| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

আইপিএলের সেরা ওপেনিং জুটির নাম বললেন : আকাশ চোপড়া

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ২৪ ২০:৫০:৩৬
আইপিএলের সেরা ওপেনিং জুটির নাম বললেন : আকাশ চোপড়া

কোন দলে কোন ক্রিকেটার খেলছেন কিংবা এবারের নিলামে কোন দল সবচেয়ে শক্তিশালী দল গঠন করতে পারছেন এগুলো নিয়ে যেন সব আলোচনা। অথচ ওই সময় মাঠে গড়াচ্ছিল বিপিএল এবং পিএসএল এর মত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে সবকিছু বাদ দিয়ে আইপিএলের নিলামই যেনো সমর্থকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি আইপিএলে কোন দলের ওপেনিং কম্বিনেশন সবচেয়ে ভালো কিংবা কোন দলের ওপেনিং কম্বিনেশন দুর্বল এসব নিয়ে নিজের মত প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল ওপেনিং কম্বিনেশন হায়দ্রাবাদের। হায়দ্রাবাদের ওপেনিংয়ে অভিশেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, কেন উইলিয়ামসন এর মধ্যে যে কোনো দুজন দেখা যাবে। মোটকথা হায়দ্রাবাদের কাছে তেমন কোনো প্রতিষ্ঠিত ওপেনার নেই।

ফলে ওপেনিং নিয়ে হায়দ্রাবাদের পরিকল্পনায় কিছুটা ঘাটতি দেখছেন আকাশ চোপড়া। এর প্রেক্ষিতে হায়দ্রাবাদ কে ওপেনিং এর দিক দিয়ে সবচেয়ে পিছনে রেখেছেন এই ক্রিকেট বিশ্লেষক। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইকে ওপেনিং এর দিক দিয়ে হায়দ্রাবাদের উপরে রেখেছেন আকাশ। তার মতে"চেন্নাইয়ের দুই ওপেনার ই অসাধারণ রুতুরাজ গাইক্বাদ এবং ডেভন কনভে দুজনেই অনেক বেশি ধারাবাহিক হবেন। তবে আমি এখানে আক্রমণাত্মক ওপেনারদের কথা বলছি, সেই হিসেব করলে এ দুইজনকে আমার একটু নিচে রাখতে হবে।

দুজনই অসাধারণ ওপেনার তবে কতটুকু আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারবেন এটাই দেখার বিষয়"। অর্থাৎ আকাশ চোপড়া নিজের বিশ্লেষণের ক্ষেত্রে ব্যাটসম্যানের টেকনিক নয় ব্যাটসম্যানের অ্যাটাকিং খেলার দক্ষতাকে প্রধান্য দিয়েছেন। আকাশ চোপড়ার মতে ওপেনিং এর দিক দিয়ে টুর্নামেন্টের সেরা দুই দল লাখনো এবং দিল্লি। তিনি বলেন"রাহুল এবং ডি কক যদি নিজের সেরা ফর্মে চলে আসেন তাহলে তাদের থামানো অসম্ভব হয়ে পড়বে।

নিঃসন্দেহে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন তারা। লম্বা সময় ব্যাটিং করার পাশাপাশি আক্রমণাত্মক শট খেলতে পারদর্শী এ দুই ব্যাটসম্যান। এ দুই ব্যাটসম্যান একসাথে ব্যাটিংয়ে নামলে প্রতিপক্ষের ওপর তান্ডব হতে পারে"। তবে টুর্নামেন্টের সেরা ওপেনিং কম্বিনেশন দিল্লির রয়েছে চোপড়ার মতে। তিনি বলেন"ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ দুজনই পকেট সাইজ ডায়নামাইট, পৃথ্বীশ সর কথা যদি বলি, সে ১৬০ এর উপর স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেন তিনি যা অসাধারণ।

বিগত আইপিএল খুব একটা ভালো যায়নি ওয়ার্নারের তবে আমার বিশ্বাস এবার অসাধারণ কিছু খেলে সবাইকে চুপ করিয়ে দিবেন তিনি। ২০২১ বিশ্বকাপ অবশ্য অসাধারণ গিয়েছে ওয়ার্নারের জন্য। এ দুজন যখন একসাথে ব্যাট হাতে নামবে তখন অবশ্যই এটা প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ।

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি২০ সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ A দল Nepal A দলের বিপক্ষে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button