| ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: আজ নেইমারের বিচার শুরু

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ অক্টোবর ১৮ ১৪:১৩:১২
ব্রেকিং নিউজ: আজ নেইমারের বিচার শুরু

ডিআইএস করা সেই মামলার বিচারে বার্সেলোনার প্রাদেশিক আদালতে হাজিরা দিয়েছেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা। মামলার বিবাদীপক্ষে আছেন নেইমারের মা–বাবা, দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোস এবং ক্লাব দুটির সাবেক তিন সভাপতি। বার্সার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, স্যান্দ্রো রসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজ।

মামলায় বাদীর অভিযোগ, সান্তোস থেকে নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার আসল অঙ্কটা প্রকাশ করা হয়নি। ফলে স্বত্ব অনুযায়ী ৪০ শতাংশের যে টাকাটা পাওয়ার কথা ছিল ডিআইএস এর, তার অর্থ পায়নি ডিআইএস। কারণ, নেইমারের ট্রান্সফারের সঠিক অর্থমূল্য কখনোই প্রকাশ করা হয়নি।

তবে পিএসজি তারকা নেইমার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। এজন্য ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আপিলও করেছিলেন তিনি। তবে তখন আপিলে তিনি হেরে যান। তারপর এই বিচারের প্রক্রিয়া শুরু করা হয়।

এদিকে ২১ কিংবা ২৮ অক্টোবর সাক্ষ্য দিতে কাঠগড়ায় দাঁড়ানোর কথা থাকলেও নেইমারের ক্লাব ফুটবলের ব্যস্ততা বিবেচনায় নিয়ে আদালত তার সাক্ষ্য দেওয়ার দিন এগিয়ে আনেন। এদিন মা–বাবাকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দেন নেইমার। প্রায় আড়াই ঘণ্টা আদালতে অবস্থানের পর তাকে আদালত থেকে বের হওয়ার অনুমতি দেন বিচারক।

নেইমারের আইনজীবী বেকার ম্যাকেঞ্জি সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, তারা স্প্যানিশ আদালতের কাছে আবেদন জানাবেন, নেইমারের পরিবারের প্রতি পরিচালিত এই মামলায় যথেষ্ট প্রমাণাদির অভাব রয়েছে।

মামলায় বিবাদীপক্ষ সব অভিযোগ অস্বীকার করলেও গত বৃহস্পতিবারই সংবাদ সম্মেলনে আইনজীবীর মাধ্যমে নিজেদের দাবি উপস্থাপন করে ডিআইএস। প্রতিষ্ঠানটির হয়ে মামলায় অংশ নেওয়া আইনজীবী পাওলো নাসা বলেছেন, ‘নেইমার এবং তার মা–বাবা, বার্সেলোনা ও সান্তোসের বোর্ড পরিচালকেরা মিলে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই দলবদলের (সান্তোস থেকে বার্সা) আসল অঙ্ক ছিল ৮ কোটি ২০ লাখ ইউরো। কিন্তু অফিশিয়ালি মাত্র ১ কোটি ৭০ লাখ দেখানো হয়।’

এজন্য নেইমারের দুই বছর কারাবাসের পাশাপাশি এক কোটি ইউরো জরিমানার আবেদন করা হয়। আর বার্সার সে সময়ের সভাপতি রসেলের পাঁচ বছরের দণ্ড এবং কাতালান ক্লাবটিকে ৮৪ লাখ ইউরো জরিমানার দাবিও করা হয়েছে।

নেইমার বার্সায় যোগ দেওয়ার সময় বার্সা জানিয়েছিল, এই দলবদলের মূল্য ৫ কোটি ৭১ লাখ ইউরো। এর মধ্যে ৪০ লাখ ইউরো নেইমারের পরিবারকে দেওয়া হয়েছে। সান্তোসকে দেওয়া ১ কোটি ৭১ লাখ ইউরোর মধ্য থেকে ৪০ শতাংশ অর্থের ভাগ পায় ডিআইএস।

প্রসঙ্গত, ফরাসি লিগ আঁতে ২১ অক্টোবর অ্যাজাক্সিও'র বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরপর ২৫ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফার মুখোমুখি হবে তারা। দুটি ম্যাচেই খেলবেন নেইমার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বড় চমক! কোচ হলেন কে এইমাইক হেসন

বড় চমক! কোচ হলেন কে এইমাইক হেসন

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটে নতুন যুগের ...

শচীন না কোহলি, পরিসংখ্যানে কে এগিয়ে, টেস্ট ক্রিকেটে আসল রাজা এখনই জানুন

শচীন না কোহলি, পরিসংখ্যানে কে এগিয়ে, টেস্ট ক্রিকেটে আসল রাজা এখনই জানুন

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ক্রিকেটে টেস্ট ফরম্যাটে যদি দুজন কিংবদন্তির নাম একসাথে উচ্চারিত হয়, তাহলে ...

ফুটবল

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ জল্পনার অবসান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার সত্যিই ভরসা রাখল এক বিদেশি ...

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

নিজস্ব প্রতিবেদক : চেলসির স্বপ্ন ভাঙতে বসেছে রিয়াল মাদ্রিদ! ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম উদীয়মান ডিফেন্ডার ...



রে