ব্রেকিং নিউজ : আইপিএল নিলামে ভারী হলো সাকিবদের দল

গতকাল নিলামে তারকা ক্রিকেটাররা বিক্রি হলেও অবিক্রিত থেকেছেন সাকিব আল হাসান, আদিল রশীদ, ইমরান তাহির,মুজিব উর রহমান, উমেশ যাদব, মোহাম্মদ নবির মত বিশ্বসেরা ক্রিকেটাররা।
যদিও নিলামে দল পেয়েছে ভারতের অনুর্ধ ১৯ দলের বেশ কিছু ক্রিকেটার। এবারের নিলামের সর্বশেষ তথ্য অনুযায়ী তারকা ক্রিকেটাররা না পারলেও চমক দেখাতে পেরেছে কিছু অজানা ক্রিকেটার। এদিকে আজ রবিবার দুপুর ১২টায় শুরু হয়েছে আইপিএল মেগা নিলামের ২য় দিনের নিলামের কার্যক্রম।
প্রতিবছরই আইপিএল নিলাম কোনো-না-কোনোভাবে সারা বিশ্ব ক্রিকেটকে নতুনভাবে চমকে দেয়। হোক সেটা কোন তরুণকে অতিরিক্ত দাম দিয়ে কেনা কিংবা প্রতিষ্ঠিত কোন তারকাকে কিনতে কোন ফ্র্যাঞ্চাইজির আগ্রহ প্রকাশ না করা। এবারও এ প্রথার ব্যাতিক্রম হয়নি। ভারতের অনেক তরুণ ক্রিকেটার চড়া মূল্যে এবারের আইপিএলে দল পেয়েছেন আবার অপরদিকে বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত কিছু ক্রিকেটার দলই পাননাই। আইপিএলের আবেশ খান কিংবা প্রসিদ্ধ কৃষ্ণার ১০ কোটি রুপিতে বিক্রি হওয়া। পাশাপাশি দেবদূত পার্টিক্যাল,নিতিশ রানা সবারই দাম উঠেছে সাত কোটি রুপির উপরে। কিন্তু বিগত আইপিএল সহ বিশ্ব ক্রিকেটের অনেক আসর মাতানো ক্রিকেটারদেরই এবারের আসরে অসহায় দেখা গিয়েছে।
ডেভিড মালান অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ডেভিড মালান অবিক্রিত থাকেন। বিশ্বের অন্যতম সেরা টি-২০ ব্যাটসম্যানকে প্রথম রাউন্ডে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
চেতেশ্বর পূজারা অবিক্রিত৫০ লক্ষ টাকা বেস প্রাইসের চেতেশ্বর পূজারা অবিক্রিত থাকেন। গতবার চেন্নাই সুপার কিংস দলে নিলেও একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি পূজারার। এবার প্রথম রাউন্ডে তাঁর জন্য দর হাঁকেনি কোনও দল।
অ্যারন ফিঞ্চ অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের অ্যারন ফিঞ্চ অবিক্রিত থাকেন। গতবারের আইপিএল নিলামেও অবিক্রিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন।
সৌরভ তিওয়ারি অবিক্রিত৫০ লক্ষ টাকা বেস প্রাইসের সৌরভ তিওয়ারি অবিক্রিত থাকেন। মুম্বই ইন্ডিয়ান্স সৌরভের জন্য দর হাঁকেনি।
ইয়ন মর্গ্যান অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইয়ন মর্গ্যানের জন্য কোনও দল দর হাঁকেনি। প্রাক্তন নাইট অধিনায়ক অবিক্রিত থাকেন। কেকেআর পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহী হলেও দীনেশ কার্তিকের মতো মর্গ্যানের জন্যও তারা দর হাঁকেনি। সুতরাং, গতবারের রানার্স দলের ক্যাপ্টেন এবার অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
মার্নাস ল্যাবুশান অবিক্রিত১ কোটি টাকা বেস প্রাইসের মার্নাস ল্যাবুশান অবিক্রিত থাকেন। টেস্টের অন্যতম সেরা ব্যাটসম্যান আপাতত আইপিএলে দল পেলেন না।
জেমস নিশাম অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জেমস নিশাম প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন। কিউয়ি তারকাকে পরের দিকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ক্রিস জর্ডন অবিক্রিত২ কোটি টাকা বেস প্রাইসের ক্রিস জর্ডন প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলে বেড়ানো অভিজ্ঞ ব্রিটিশ তারকাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
