| ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

স্পিন কোচ রঙ্গনা হেরাথকে হারিয়ে দিলেন ব্যাটার এবাদত

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৬:২৩:৩১
স্পিন কোচ রঙ্গনা হেরাথকে হারিয়ে দিলেন ব্যাটার এবাদত

গত দুইদিন ব্যাটিং অনুশীলনের পর আজ রীতিমতো স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে চ্যালেঞ্জে নেমে পড়লেন এ ডানহাতি ব্যাটার। প্রস্তাবটা এসেছিল অবশ্য হেরাথের কাছ থেকেই। দুই স্পিনারের ১২ বলে ১০ রান নিতে হতো এবাদতকে। গুরুর সঙ্গে এই চ্যালেঞ্জে জয়ী এবাদতই, একদম শেষ বলে গিয়ে নিয়েছেন উইনিং রান।

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর সোমবার হোয়াইটওয়াশের মিশনে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ ছিল ঐচ্ছিক অনুশীলন। সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া দুই ঘণ্টার অনুশীলনে উপস্থিত ছিলেন বেশিরভাগ ক্রিকেটার। ব্যাটারদের অনুশীলনের একদম শেষ দিকে গিয়ে পশ্চিম পাশের নেট খালি পান এবাদত।

বেশ কিছুক্ষণ সময় ধরে স্পিনার ও পেসারদের বিপক্ষে ব্যাটিং করেন এবাদত। পুরোটা সময় সেটি তদারকি করেন স্পিন কোচ হেরাথ। অনুশীলন যখন প্রায় শেষ দিকে, তখন হেরাথ এগিয়ে এসে বলেন, ‘দেখো এবাদত, তোমার জন্য আমার একটি চ্যালেঞ্জ আছে। এখন তোমাকে ১২ বলে ১০ রান নিতে হবে।’

তখন হেরাথের সঙ্গে নেটে ছিলেন রনি নামের একজন নেট বোলার। যিনি করছিলেন অফস্পিন। পরে এবাদতকে ডেকে ফিল্ড সেটিংটা বুঝিয়ে দেন হেরাথ। বলেন যে, চারজনের বদলে তিনজন ত্রিশ গজের বাইরে রেখে বোলিং করবেন তিনি। অর্থাৎ বৃত্তের ভেতরেই থাকবে বেশি ফিল্ডার, তাই সিঙ্গেল নেওয়ার সুযোগ কম।

প্রথম বলটি করেন হেরাথ নিজেই, পরের বল করেন অফস্পিনার রনি। এ দুই বল থেকেই ১ রান করে নেন এবাদত।। পরের বল অনসাইডে খেলে ২ রান নিয়ে নেন এবাদত। ঠিক পরের বলেই মিড উইকেট দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সমীকরণ ৯ বলে ২ রানে নামিয়ে নেন এবাদত। তবে পরের চার বলে আবার আসেনি কোনো রান।

রনির করা বলে আবার মিড উইকেটে খেলে ১ রান নেন এবাদত। বাকি থাকে ৪ বলে ১ রান। এরই মধ্যে হেরাথের করা নবম বলটিতে ব্যাটে লাগিয়ে দৌড়ে উইনিং রান নেওয়ার চেষ্টা করেন এবাদত। কিন্তু সঙ্গে সঙ্গে সেটি নাকচ করে দেন হেরাথ। মৃদু আপত্তি করেন এবাদত।

তাদের দুজনের এই মিষ্টি ঝগড়া দেখে ডাগআউটে বসে মজা করতে ভোলেননি নাজমুল হোসেন শান্ত। পরে রনির করা ১১তম বল ব্যাটেই লাগাতে পারেননি এবাদত। ফলে লড়াই গিয়ে পৌঁছায় শেষ বলে। যেখানে রনির বল থেকেই ১ রান নিতে হতো এবাদতকে। সেটি ঠেকাতে রনির সঙ্গে বেশ সময় নিয়ে আলোচনা করে হেরাথ।

ব্যাটিং প্রান্তে অধৈর্য্য এবাদত বলেই বসেন, ‘কত পরিকল্পনা করতেছে!’ তবে তাতে কাজ হয়নি হেরাথ-রনিদের। অনেক পরিকল্পনার বলটি কাট করেই ১ রান নিশ্চিত করে চ্যালেঞ্জ জয়ের আনন্দে মাতেন এবাদত, মুখে বারকয়েক উচ্চারণ করেন, ‘ইয়েস ইয়েস।’ এই চ্যালেঞ্জ হেরে এবাদতকে অনসাইডে সিঙ্গেল বের করার দিকে নজর দিতে বলেন হেরাথ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলনের শেষ দিকে ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছ থেকে ১০ মিনিট চেয়ে নেন এবাদত। তখন এবাদতকে প্রতিদিন অনুশীলনের শেষে ১০ মিনিট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন সিডন্স। যদিও ১০ মিনিটের বেশি করেই ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন এ ডানহাতি পেসার।

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি২০ সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ A দল Nepal A দলের বিপক্ষে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button