| ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে খুশির খবর দিলেন আর্জেন্টিনার কোচ

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ডিসেম্বর ০৮ ২২:৫৬:৪৩
নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে খুশির খবর দিলেন আর্জেন্টিনার কোচ

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (০৯ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে ডাচদের মোকাবিলায় মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইনজুরির কারণে শঙ্কায় থাকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পল সুস্থ আছেন বলেই জানিয়েছেন স্ক্যালোনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে এ দুই তারকা থাকবেন কি-না, এমন প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, ‘তারা ভালো আছে। শুরুর একাদশে তারা থাকবে কি-না সে সিদ্ধান্ত নেয়া হবে আজকের অনুশীলন শেষে।’

এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসিসহ একাধিক গণমাধ্যম জানিয়েছিল, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ডাচদের বিপক্ষে অনিশ্চিত ডি পল। সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় বুধবার অনুশীলন করেননি ডি পল। তাকে ছাড়াই অনুশীলন চালিয়ে গেছেন স্ক্যালোনি।

এমন খবরে অবশ্য চটেছেন স্ক্যালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জানি না এসব তথ্য কোথায় থেকে আসে? গতকাল আমরা ইনডোর অনুশীলন করেছি। সত্য এটাই, একটি ম্যাচের পর অনেক খেলোয়াড় আলাদাভাবে অনুশীলন করে থাকে। আবার কেউ অল্প সময় অনুশীলন করে। গতকাল রদ্রিগো অর্ধেক সময় অনুশীলন করেছে। কারণ সে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সময় খেলেছিল। আজকের অনুশীলন মূল্যায়ন করেই আমরা ম্যাচের পরিকল্পনা সাজাব।'

ডাচদের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন আসবে কি-না, এমন প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, ‘আমরা একই দল নিয়েই খেলব। শুধু তখনই পরিবর্তন নিয়ে ভাবব, যখন আমাদের উইঙ্গারদের পরিপূর্ণ ফিট পাব না। ডি পল এবং ডি মারিয়ার সুস্থতার ওপরও কালকের ম্যাচ নির্ভর করছে। আজকের অনুশীলন শেষেই তাদের দুজনকে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পুরোটা সময় রদ্রিগো মাঠে থাকলেও, ডি মারিয়াকে বদলি হিসেবেও নামানোর সাহস করেননি স্ক্যালোনি। চোট নিয়েই তিনি দলের সঙ্গে কাতারে পাড়ি দিয়েছিলেন। এরপর গ্রুপ পর্বের সব ম্যাচেই তিনি ছিলেন শুরুর একাদশে। কিন্তু পুরনো চোট নতুন করে তাকে ভোগানোয় ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে ফিট হিসেবে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ স্ক্যালোনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

জাতীয় দলে ফিরতে নাঈমকে যে টোটকা, বলে দিলেন আকরাম খান

জাতীয় দলে ফিরতে নাঈমকে যে টোটকা, বলে দিলেন আকরাম খান

নিজস্ব প্রতিবেদক: একসময়ের প্রতিশ্রুতিশীল ব্যাটার নাঈম শেখ ফের সমালোচনার মুখে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ...

সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে

সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে

নিজস্ব প্রতিবেদক : এক সময় যাকে বলা হতো ‘বাংলার বিরাট কোহলি’, সেই সাব্বির রহমান যেন ...

ফুটবল

ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার

ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: নারী কোপা আমেরিকা ২০২৫-এর সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে পরাজয়ের পর গভীর হতাশা ঝরেছে ...

আর কখনও ফিরবেন না গার্দিওলা, নিজেই দিলেন স্পষ্ট বার্তা

আর কখনও ফিরবেন না গার্দিওলা, নিজেই দিলেন স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে বিবেচিত পেপ গার্দিওলা স্পষ্ট ...

Scroll to top

রে
Close button