উইন্ডিজের হারে ভাগ্য খুললো বাংলাদেশের, সেমির পথে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সাত আসরে সরাসরি মূল পর্বে খেলতে না পারলেও আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হলো টাইগারদের। তাতে এই ফরম্যাটে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলতে হবে কোয়ালিফাই পর্বে।
আজ শনিবার আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আট উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। উইন্ডিজের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ৩ ওভার ৪ হাতে রেখে পেরিয়ে যায় অজিরা। ব্যাট হাতে ৫৬ বলে আট চার ও চার ছক্কায় ৮৯ রানে অপরাজিত ছিলেন ওপেনিং আসা ডেভিড ওয়ার্নার। অন্যপ্রান্তে থাকা মিচেল মার্শ খেলেন ৩২ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৫৩ রান করে গেইলের শিকার হন।
লক্ষ্য তাড়ায় শুরু থেকে দ্রুত রান তুলতে থাকেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। মাত্র ২১ বলে এই যুগলের গড়া ৩৩ রানের জুটি ভাঙেন আকিল হোসেন। ১১ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ফিঞ্চ। তিনে আসা মিচেল মার্শকে নিয়ে দারুণভাবে রানের চাকা এগিয়ে নেন ওয়ার্নার। চার ছক্কায় শতরানের জুটি পার করেন তারা। জয়ের ঠিক আগ মুহূর্তে তাদের ১২৪ রানের জুটি ভাঙেন ক্রিস গেইল। ৩২ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৫৩ রান করে ফেরেন মার্শ। যদিও পরের ওভারে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার।
এর আগে, টসে হেরে ব্যাট করতে এসে ঝড়ো শুরু করেন ক্রিস গেইল ও এভিন লুইস। তবে তাদের জুটি বেশিদূর এগোতে দেননি প্যাট কামিন্স। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে গেইলকে বোল্ড করে ফেরান তিনি। পুরো বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ এই ব্যাটসম্যান করেন ৯ বলে ১৫ রান।
পরের ওভারে বল করতে এসে প্রথম বলে নিকোলাস পুরান ও এক বলের বিরতিতে রস্টন চেজকে সাজঘরে ফেরান জজ হ্যাজলউড। ৩৫ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন ওপেনার লুইস ও সিমরন হেটমায়ার। তাদের ৩৫ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন লুইস। ২৬ বলে পাঁচ চারে ২৯ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন তিনি।
১৩তম ওভারের শেষ বলে হেটমায়ারকে সাজঘরে ফেরান হ্যাজলউড। ২৮ বলে ২৭ রান করা এই ব্যাটসম্যানকে নিজের তৃতীয় শিকার বানান তিনি। যদিও আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ইনিংস খেলেছিলেন হেটমায়ার। শেষের দিকে ডোয়োইন ব্রাভোকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন কাইরন পোলার্ড। ক্যারিয়ারের শেষ ম্যাচটা রাঙাতে পারেননি ব্রাভো। ১২ বলে ১০ রান করে হ্যাজলউডের শিকার হন তিনি।
দলীয় ১৪৩ রানের মাথায় মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন পোলার্ড। ৩১ বলে চার বাউন্ডারি ও এক ছয়ে ৪৪ রান তোলেন তিনি। শেষের দিকে আন্দ্রে রাসেলের ৭ বলে অপরাজিত ১৮ রানে ভর করে দারুণ পুঁজি গড়ে ক্যারিবীয়রা।
- নুরুল হক নুরকে যে দেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
- বিসিবি নির্বাচন তামিম বনাম বুলবুল: ক্লাবগুলোর সমর্থনে এগিয়ে আছেন যিনি
- "ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য হাইকোর্টের যুগান্তকারী রায়
- বাংলাদেশকে নিয়ে এইমাত্র নতুন ঘোষণা দিলো দ:কোরিয়া
- শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আসল কারন ‘ডিপ স্টেট’ ও তিন মন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল: কী থাকছে পরিকল্পনায়
- কমে গেলো এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম
- এমন পদক্ষেপ নেওয়ায় প্রশংসায় ভাসছে বিএনপি
- রাতেই ঝড়ের আভাস: ৬ অঞ্চলে সতর্কবার্তা
- ভিসা নিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলো ইতালি
- ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা: কারণ ও সমাধান
- বিএনপি কাউন্সিলে ভোটের ব্যালট ছিনতাই, স্থগিত ফলাফল ঘোষণা
- বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড ভেঙে নতুন উচ্চতায়
- "এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"