অবাক ক্রিকেট বিশ্ব : অতীত পাল্টে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এতে সিরিজ জয়ের পাশাপাশি টাইগাররা উঠেছে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে।
ওয়ানডে সুপার লিগে এ নিয়ে দ্বিতীয়বারের মত শীর্ষস্থান দখল করল টাইগাররা। দীর্ঘদিন ধরে অবশ্য পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।
আগামী বিশ্বকাপে কোয়ালিফাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লিগ। এতদিন সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল ইংল্যান্ড। বাংলাদেশ ছিল দ্বিতীয় স্থানে। তবে শুক্রবারের জয়ে বাংলাদেশ টপকে গেছে ইংল্যান্ডকে।
এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ইংল্যান্ড জয় পেয়েছে ৯টিতে। বাংলাদেশ তাদের ১০ম জয়ের দেখা পেল নিজেদের ১৪তম ম্যাচেই। প্রথম দল হিসেবে ওয়ানডে সুপার লিগে ১০টি জয় দেখল টাইগাররা।
এছাড়া প্রথম দল হিসেবে বাংলাদেশ ওয়ানডে সুপার লিগে ১০০ পয়েন্ট অর্জন করেছে। ১৫ ম্যাচে ৯ জয়ে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৯৫, যার মধ্যে আছে একটি পরিত্যক্ত ম্যাচের ৫ পয়েন্ট। বাংলাদেশ ১০টি ম্যাচ জিতে পূর্ণ ১০০ পয়েন্ট অর্জন করেই উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
বাংলাদেশ শীর্ষে ওঠায় ইংল্যান্ড নেমে গেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিরা ১২ ম্যাচ খেলে ৮টিতে জিতেছেন, হেরেছেন বাংলাদেশের সমান ৪টি ম্যাচে। ধীর বোলিং এক পয়েন্ট হারানোয় তাদের পয়েন্ট ৭৯।
তালিকার চতুর্থ স্থানে আছে আয়ারল্যান্ড। ৬ জয়, সাথে পরিত্যক্ত আর জরিমানার হিসেবে আইরিশদের পয়েন্ট ৬৮। যদিও তাদের খেলতে হয়েছে ১৮টি ম্যাচ। ১৮টি ম্যাচে ৬টি জয় শ্রীলঙ্কারও। পঞ্চম স্থানে থাকা লঙ্কানদের পয়েন্ট ৬২।
এর আগে একবার ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছিল বাংলাদেশ। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিলেন তামিম-লিটনরা।
আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের দুরন্ত যাত্রা এনে দিতে পারে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট। ২০২০ সালের জুলাইয়ে শুরু হওয়া এই সুপার লিগের সময়সীমা ২০২৩ সালের মার্চ পর্যন্ত। টেস্ট খেলুড়ে ১২টি দলের সাথে এখানে লড়ছে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারতসহ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ৮টি দল সরাসরি অংশ নেবে ২০২৩ বিশ্বকাপে।
একনজরে দেখে নেওয়া যাক ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল (শীর্ষ ১০)
|
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- এইমাত্র পাওয়া : বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতি
- জিশান-আফিফের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়লো বাংলাদেশ
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৬/৮/২০২৫ তারিখ
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া : মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক
- ভিসা নিয়ে এইমাত্র পাওয়া গেলো অনেক বড় সুখবর
- "সংসদ নির্বাচন : বিএনপি-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা প্রার্থী হতে চান"
- প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার ১০টি উপকারিতা
- দারুন সুখবর : বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভিসা
- আজকের (১৫ আগস্ট ২০২৫) সর্বশেষ সৌদি রিয়ালের বিনিময় হার
- টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ
- মায়রোকা বনাম বার্সেলোনা: লা লিগার রোমাঞ্চকর লড়াই ও লাইভ দেখার উপায়
- সকালে খালি পেটে যেসব খাবার খেলে বাড়বে ওজন
- সকালে খালি পেটে কিশমিশ খেলে বদলে যাবে শরীর ও মন, জানুন ১৪টি অবিশ্বাস্য উপকারিতা
- দাম কমল ৩৩ প্রকার জরুরি ওষুধের, সর্বোচ্চ ছাড় ৫০%