আইপিএলে মুস্তাফিজদের দিল্লির অন্যতম হ্যাটট্রিক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের ১৬ তম আসরে একের পর এক হেরেই চলেছে দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে এখন পর্যন্ত টানা তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। আজ ০৮ এপ্রিল শনিবার তারা রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৭ রানে হেরেছে। রাজস্থানের দেয়া ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪২ রান সংগ্রহ করতে পারে দিল্লি।
এই দিন রাজস্থানের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি ডেভিড ওর্নারের নেতৃত্বধীন দিল্লি ক্যাপিটালস। তারা দলীয় কোনো রান যোগ করার আগেই উপরের সারির দুই ব্যাটারকেআউট হতে দেখা যায় এই ম্যাচে। নিজের প্রথম ওভারেই টানা দুই বলে পৃথ্বী শ ও মানিষ পান্ডেকে ফেরান রাজস্থান রয়েলের অন্যতম সেরা পেস বলার ট্রেন্ট বোল্ট। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি।
বোল্ট এরপর ফিরিয়েছেন দারুণ খেলতে থাকা ললিত যাদবকে (৩৮)। এরপর ওয়ার্নার একা দিল্লির ইনিংস টানলেও তা যথেষ্ট ছিল না জয় পাওয়ার জন্য। এই ওপেনার শেষ পর্যন্ত আউট হয়েছেন ৫৫ বলে ৬৫ রান করে। যুবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হয়ে।
সেই ওভারেই এর আগে অভিষেক পোরেলকেও (৭) ফিরিয়েছিলেন চাহাল। অবশ্য ধীর ব্যাটিং ও নিয়মিত উইকেট হারানোর ফলে দিল্লির হার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তারা নিধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে।
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই বড় জুটি গড়েন দুই ওপেনার জস বাটলার ও ইয়াসভি জায়সাওয়াল। তার দুজনে যোগ করেন ৯৮ রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৩১ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন জায়সাওয়াল।
এরপর অধিনায়ক সাঞ্জু স্যামসন ফিরেছেন শূন্য রান করে। রায়ান পরাগ আউট হয়েছেন ৭ রান করে। যদিও একপ্রান্ত আগলে রেখে রাজস্থানের রান বাড়িয়েছেন বাটলার। তিনি ৫১ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন। শেষদিকে শিমরন হেটমায়ারের ২১ বলে ৩৯ রানে ভর বড় সংগ্রহ দাঁড় করায় রাজস্থান।
ধ্রুব জুরেল ৮ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। আর একটি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও রভম্যান পাওয়েল। এদিন দিল্লির প্রায় সব বোলারই ছিলেন খরুচে। কেউই পার্থক্য গড়ে দিতে পারেননি।
- ৯০ মিনিটের খেলা শেষ : জেনেনিন বাংলাদেশ বনাম লাওস ম্যাচের সর্বশেষ ফলাফল
- আজ বাংলাদেশ বনাম লাওস: কখন, কোথায় দেখবেন ও কী আছে পরিসংখ্যানে
- পোস্ট অফিসে ১ লাখ টাকা রাখলে প্রতি মাসে কত মুনাফা
- শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- ১-০ গোলে শেষ হলো বাংলাদেশ বনাম লাওস ম্যাচের প্রথমার্ধের খেলা
- নাটকীয় লস টাইমের গোল উৎসব শেষ হলো বাংলাদেশ বনাম লাওসের ম্যাচ
- হাসনাত-জারা-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতা শোকজ"
- বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক করলো পুলিশ
- বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর পরিবারের ৭ জন নিহত
- পোস্ট ডিলিটের পাল্টা জবাব ড্রোন দিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- বিসিবির ২৫০ কোটি টাকার ইস্যু: ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষে যা বললো দুদক
- হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ
- যে কারনে এনসিপির ৫ শীর্ষ নেতাকে শোকজ, কী বলা হয়েছে চিঠিতে
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- ফুটবল ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