| ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

তামিমের পরপর ২ ম্যাচে ভালো না খেলার কারন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ২৬ ১৯:৩৬:১৬
তামিমের পরপর ২ ম্যাচে ভালো না খেলার কারন

প্রথম ম্যাচে করেছেন ৮ রান এবং দ্বিতীয় ম্যাচে ১২ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তবে শুধু এই দুই ম্যাচ নয় জাতীয় দলের জার্সিতে বেশ কিছু সময় ধরেই অফ ফর্মে রয়েছেন তামিম।

আফগানিস্তান সিরিজের আগে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেলেও, এর আগের ম্যাচগুলোতে ও ব্যর্থ ছিলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন টাইগার ক্যাপ্টেন। দ্বিতীয় ওয়ানডেতে তামিমের রান ছিল ২০। যদি আরেকটু পেছনে শ্রীলঙ্কা সিরিজে যাওয়া যায় সেখানেও তামিমের ব্যাট হাসেনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরী পেলেও ইনিংসকে লম্বা করতে পারেননি। পরবর্তী দুই ম্যাচে হয়েছেন পুরোপুরি ব্যর্থ, দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ১৩ রান।

তৃতীয় ওয়ানডেতে তামিমের স্কোর ২৯ বলে ১৭। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরিটি বাদ দিলে একটি ম্যাচেও তামিম সুলভ ইনিংস খেলতে পারেননি তামিম। অথচ এবারের বিপিএলে তামিমের পারফরম্যান্স ছিল এক অর্থে অসাধারণ। সিলেটের বিপক্ষে সেঞ্চুরি করে প্রায় একাই দলকে ম্যাচ জিতিয়েছেন এই ওপেনার। এছাড়াও পুরো টুর্ণামেন্টে ঢাকার ব্যাটিংয়ের মূল প্রতীক ছিলেন তামিম। অধিকাংশ ম্যাচেই ১৪-১৫ ওভার ব্যাট করে এক প্রান্ত আগলে রেখেছেন এই ওপেনার। তাহলে জাতীয় দলের জার্সি গায়ে নামলেই কেনো উইকেটে থিতু হতে পারছেন না তিনি। এর কারণ কি অধিনায়কত্ব, বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটারই অধিনায়কত্বের সাথে মানিয়ে নিতে পারেনি।

অধিনায়কত্বের প্রভাব বিশ্বের অনেক ক্রিকেটারেরই পারফরমেন্সে পড়তে দেখা গিয়েছে। তাহলে অধিনায়কত্বে চাপেই কি নুইয়ে পড়ছেন তামিম? প্রশ্নটি পুরোপুরি যুক্তিহীন নয়। বিগত বিপিএলে অবিশ্বাস্য ফর্মে থাকা তামিম জাতীয় দলের জার্সিতে কেনো রানের জন্য এত সংগ্রাম করছেন। তবে এখানে একটি ব্যপার স্পষ্ট যে অধিনায়ক তামিমের পারফর্মেন্স নির্দ্বিধায় আপ টু দ্যা মার্ক। অধিনায়ক হিসেবে তিনি যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। ঠিক সময়ে ঠিক বোলার কে আনা কিংবা ফিল্ডিং সাজানো সবকিছুতেই পারদর্শীতার পরিচয় দিয়েছেন তামিম।

ম্যাচের সময় বেশকিছু বার তামিমের গেম সেন্সের প্রসংসা করেছেন ধারাভাষ্যকাররা। অর্থাৎ অধিনায়ক তামিম এর কোন ভুলক্রুটি না থাকলেও, সেটি তামিমের ব্যাটিংয়ে কোনো চাপ সৃষ্টি করছে না তো। নির্দ্বিধায় তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম, তামিম দলে থাকা মানেই প্রতিপক্ষের জন্য বাড়তি দুশ্চিন্তা। সেই তামিমকে কোনো চাপের কারণে নিশ্চয়ই অফ ফর্মে দেখতে চাইবেন না দর্শকেরা। নিজের অধিনায়কত্ব এবং ব্যাটসম্যান সত্তার মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হবে তামিমকে। তা না হলে শুধু তামিম নয় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ দল।

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি২০ সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ A দল Nepal A দলের বিপক্ষে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button