আফ্রিদির শেষ ওভারের ঝড়ে ম্যাচ গড়ালো সুপার ওভারে

সোমবার রাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। যেখানে আগে ব্যাট করা পেশোয়ারের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৫৮ রান। জবাবে আফ্রিদির শেষ ওভারের ঝড়ে ঠিক ১৫৮ রানই করে লাহোর।
ম্যাচ জিততে শেষ দুই ওভারে ৩০ রান প্রয়োজন ছিল লাহোরের। ১৯তম ওভার করতে এসে মাত্র ৬ রান খরচায় ২ উইকেট তুলে নেন পেশোয়ার অধিনায়ক ওয়াহাব রিয়াজ। তিনি ফিরিয়ে দেন সেট ব্যাটার মোহাম্মদ হাফিজ (৪৯) ও হারিস রউফকে।
যার ফলে শেষ ওভারে বাকি ২৪ রান। ব্যাটিংয়ে তখন দুই বোলার ফাওয়াদ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি। তাতে কী! মোহাম্মাদ উমরের করা শেষ ওভারে ঠিকই ২৩ রান তুলে নেন লাহোর অধিনায়ক আফ্রিদি। যা ম্যাচটিকে নিয়ে যায় সুপার ওভারে।
উমরের করা ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড। পরে প্রথম বৈধ ডেলিভারিতে টপ এজ থেকে বাউন্ডারি পান আফ্রিদি। পরের বল আবারও লাগে ব্যাটের ওপরের কানায়। এবার বল চলে যায় উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে সোজা সীমানার ওপারে।
তৃতীয় বলে আর ব্যাটের কানায় নয়, পুরোদস্তুরের ব্যাটারের মতো লং অফ দিয়ে ছক্কা হাঁকান আফ্রিদি। যা দেখে যেকোনো ব্যাটারেরও হিংসা হওয়াই স্বাভাবিক। তিন বলে ১৭ রান হয়ে যাওয়ায় পরের তিন বলে বাকি ৭ রান। পরের দুই বল দারুণ ইয়র্কার করেন উমর।
ফলে শেষ বলে বাকি থাকে ৭ রান। এবার মিডল-লেগস্ট্যাম্পে পড়া গুড লেন্থ ডেলিভারিকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকান আফ্রিদি। ম্যাচ হয়ে যায় টাই আর দুই হাত ছড়িয়ে নিজের ট্রেডমার্ক উদযাপন সারেন লাহোর অধিনায়ক।
অবশ্য এই বীরত্বপূর্ণ ব্যাটিংয়ের পরেও শেষ পর্যন্ত জয় পায়নি লাহোর। সুপার ওভারে ওয়াহাব রিয়াজের বিপক্ষে মাত্র ৫ রান নিতে সক্ষম হন মোহাম্মদ হাফিজ ও হ্যারি ব্রুক। পরে আফ্রিদির করা ওভারের প্রথম দুই বলেই দুই বাউন্ডারি হাঁকিয়েই পেশোয়ারকে জিতিয়ে দেন শোয়েব মালিক।
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
- একলাফে কমলো পেয়াজের দাম
- বাংলাদেশের বিপক্ষে রানআউট হয়ে ব্যাট ছুঁড়ে মারলেন পাকিস্তানি ব্যাটার, ভিডিও ভাইরাল
- কবরে লাশের সঙ্গে ৬টি জীবন্ত সাপ! তৌসিফের ভিডিওতে ভয়ের ছড়াছড়ি
- এনসিপি,তে পদত্যাগের হিড়িক, দল ছাড়লেন ২৬ নেতা
- প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার ১০টি উপকারিতা
- প্রথম বা হাতি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব
- শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা
- "সংসদ নির্বাচন : বিএনপি-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা প্রার্থী হতে চান"
- নির্বাচন বৈধ না হলে আয়োজনের কোনো মানে নেই: ড. মুহাম্মদ ইউনূস
- আজকের (১৫ আগস্ট ২০২৫) সর্বশেষ সৌদি রিয়ালের বিনিময় হার
- তামিম বিসিবি সভাপতি, মুশফিক-রিয়াদ কোচ, নতুন পরিকল্পনা
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৬/৮/২০২৫ তারিখ
- সকালে খালি পেটে কিশমিশ খেলে বদলে যাবে শরীর ও মন, জানুন ১৪টি অবিশ্বাস্য উপকারিতা