কোয়াটার ফাইনালঃ মরক্কোর মুখোমুখি পর্তুগাল, দেখে নিন কারা এগিয়ে

তবে সৌদির মতো শুধু অঘটন ঘটিয়েই শান্ত থাকেনি মরক্কানরা। বরং নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনও নিশ্চিত করে এই দল। স্পেনের বিপক্ষে নকআউট ম্যাচে স্বাভাবিকভাবেই আন্ডারডগ হিসেবে খেলতে নেমেছিল মরক্কো। অনেক ফুটবল বিশ্লেষকরাই মনে করছিল ফুটবল ঐতিহ্য কিংবা অর্জনে স্পেনের অনেকটা পিছনে থাকলেও মাঠের খেলায় ঠিক অতটা পিছিয়ে থাকবেন না মরক্কো। হয়তো মাঠের খেলায় সমানে সমানেই লড়বে দুই দল।
স্প্যানিশদের ছোট ছোট পাসের ছন্দময়ী খেলার বিপরীতে মরক্কোর রুক্ষ ফুটবল, দারুণ কিছুই যেন অপেক্ষা করছিল দর্শকদের জন্য। হলোও তাই নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচে একের পর এক আক্রমণ পাল্ট আক্রমণ হলেও কেউই কারো জালে বল ঢুকাতে পারেনি। ফলে নির্ধারিত ৯০ মিনিটের পর আরো আধা ঘন্টা খেলতে হয় ফুটবলারদের। পুরো ১২০ মিনিটের পরও ম্যাচে গোলশূন্য দুই দল।
খেলাটি যেহেতু নকআউট পর্বের তাই ড্র মেনে নেওয়া সম্ভব নয় নির্দিষ্ট একটি রেজাল্ট আবশ্যক। শেষ পর্যন্ত পেনাল্টিতেই নির্ধারিত হলো ম্যাচের ফলাফল। পেনালটিতে মানসিকভাবে বেশি শক্তিশালী দলটি সাধারণত বিজয়ী হয়ে আসে। জাতিগতভাবে মানসিকভাবে শক্তিশালী হয়ে থাকেন মধ্যপ্রাচ্যের মানুষজন। মাঠেও সেটির প্রতিফলনই যেন দেখা গেল, স্পেনের বিপক্ষে ৩-০ ব্যবধানে ট্রাইবেকার জিতে নিল মরক্কো। একটি বলও মরক্কোর জালে ঢোকাতে পারেনি বিশ্ব বিখ্যাত স্প্যানিশ স্ট্রাইকাররা।
দিনশেষে অখ্যাত মরক্কানরাই লিখল স্প্যানিশদের হারিয়ে মধ্যপ্রাচ্যের বিজয় গাঁথা। পর্তুগালের বিপক্ষেও ফুটবল ঐতিহ্য কিংবা অর্জনে পিছিয়ে থাকবে মরক্কো। তবে মাঠের খেলায় কোনো অংশেই পর্তুগিজদের চেয়ে পিছিয়ে থাকবেন না মরক্কানরা। সেরা দলগুলোকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে মরক্কো। পর্তুগাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ ব্যবধান একটি ম্যাচ হারলেও এখন পর্যন্ত এই বিশ্বকাপে অপরাজেয় মরক্কো। নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মরক্কো, এছাড়া বাকি সব ম্যাচেই বিজয় মরক্কানদেরই হয়েছে।
পর্তুগালের এই দলটি অত্যন্ত শক্তিশালী, পাশাপাশি রোনালদোরও শেষ বিশ্বকাপ এটি। এই বিশ্বকাপে রোনালদো বিশেষ কিছু করবে এমনই আশা ভক্ত সমর্থকদের। তবে সেই আশায় নিশ্চয়ই গুরোবালি করে দিতে চাইবে মরক্কো। বাংলাদেশ সময় শনিবার রাত নয়টায় মুখোমুখি হবে এই দুই দল। নামে ভারে পর্তুগাল এগিয়ে থাকলেও এই বিশ্বকাপের প্রেক্ষাপটে মাঠের খেলায় হয়তো এগিয়ে থাকবে মরক্কানরাই।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর