাধিক সদস্য এমনকি কেকেআর ক্রিকেটাররাও তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি ...

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশের যুবদল এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্বাগতিক লাওসকে ২–১ গোলে ...

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে চমক জাগানিয়া শুরু করেছে বাংলাদেশ নারী ...

Scroll to top

রে
Close button