| ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

মুম্বাইয়ের বিপক্ষে জয়ের আসল কারন জানালেন জাদেজা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০৯ ১১:৪৭:৩৭
মুম্বাইয়ের বিপক্ষে জয়ের আসল কারন জানালেন জাদেজা

গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সব থেকে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এই আইপিএলের ১৬ তম সংস্করণে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ল না তাদের।

মুম্বাই দলের অধিনায়ক রোহিত শর্মা সহ কার্যত গোটা টপ অর্ডার ব্যাটিং এ দিনও চরম ভাবে ব্যর্থ হতে দেখা গেছে। তবে এর মধ্যে একমাত্র ওপেনার ইশান কিষাণ ২১ বলে ৩২ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন টপ অর্ডারে। বাকিরা ওই 'আয়ারাম গয়ারাম'। ফলস্বরূপ মু্ম্বইয়ের বিরুদ্ধে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস দল।

এ দিন চেন্নাইয়ের জয়ের অন্যতম কারিগর তাদের ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি ৩ উইকেট নেন। মিচেল স্যান্টনার নেন ২ উইকেট। জয়ের পর ডাজ্ডুর অকপট স্বীকারোক্তি, ‘ওয়াংখেড়ের উইকেটে বল স্পিন করছিল। আমি আর মিচ (মিচেল স্যান্টনার) উইকেটের মধ্যে ভালো লেন্থে বল করার সিদ্ধান্ত নিই।’

ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা বলেছেন, ‘প্রতিটা ম্যাচেই ওয়াংখেড়ের পিচের চরিত্র বদলে যায়। সেই মতোই আমরা ছক কষে বল করেছি। আমরা যখন বোলিং করছিলাম, তখন কিছু কিছু বল স্পিন করছিল। ফলে আমি আর মিচ (মিচেল স্যান্টনার) উইকেটে ভালো জায়গায় বল করার সিদ্ধান্ত নিই। এর প্রধান কারণ হল, ওদের (মু্ম্বইয়ের) একাধিক পাওয়ার হিটার রয়েছে। এখানে (ওয়াংখেড়েতে) যত বার খেলতে এসেছি, তত বার উইকেট ভিন্ন ভিন্ন আচরণ করেছে। কখনও একেবারে পাটা উইকেট,আবার কখনও উইকেটে বল থমকে থমকে এসেছে।’

মিচেল স্যান্টনারের সঙ্গে তাঁর বোলিং পার্টনারশিপ নিয়ে জাদেজা জানান, ‘আমরা বোলিং নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। আমাদের মধ্যে সেই দিন যে-ই বোলিং করা শুরু করুক না কেন সে অন্য জনকে উপদেশ দেয় ঠিক কোন লেন্থে এই উইকেটে বল করা উচিত। আমরা সর্বক্ষণ আলোচনা করতেই থাকি। একে অপরকে উপদেশ আমরা দিয়েই থাকি।’

প্রসঙ্গত, এ দিন মু্ম্বই প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। ইশান কিষাণ (৩২), টিম ডেভিড (৩১) এবং তিলক বর্মা (২২) ছাড়া আর বলার মতন রান পাননি কেউ। জাদেজা ২০ রান দিয়ে তিনটি উইকেট এবং স্যান্টনার ২৮ রান দিয়ে দু'টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে একদা ভারতীয় টেস্ট দলের হয়ে নিয়মিত খেলা অজিঙ্কা রাহানের ২৭ বলে ৬১ রানের মারকাটারি ইনিংসে ভর করে ৭ উইকেট হাতে নিয়ে ১১ বল বাকি থাকতে ম‌্যাচ জয় নিশ্চিত করে চেন্নাই। রাহানেকে যোগ্য সঙ্গত দিয়ে ৪০ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়।

ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবেযে সকল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি ...

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশের যুবদল এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্বাগতিক লাওসকে ২–১ গোলে ...

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

এএফসি বাছাইয়ে দুর্দান্ত শুরুতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে চমক জাগানিয়া শুরু করেছে বাংলাদেশ নারী ...

Scroll to top

রে
Close button