| ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

মাঠে খেলতে নেমে গ্যালারির দর্শকদের কাঁদালেন ফুটবলার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ২৭ ১০:৪২:১৮
মাঠে খেলতে নেমে গ্যালারির দর্শকদের কাঁদালেন ফুটবলার

খেলতে নেমে গ্যালারির দর্শকদের কাঁদালেন ইউক্রেনের জেনচঙ্কো

খেলার সময়

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এভারটনের মাঠ গুডিসন পার্কে খেলতে গেছে ইউক্রেনের তারকা জেনচেঙ্কোর দল ম্যানচেস্টার সিটি। দলের হয়ে মাঠে নেমে দেখেছেন ইউক্রেনের প্রতি দর্শকদের সমর্থন। যুদ্ধ বন্ধের আহ্বানে প্লাকার্ড নিয়ে মাঠে আসা দর্শকেদের দেখে চোখে পানি আটকে রাখতে পারেননি ম্যান সিটির ইউক্রেনিয়ান রাইটব্যাক জেনচেঙ্কো। অঝরে ঝরতে থাকা কান্না মুছছিলেন জার্সিতে।

রাশিয়া-ইউক্রেন সংকট নতুন মাত্রা পায় গত ২৪ তারিখে যখন রাশিয়া সরাসরি ইউক্রেনের আকাশসীমায় ঢুকে পড়ে বিমান হামলা শুরু করে। অতর্কিত যুদ্ধে একা হয়ে পড়েছে ইউক্রেন। সুপার পাওয়ারদের নীরবতার মাঝেই রাশিয়া কোণঠাসা করে রেখেছে ইউক্রেনকে। এই দুর্দশা কাঁদাচ্ছে সাধারণ মানুষদের। ইউক্রেনের মানুষদের প্রতি নিজেদের সমর্থন জানাচ্ছেন নানাভাবে। খেলার মাঠে খেলোয়াড়রাও জানাচ্ছেন প্রতিবাদ। দর্শকরাও গ্যালারি থেকে চিৎকার করে ইউক্রেনের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

এভারটনের মাঠ গুডিসন পার্কেও দর্শকরা গলা ফাটিয়ে চাইলেন ইউক্রেনের মুক্তি। ইউক্রেনের পতাকা নিয়ে মাঠে এসেছেন তারা। এদিকে দুদলেই আছেন ইউক্রেনিয়ান দুই তারকা। সিটির হয়ে খেলেন জেনচেঙ্কো, অন্যদিকে এভারটনে আছেন ভিটালি মায়কোলেঙ্কো। নিজেদের দেশের সমর্থনে এবং রাশিয়ার আক্রমণের প্রতিবাদে নিজেদের ঐক্যের প্রমাণ হিসেবে দুদলের এই দুই তারকা মাঠে প্রবেশ করেন একসঙ্গে, হাতে হাত রেখে। দর্শকরাও তখন গ্যালারি থেকে গলা ফাটাচ্ছেন তাদের পক্ষে। এই দৃশ্য দেখে চোখের পানি আটকাতে পারেননি সিটির তারকা ডিফেন্ডার জেনচেঙ্কো। কান্নায় ভেঙ্গে পড়েন এই ফুলব্যাক।

টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়ছে এভারটন। চলতি মৌসুমটা ভালোই কাটছিল সিটিজেনদের। তবে চার ম্যাচ জয়ের পর, ছন্দপতন ৭ বারের চ্যাম্পিয়নদের। ঘরের মাঠ ইতিহাদে সবশেষ টটেনহ্যাম হটসপারের কাছে হারের পর আক্ষেপে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপরও শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে এবার এভারটনের বিপক্ষে জয় পেতে বদ্ধপরিকর গার্দিওলার দল।

ইনজুরির কারণে জ্যাক গ্রিলিশ, গ্যাব্রিয়েল জেসুস এ ম্যাচে খেলতে পারছেন না। তবে শুরুর একাদশে থাকা মাহরেজ, ফোডেন, স্টার্লিং, ডি ব্রুইনাদের ওপর শতভাগ ভরসা রেখেছেন গার্দিওলা।

পরিসংখ্যান বলছে, দু'দলের ১৭৬ বারের মুখোমুখি লড়াইয়ে ম্যানচেস্টার সিটির ৭২ জয়ের বিপরীতে এভারটনের জয় ৬০টি।

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি২০ সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ A দল Nepal A দলের বিপক্ষে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button