| ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশের ক্রিকেটারদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ফেব্রুয়ারি ০৪ ২২:৫৭:৪৮
বাংলাদেশের ক্রিকেটারদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন

তবে এবার তিনি কাঙ্খিত প্রত্যাশা পূরণ না হওয়ায় দুষলেন খেলোয়াড়দের, কাঠগড়ায় তুললেন কোচদেরও। বলা যায়, ছাড় দিলেন না কাউকেই। শুধু তাই নয় এবার সংশয় প্রকাশ করলেন স্থানীয় ক্রিকেটারদের কাণ্ডজ্ঞান নিয়ে। তাদের ঠিকঠাকভাবে গড়ে না তোলায় কড়া সমালোচনা করলেন কোচদেরও।

এমন এমন ক্ষোভ কিন্তু এবারই প্রথম নয় গত মাসের শেষ দিকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের পার্থক্য নিয়ে বলেছিলেন সালাউদ্দিন। এবার তার সুর আরও কঠিন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর স্থানীয় ক্রিকেটারদের নিয়ে হতাশার কথা বললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ।

“ওদের কাছে আমি সামান্য কমনসেন্স চাই। তাদের আসলে কাণ্ডজ্ঞান আছে কি না, এটা নিয়ে আমার সন্দেহ (আছে)।”

“আপনি যদি ১৫ বছর ধরে মিরপুরে ঘরোয়া ক্রিকেট খেলেন, আপনি জানেন যে আপনার কী করতে হবে। সেই কাণ্ডজ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আসলে আমি হতাশ।”

সালাউদ্দিন মনে করেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের শটের পরিধি অনেক বেশি। অনেক দূরে বল পাঠানোর সামর্থ্য আছে। কিন্তু বিস্ময়করভারে কোনো কারণে মাঠে তারা সেটা অনুবাদ করতে পারেন না। বরং সীমিত সামর্থ্য নিয়েও বিদেশি ক্রিকেটাররা এখানে এসে সাফল্য পাচ্ছেন।

“আমি আরেকটা সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমাদের দেশে অনেকে হয়তো মাথা দিয়ে খেলে, অনেকে খেলে না। বেশিরভাগই মাথা ছাড়া খেলে। যেদিন দেখে ‘প্রশ্ন কমন পড়ে গেছে’, সেদিন ভালো খেলে, যেদিন পড়ে না সেদিন ভালো খেলে না। খুবই হতাশাজনক। আপনি যখন ১০/১২ বছর ক্রিকেট খেলছেন তখন সামান্য কাণ্ডজ্ঞান থাকা উচিত, কখন কী করতে হবে।”

স্থানীয় ক্রিকেটারদের ম্যাচ পড়তে পারার সামর্থ্য নিয়েও সন্দিহান সালাউদ্দিন। তিনি মনে করেন, মাঠে গিয়েও তারা কোচের দিকেই তাকিয়ে থাকেন।

“আমার মনে হয়, তাদের ক্রিকেট জ্ঞান অনেক কম। সামান্য জিনিস- এই উইকেটে আমার কী করতে হবে বা কোন বোলারকে আমি কখন চার্জ করব। যখন সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে, তখন নিয়ন্ত্রণ ছাড়া কেন! তো এ বুদ্ধি যদি কারো না হয় তাহলে তারা ক্রিকেট কবে শিখবে ওপরওয়ালা জানে।”

এই প্রসঙ্গে সালাউদ্দিন দায় দিলেন কোচদের। বিশেষ করে তৃণমূল পর্যায়ে এবং বয়সভিত্তিক দলে যারা কাজ করেন তাদের।

“আপনার যদি গ্রামারে ছোট বেলা থেকে খারাপ থাকেন, তাহলে তো আপনি ইংলিশ রচনা পড়তে পারবেন না। আমরা আসলে ছোটবেলা থেকে তাদের ওভাবে গড়ে তুলছি। আমরা বেশিরভাগই সব সময় কোচ নির্ভর খেলোয়াড়, কোচ যেটা বলবে (সেটা করবে)। প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে তো কোচ খেলবে না, তখনই ব্রেনটা লক হয়ে যায়। সিস্টেমেই গলদ।”

“কম্পিউটারে সেটআপটা ঠিক মতো হয়নি। ছোটবেলা থেকে যদি সেটআপ ভালো মতো হতো, প্রকৃতপক্ষে তাদের যদি আমরা স্বাধীনভাবে গড়ে তুলতে পারতাম, তাহলে এ সমস্যাটা হতো না। আমরা যারা কোচিং করাই তাদেরই সমস্যাটা বেশি, ছেলেদের দোষ দিয়ে লাভ নাই। একটা পর্যায়ে এসে ব্রেনটা কাজও করে না। ছোটবেলা থেকে যদি আমাদের কোচিং পদ্ধতিতে পরিবর্তন করি, তাহলে হয়তো কাজে আসবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মোবাইলে সহজ উপায়ে যেভাবে দেখবেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ, দেখে নিন টাইগারদের একাদশ

মোবাইলে সহজ উপায়ে যেভাবে দেখবেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ, দেখে নিন টাইগারদের একাদশ

শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ। টেক্সাসের ...

বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র আজ প্রথম ম্যাচ, জিতবে কে জানিয়ে দিলো জ্যোতি টিয়া

বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র আজ প্রথম ম্যাচ, জিতবে কে জানিয়ে দিলো জ্যোতি টিয়া

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত নয় টায় মাঠে নামতে চলেছে ...

ফুটবল

কোপা আমেরিকা শুরুর আগে নতুন করে ইনজুরি নিয়ে বড় ধাক্কা খেল ব্রাজিল

কোপা আমেরিকা শুরুর আগে নতুন করে ইনজুরি নিয়ে বড় ধাক্কা খেল ব্রাজিল

এবারের কোপা আমেরিকা দিয়ে উন্নতি করতে চায় ব্রাজিল। কিন্তু ঐতিহ্যবাহী টুর্নামেন্ট মাঠে নামার আগেই প্রবল ...

কোপা আমেরিকার আগে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

কোপা আমেরিকার আগে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল ম্যাচ মানেই আরও উন্মাদনা। এই দুই দলের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা ...



রে