বাংলাদেশ বনাম আফগানিস্তান: হোয়াইটওয়াশ অনেক দূরের ব্যাপার: অধিনায়ক তামিম

তবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এই মুহূর্তে সেদিকে নজর দিতে চান না। গুঞ্জন ছিল যে সিরিজ জয় বা হোয়াইটওয়াশের দিকে না তাকিয়েই সাধারণ ভাবে ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা করছেন টাইগার অধিনায়ক।
ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘৩-০তে জেতার বিষয়ে বলবো, আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
তবে প্রথম দুই ম্যাচ জিতে গেলে তখন হোয়াইটওয়াশের চিন্তাই থাকবে মাথায়- তা জানাতেও ভোলেননি দেশসেরা এ ওপেনার। আর সে লক্ষ্য ছোঁয়ার জন্যই মূলত ম্যাচ বাই ম্যাচ ধাপে এগুনোর কথা বললেন তামিম। তাই দূরেরটা চিন্তা করতে চান না তিনি।
তামিমের ভাষ্য, ‘আমরা যদি ঐ পরিস্থিতিতে থাকি, তাহলে কেনো নয়? এটা কে চাইবে না? প্রতিপক্ষকে জিজ্ঞেস করলেও একই কথা বলবে। অধিনায়ক হিসেবে আমিও এটাই করতে চাইবো। তবে দূরেরটা চিন্তা না করে আমার মনে হয় ধাপে ধাপে এগুনোই ঠিক হবে।’
সবশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। প্রায় সাত মাস পর আবার নিজেদের প্রিয় ফরম্যাটে খেলতে নামার আগে রোমাঞ্চের কথা জানালেন তামিম। যেহেতু চলতি বছর অনেক ওয়ানডে সিরিজ রয়েছে, তাই শুরুটা ভালো করতে চান টাইগার অধিনায়ক।
তিনি বলেছেন, ‘জুলাইয়ে আমরা শেষ ওয়ানডে খেলেছি। প্রায় ছয়-সাত মাস পর এসেছি, সবাই রোমাঞ্চিত। সন্দেহ নেই এটি আমাদের অন্যতম পছন্দের ফরম্যাট। আপনারা যদি দেখেন এ বছর আমাদের বেশ কয়েকটা ওয়ানডে (সিরিজ) আছে। তাই আমরা রোমাঞ্চিত। কালকের জন্য মুখিয়ে আছি। আশা করি শুরুটা ভালো হবে।’
এসময় আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জের কথা জিজ্ঞেস করা হলে তামিম বলেন, ‘চ্যালেঞ্জ কিছু না। কারণ কম বেশি সবাই তো অভিজ্ঞ ক্রিকেটার। আমরা টি-টোয়েন্টি খেলেছি তবে আমার কাছে মনে হয় ওদের সঙ্গে ওয়ানডে দিয়ে শুরু করাই সঠিক সিদ্ধান্ত ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো দল। এটাই আর কি। আমার কাছে মনে হয়, ছন্দে ফেরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। সবাই খেলার ওপরে আছে, এটা ইতিবাচক দিক। সবাই ভালো করছে, ভালো খেলছে,.. এখন শুধু আমাদের দল হিসেবে এক হতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।’
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
- একলাফে কমলো পেয়াজের দাম
- বাংলাদেশের বিপক্ষে রানআউট হয়ে ব্যাট ছুঁড়ে মারলেন পাকিস্তানি ব্যাটার, ভিডিও ভাইরাল
- কবরে লাশের সঙ্গে ৬টি জীবন্ত সাপ! তৌসিফের ভিডিওতে ভয়ের ছড়াছড়ি
- এনসিপি,তে পদত্যাগের হিড়িক, দল ছাড়লেন ২৬ নেতা
- প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার ১০টি উপকারিতা
- প্রথম বা হাতি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব
- শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা
- "সংসদ নির্বাচন : বিএনপি-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা প্রার্থী হতে চান"
- নির্বাচন বৈধ না হলে আয়োজনের কোনো মানে নেই: ড. মুহাম্মদ ইউনূস
- আজকের (১৫ আগস্ট ২০২৫) সর্বশেষ সৌদি রিয়ালের বিনিময় হার
- তামিম বিসিবি সভাপতি, মুশফিক-রিয়াদ কোচ, নতুন পরিকল্পনা
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৬/৮/২০২৫ তারিখ
- সকালে খালি পেটে কিশমিশ খেলে বদলে যাবে শরীর ও মন, জানুন ১৪টি অবিশ্বাস্য উপকারিতা