| ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক করা আছে : মেসি

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ অক্টোবর ১০ ১১:৩২:০৯
ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক করা আছে : মেসি

বার্সেলোনার সমর্থকরা কখনো মেসিকে পিএসজির জার্সিতে ভাবতে পারেননি। মেসিও কখনো ভাবেননি। মেসির কাছেও একেবারে অপ্রত্যাশিত ছিল ব্যাপারটা। বার্সা ছেড়ে যাওয়ার পর ফ্রান্স ফুটবলকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘একদম অপ্রত্যাশিত ছিল আমার জন্য।’

এই বছর আর্জেন্টিনাকে কোপা অ্যামেরিকার শিরোপা জিতিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছেন মেসি। কোপা জয়ের আনন্দ নিয়েই যোগ দিয়েছিলেন বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে। কয়েক দিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা ছিলো বার্সালোনার সাথে তার চুক্তি। কিন্তু চুক্তির শেষ সময়ে এসে বার্সা জানায় চুক্তি সম্ভব না। যা শুনে হতাশ হয়ে পড়েন তিনি। ক্লাব তাকে বলে নতুন ক্লাব খুজে নিতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার মাথায় ছিল, কোপা শেষে ক্লাবে (বার্সেলোনা) ফিরে গিয়ে চুক্তি স্বাক্ষর করে সোজা ট্রেনিংয়ে যোগ দেব। ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক করা আছে, শুধু আমার স্বাক্ষরটাই বাকি। কিন্তু আমি ক্লাবে যাওয়ার পর স্বাক্ষরের আগে তারা আমায় জানালো যে, এটা সম্ভব নয়। তখন তারা অন্য ক্লাব খুঁজতে বলেছিল আমাকে, কারণ তারা চুক্তি নবায়ন করতে পারবে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ফুটবল

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনার জার্সিতে এক দশক পার করে দেওয়া জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান এবার ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button