ইশান্ত শর্মা অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইশান্ত শর্মা অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে। টিম ইন্ডিয়ার তারকা পেসার এবার আইপিএলে দল নাও পেতে পারেন, এমন আশঙ্কা করা হচ্ছিল। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হতেপারে।
লুঙ্গি এলগিদি অবিক্রিত:
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের লুঙ্গি এনগিদির জন্য কেউ দর হাঁকেনি। তিনি প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।
ডেভিড মিলার অবিক্রিত:
১ কোটি টাকার বেস প্রাইসের ডেভিড মিলারের জন্য কোনও দল দর হাঁকেনি। প্রথম দিনে প্রথম ক্রিকেটার হিসেবে অবিক্রিত থাকেন প্রোটিয়া তারকা।
স্টিভ স্মিথ অবিক্রিত:
২ কোটি টাকার বেস প্রাইসের স্টিভ স্মিথ অবিক্রিত থাকেন প্রথম দিনে। অজি তারকা অপ্রত্যাশিতভাবেই উপেক্ষিত থাকেন প্রথম দিনের নিলামে। যদিও পরে তিনি পুনরায় ফিরতে পারেন নিলামে।
সাকিব আল হাসান অবিক্রিত:
২ কোটি টাকা বেস প্রাইসের শাকিব আল হাসান অবিক্রিত থাকেন প্রথম দিনে। বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডারকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি কোনও দল।
আদিল রশিদ অবিক্রিত:
২ কোটি টাকা বেস প্রাইসের আদিল রশিদ অবিক্রিত। ব্রিটিশ স্পিনারের জন্য আগ্রহ দেখায়নি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
মহম্মদ নবি অবিক্রিত:
কোটি টাকার বেস প্রাইসের মহম্মদ নবির জন্য দর হাঁকেনি কোনও দল। তিনি প্রথম দিনে অবিক্রিত থাকেন। উল্লেখ্য, নবি এই মুহূর্তে আইসিসি এক নম্বর টি-২০ অল-রাউন্ডার।
সন্দীপ লামিছানে অবিক্রিত:
৪০ লক্ষ টাকা বেস প্রাইসের সন্দীপ লামিছানের জন্য প্রথম দিনে কেউ দর হাঁকেনি। নেপালের স্পিনার অবিক্রিত থাকেন।
ইমরান তাহির অবিক্রিত:
২ কোটি টাকে বেস প্রাইসের ইমরান তাহির অবিক্রিত। নিলামের সব থেকে বয়স্ক ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাই।
মুজিব উর রহমান অবিক্রিত:
২ কোটি টাকা বেস প্রাইসের মুজিব উর রহমান অবিক্রিত। আফগানিস্তানের তারকা স্পিনারকে প্রথম দিনে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।
বিশ্ব ক্রিকেট মাতানো এসব তারকা ক্রিকেটাররা প্রথম দিন শেষে অবিক্রিতই থেকে যান। আজকের দিনে কি তাদের ভাগ্য পরিবর্তন হবে নাকি এসব তারকা ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের আইপিএল।
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর
- ওমানে কার্যকর হলো নতুন আইন
- টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
- আজকের সকল দেশের টাকার রেট (৮ মে ২০২৫)
- হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলো সৌদি আরব
- আজকের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- হত্যা মামলার আসামি হয়েও বিদেশ যাত্রা আলোচনায় সাবেক রাষ্ট্রপতি
- ভারতের ড্রোন হামলায় কাঁপছে স্টেডিয়াম, অনিশ্চিত পিএসএল ম্যাচ
- পাক-ভারত যুদ্ধ নিয়ে মালালার মানবিক বার্তা
- বিয়ের আসরে বরকে যৌতুকে দেওয়া হলো ১৬ কোটি টাকা, ২১০ বিঘা জমি ও পেট্রল পাম্প
- আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
- আজকের সৌদি রিয়াল রেট (৯ মে ২০২৫)
- ইংল্যান্ডে চলে গেলেন সাব্বির রহমান