| ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মেসির কাছে গালি হজম করা সেই ফুটবলারই এবার রোনাল্ডোর বদলি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ জানুয়ারি ১৪ ১২:৫৯:২৪
মেসির কাছে গালি হজম করা সেই ফুটবলারই এবার রোনাল্ডোর বদলি

ইউরোপীয় প্রচারমাধ্যমে বলা হয়েছে বেসিকতাসকে ৩ মিলিয়ন ইউরো দেওয়ার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ডাচ তারকাকে লোনে সই করাবে বার্নলে থেকে। বার্নলে থেকে তিনি লোনে খেলছিলেন তুরস্কের ক্লাব বেসিকতাসে। সেখানেই তাঁর লোন-চুক্তি ছিন্ন করে দেওয়া হয়েছে। তারপরেই ম্যাঞ্চেস্টার তাঁকে সই করাতে উদ্যোগী হয়েছে। জানা গিয়েছে ম্যাঞ্চেস্টারে এসে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা পর্বও সম্পন্ন।

যাইহোক, আর্জেন্টিনার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ওয়েগহর্স্ট একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন শেষ লগ্নে জোড়া গোল করে। তিনিই ম্যাচ টেনে নিয়ে যান টাইব্রেকারে যদিও শেষমেশ আলবিসিলেস্তেরা শেষ হাসি হাসে।

নেদারল্যান্ডস ম্যাচের পরেই মেসি লাইভ টিভি সাক্ষাৎকারে মাঠ দিয়ে হেঁটে চলা নেদারল্যান্ডস তারকা ওয়েগহর্স্টকে নিশানা করেছিলেন। জোড়া গোল করে ডাচদের নায়ক ওয়েগহর্স্টকে দেখেই মেসি বলে দেন, “এদিকে কী দেখছ, যাও ভাগো।” সেই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল বিশ্বকাপের মঞ্চে।

পরে মেসির কাছে গালি হজম করে ডাচ তারকা বলে দেন, “ম্যাচের পরে ওঁর সঙ্গে করমর্দন করতে গিয়েছিলাম। ফুটবলার হিসাবে ওঁর জন্য অফুরন্ত শ্রদ্ধা রয়েছে আমার। তবে ও কথা বলতে চায়নি। আমার স্প্যানিশ খুব একটা ভাল নয়। তবে ও আমাকে সর্বসমক্ষে চরম অসম্মান করল। এটাই আমাকে আরও হতাশ করে তুলেছে।”

মেসির সঙ্গে মোলাকাতের সময়ে এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, কুন আগুয়েরোরা মিক্সড জোনে ঘিরে ধরেন ওয়েগহর্স্টকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েগহর্স্ট ইংরেজিতে বলছেন, ও স্রেফ মেসির সঙ্গে সাক্ষাৎ সারতে চায়। মেসির চোখের বালি সেই স্ট্রাইকারই এবার নাম লেখাচ্ছেন ইপিএল ক্লাবে।

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে