| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

এক ম্যাচে লিটন-মুশফিকের চার রেকর্ড

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ২৬ ০০:১১:১১
এক ম্যাচে লিটন-মুশফিকের চার রেকর্ড

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েন লিটন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ৫ সেঞ্চুরির দেখা পেলেন তিনি। মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেটে দেশের সর্বোচ্চ ২০২ রানের জুটি গড়েছেন লিটন।

এদিকে, ৮৬ রানের ইনিংস খেলে সাকিবকে টপকে ওয়ানডেতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে এদিন আবার আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মুশি।ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম, দেশের মাটিতে চতুর্থ আর চট্টগ্রামে প্রথম। তবে যেখানেই হোক না কেনো, সেঞ্চুরির উচ্ছ্বাস থাকবেই।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টপ অর্ডারের অমন ব্যাটিং ব্যর্থতার পরের ম্যাচে সেঞ্চুরির মাহাত্ম্য লিটন দাসের কাছে একটু বেশিই। ইনিংসের শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও ধীরে ধীরে ছন্দ খুঁজে নেন লিটন। রশিদ-মুজিবের ঘূর্নি জাদু বশ করতে পারেনি তাকে। আফগান বোলারদের সাবলীলভাবেই খেলে যান এই ওপেনার।

তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করতে তার লেগেছে ১০৭ বল। ১২৬ বলে ১৩৬ রানের ইনিংসটা সাজানো ১৬ চার আর ২ ছক্কায়। স্ট্রাইক রেইট প্রায় ১০৮। মাত্র কয়েক মাসের ব্যবধান। ক্যারিয়ারে দুই রকম অভিজ্ঞতা হলো লিটনের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যাকে দল থেকে বাদ দেওয়ার রব উঠেছিলো, গেলো কয়েক মাসে তিনিই টাইগারদের সবচেয়ে ধারাবাহিকভাবে রান করা ব্যাটার।

সাগরিকার এই ইনিংসে দারুণ একটা রেকর্ড হয়েছে লিটনের। বাংলাদেশের দ্রুততম ৫ সেঞ্চুরির মালিক তিনি। যা করতে তার লেগেছে ৪৯ ইনিংস। সমান সংখ্যক সেঞ্চুরিতে সাকিবের লেগেছিলো ৯৩ ইনিংস। তামিমের ১৪১ আর মুশফিকের ১৬৩ ইনিংস।

আরও একটা রেকর্ডে সবার ওপরে লিটনের নাম। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের সঙ্গে ২০২ রানের জুটি গড়েছেন তিনি। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এতোদিন এই রেকর্ডটা ছিলো তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। ২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৭৮ রানের পার্টনারশিপ ছিলো তাদের।

৬ বছর আগের রেকর্ড ভাঙলেও, বিশ্বের সর্বোচ্চ রানের জুটি থেকে গেছে অধরাই। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো ও দিনেশ রামদিনের গড়া ২৫৮ রানের পার্টনারশিপই তৃতীয় উইকেটে ইতিহাসের সর্বোচ্চ। সে রেকর্ড ছুঁতে না পারা কিংবা ক্যারিয়ারের নবম সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকতে পারে মুশফিকের।

কিন্তু, ৮৬ রানের ইনিংসে সাকিবকে টপকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ওডিআই রান সংগ্রাহক হওয়াটা নিশ্চয়ই উপভোগ করছেন মুশি। সঙ্গে, আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজারি রানের ক্লাবে প্রবেশের আনন্দও ছুঁয়ে যাচ্ছে মিস্টার ডিপেন্ডেবলকে।

এ নিয়ে ওয়ানডেতে ৬ হাজার ৬৭০ রান হলো তার। এ ছাড়া টেস্টে ৪ হাজার ৮৭৩ ও টি-টোয়েন্টিতে এক হাজার ৪৬৫ রান করেছেন তিনি। বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে ১৪ হাজার ১৭৫ রান নিয়ে তামিম ইকবাল। সবার শীর্ষে ও ১২ হাজার ৫৫৩ রান নিয়ে সাকিব আল হাসান তিন নম্বরে রয়েছেন।

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি২০ সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ A দল Nepal A দলের বিপক্ষে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button