উইন্ডিজের হারে ভাগ্য খুললো বাংলাদেশের, সেমির পথে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সাত আসরে সরাসরি মূল পর্বে খেলতে না পারলেও আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হলো টাইগারদের। তাতে এই ফরম্যাটে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলতে হবে কোয়ালিফাই পর্বে।
আজ শনিবার আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আট উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। উইন্ডিজের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ৩ ওভার ৪ হাতে রেখে পেরিয়ে যায় অজিরা। ব্যাট হাতে ৫৬ বলে আট চার ও চার ছক্কায় ৮৯ রানে অপরাজিত ছিলেন ওপেনিং আসা ডেভিড ওয়ার্নার। অন্যপ্রান্তে থাকা মিচেল মার্শ খেলেন ৩২ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৫৩ রান করে গেইলের শিকার হন।
লক্ষ্য তাড়ায় শুরু থেকে দ্রুত রান তুলতে থাকেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। মাত্র ২১ বলে এই যুগলের গড়া ৩৩ রানের জুটি ভাঙেন আকিল হোসেন। ১১ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ফিঞ্চ। তিনে আসা মিচেল মার্শকে নিয়ে দারুণভাবে রানের চাকা এগিয়ে নেন ওয়ার্নার। চার ছক্কায় শতরানের জুটি পার করেন তারা। জয়ের ঠিক আগ মুহূর্তে তাদের ১২৪ রানের জুটি ভাঙেন ক্রিস গেইল। ৩২ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৫৩ রান করে ফেরেন মার্শ। যদিও পরের ওভারে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার।
এর আগে, টসে হেরে ব্যাট করতে এসে ঝড়ো শুরু করেন ক্রিস গেইল ও এভিন লুইস। তবে তাদের জুটি বেশিদূর এগোতে দেননি প্যাট কামিন্স। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে গেইলকে বোল্ড করে ফেরান তিনি। পুরো বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ এই ব্যাটসম্যান করেন ৯ বলে ১৫ রান।
পরের ওভারে বল করতে এসে প্রথম বলে নিকোলাস পুরান ও এক বলের বিরতিতে রস্টন চেজকে সাজঘরে ফেরান জজ হ্যাজলউড। ৩৫ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন ওপেনার লুইস ও সিমরন হেটমায়ার। তাদের ৩৫ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন লুইস। ২৬ বলে পাঁচ চারে ২৯ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন তিনি।
১৩তম ওভারের শেষ বলে হেটমায়ারকে সাজঘরে ফেরান হ্যাজলউড। ২৮ বলে ২৭ রান করা এই ব্যাটসম্যানকে নিজের তৃতীয় শিকার বানান তিনি। যদিও আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ইনিংস খেলেছিলেন হেটমায়ার। শেষের দিকে ডোয়োইন ব্রাভোকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন কাইরন পোলার্ড। ক্যারিয়ারের শেষ ম্যাচটা রাঙাতে পারেননি ব্রাভো। ১২ বলে ১০ রান করে হ্যাজলউডের শিকার হন তিনি।
দলীয় ১৪৩ রানের মাথায় মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন পোলার্ড। ৩১ বলে চার বাউন্ডারি ও এক ছয়ে ৪৪ রান তোলেন তিনি। শেষের দিকে আন্দ্রে রাসেলের ৭ বলে অপরাজিত ১৮ রানে ভর করে দারুণ পুঁজি গড়ে ক্যারিবীয়রা।
- গোল, গোল,গোল, গোল বন্যায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ৮৫ মিনিটের খেলা, সর্বশেষ ফলাফল
- চরম দু:সংবাদ : এবার বাংলাদেশকেই সরিয়ে দিলো
- ব্রেকিং নিউজ : স্ট্রোক করে জামায়াত নেতার মৃ‘ত্যু
- বাংলাদেশ না নেপাল কে হচ্ছে আসল চ্যাম্পিয়ন : জানুন কোন সমীকরণে কে চ্যাম্পিয়ন
- এসএসসি,র বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশের তারিখ ঘোষণা ও কলেজে ভর্তির নির্দেশনা
- দারুণ সুখবর : সরকারের এক ঘোষণাতেই কপাল খুলে গেলো দুবাইয়ের কর্মীদের
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- দুর্দান্ত মেসির অবিশ্বাস্য কান্ড, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ
- সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: প্রথমার্ধের খেলা শেষে শ্রীলঙ্কাকে চেপে ধরলো বাংলাদেশ
- ওমান প্রবাসীরা সাবধান : সবাইকে সতর্ক থাকার আহ্বান
- কিডনির সমস্যা চেনার লক্ষণ: অবহেলা করলেই বাড়তে পারে মৃত্যুঝুঁকি! সতর্ক থাকুন এখনই
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আজ! কোথায় ও কীভাবে সরাসরি দেখবেন ম্যাচগুলো
- বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি পরে মাঠ কাঁপানো সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ
- দুর্দান্ত জয় থেকে ধস : চরম উত্তেজনায় শেষ হলো মিরাসল ও নেইমারের সান্তোসের ম্যাচ