| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দিয়ে রাগে অবিশ্বাস্য কান্ড করে বসলেন ডমিঙ্গো

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ২৪ ১৪:৩৬:৩৫
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দিয়ে রাগে অবিশ্বাস্য কান্ড করে বসলেন ডমিঙ্গো

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন শুরু করেছিলেন হাসিমুখেই। তবে অর্ধেক গড়াতে গড়াতে সেই হাসি হয়ে গেল উপহাসের। এর আগে ডমিঙ্গোকে কখনও এমন মেজাজে দেখা যায়নি। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা সাংবাদিকদের একপর্যায়ে ‘স্যার’ বলে সম্বোধন করতে থাকেন তিনি।

প্রথম ম্যাচে টপ অর্ডারে সফল ছিলেন না লিটন দাস। ওয়ানডে দলের এই ওপেনার টেস্টে মিডল অর্ডারে ব্যাট করে বেশ সফল। তাই লিটনের ব্যাটিং অর্ডার পরিবর্তনের কোনো ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেন, ‘না। আমরা সর্বশেষ সিরিজ কোথায় খেললাম? জিম্বাবুয়েতে। সেখানে সে সেঞ্চুরি করেছিল। কয় ম্যাচ হল? ২-৩ ম্যাচ! হ্যাঁ ঠিক তাই! আপনার কাছেই উত্তর আছে স্যার!’

বৃহস্পতিবারের ঐচ্ছিক অনুশীলনে ডমিঙ্গোর সাথে বেশ কথাবার্তা বলতে দেখা গেছে মুশফিকুর রহিমকে। গতকালের ব্যাটিং বিপর্যয়ের পর কী নিয়ে কথা হল, তা জানতে চাওয়া হলে ডমিঙ্গো বলেন, ‘আপনাকে বলার মত নয় স্যার। এটা আমার ও খেলোয়াড়ের মধ্যকার কথাবার্তা, আপনাকে জানানোর মত তথ্য নয় স্যার।’

এখানেই শেষ নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইয়াসির ছিলেন ফিনিশারের ভূমিকায়। এক সাংবাদিক প্রশ্ন করেন, গতকাল ওয়ানডেতে অভিষিক্ত ইয়াসিরের পজিশন নিয়ে। সেখানেও ‘স্যার’ সম্বোধন করে উত্তর দেন ডমিঙ্গো।

তিনি বলেন, ‘কোন দলের হয়ে ফিনিশারের ভূমিকায় ছিল স্যার? বিপিএলে? টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে এখানে অনেক ভিন্নতা স্যার। সে গতকাল পাঁচে ব্যাট করল। এটাও তো ফিনিশিং পজিশন স্যার। আমরা ভালো শুরু পেলে তার ভূমিকা ফিনিশিং পজিশনেই হত।’ এমনকি আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিং পজিশন নিয়ে এক প্রশ্নের জবাবেও কোনো কিছু স্পষ্ট না করে তিনি বলেন, ‘আপনি তাহলে মিরাজকে পাঁচে চান? আমি তা মনে করি না স্যার। নট ফর মি।’

ডমিঙ্গোর এমন কথাবার্তা শুরু হয়েছিল তার পদ নিয়ে প্রশ্ন করার পর। ডমিঙ্গোর সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হলেও বোর্ডের নানা পর্যায়েও অসন্তোষ আছে এই প্রোটিয়া কোচকে নিয়ে। তবে দফায় দফায় চাকরি বেঁচে যাওয়ায় চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আত্মবিশ্বাসী কি না, এই প্রশ্ন করা হয় ডমিঙ্গোকে।

জবাবে তিনি বলেন, ‘এটা বিসিবির ব্যাপার স্যার। যদি আত্মবিশ্বাসী হতে হয় তাহলে তো আন্তর্জাতিক দলকে কোচিং করাতে পারব না। গণমাধ্যম ও মানুষ যা বলে, আমি তাতে মেজাজ হারাতে পারি। কিন্তু এটা করা জরুরী নয়। আপনাদের কাজ এটা, আপনারা আমাকে বা খেলোয়াড়দের নিয়ে যা খুশি লিখতে পারেন। আমি সেটা খেলোয়াড়দের থেকে দূরে রাখি।’

ডমিঙ্গোর দাবি, গণমাধ্যমে তাকে নিয়ে কী লেখা হয় তার বেশিরভাগই তিনি বুঝতে পারেন না। তিনি বলেন, ‘আপনাদের যা খুশি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি মেজাজ হারাব না। কিন্তু সত্যি বলতে, আপনারা যা লেখেন তা বেশিরভাগ সময় আমি বুঝতেই পারি না।’

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি২০ সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ A দল Nepal A দলের বিপক্ষে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button